ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কাস্টমসের নষ্ট পণ্য পাচারের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ২:৪২

আইনি জটিলতায় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা কাস্টমসের নষ্ট পণ্য ঘোষণার পরে মাটি চাপা দেওয়া  ১১১ টি লটের ৬৮১ টি কন্টেইনারের ৯১৩২ টন পণ্য পাচার করার অভিযোগ ওঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। উচ্চ আদালতের রিটপিটিশন দায়ের করে নষ্ট পণ্য স্থানান্তরের আদেশ নিয়ে এসব পণ্য পাচার করেছে বলে স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে।
সুত্র জানায়, উচ্চ আদালতের আদেশ মোতাবেক আনন্দবাজার থেকে নষ্ট পণ্য উঠিয়ে সিতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার সালেহ কার্পেটের অভ্যন্তরে মাটি চাপা দেয়ার কথা। কিন্তু ওই চক্রটি যথানিয়মে পণ্যগুলো উঠলেও কিছু পণ্য সালেহ কার্পেটে যায়নি। আবার কিছু পণ্য সালেহ কার্পেটে গিয়ে সেখানে মিক্সার করা হয়েছে। সেখানে সকল পণ্য মাটি চাপা দেয়া হয়নি। কিছু মাটি চাপা দেয়া হলেও বেশিরভাগই বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়া হয়েছে। যা বিভিন্ন খামারে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। 
 বিশ্বস্ত সুত্রের তথ্যমতে গত সোমবার (১০ জুন) সালেহ কার্পেট থেকে এরকম পণ্যভর্তি কয়েকটি গাড়ি বের হয়েছে। বিষয়টি সিতাকুণ্ডের সার্কেল এসপি এবিএম নায়হানুল বারীর সাথে কথা বললে তিনি এই বিষয়ে কিছুই জানেনা এবং ওসিকে জানাবেন বলে জানান। পরে পাচার হওয়া গাড়ির নাম্বার ও লোকেশন জানালেও এই বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান দীর্ঘদিন যাবৎ একটি প্রভাশালী চক্র এসব নষ্ট পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। এই চক্রের সাথে জড়িত মনির আহমেদ, মিঠু, মান্নান, রফিক, আফছার ও ওসমানসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান।
জানা গেছে, ২০২২ সালে কাস্টমসের ঘোষিত ৯১৩২ টন নষ্ট পণ্য নগরের আনন্দবাজার এলাকায় মাটি চাপা দেয়া হয়। এসব পণ্যের মধ্যে বিভিন্ন রকমের ফল ও মাছের খাদ্য উল্লেখযোগ্য। ফলগুলো মাটির সাথে মিশে গেলেও  মাটি চাপা দেয়া প্রক্রিয়া থেকে শুরু করে মাছের খাদ্যগুলো একটি চক্র চুরি করে বাজারে বিক্রি করার চেষ্টা করে আসছিল। একপর্যায়ে থানা পুলিশের হাতে ধরাও পরে। এই নিয়ে স্থানীয় বন্দর থানায় একটি মামলা করা হয়েছিল। 
কিন্তু একটি সংঘবদ্ধ চক্র এসব কিছুর তোয়াক্কা না করে সেই পণ্য উঠিয়ে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। এসব নষ্ট পণ্য পাচারের সময় ২০২২ সালের ৮ নভেম্বর ভোরে আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে নষ্ট পণ্য ভর্তি করা ১৫ টি ট্রাক আটক করা  হয়েছে। 
সেই সময়ে পুলিশ বলছিল রাতের আধারে এসব পণ্য মাটি খুঁড়ে চুরি করে বিক্রির উদ্দেশ্যে ট্রাকভর্তি করা হচ্ছিল। মূলত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় শুকরের হাড় মিশ্রিত মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে। প্রাণীর খাবার অনুপযোগী প্রাণিজবর্জ্য ও হাড় দিয়ে তৈরি করা এমবিএম নামের পণ্যটি মাছ ও হাঁস-মুরগির খাবার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ২০১৮ সালে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত এসব পণ্য সম্প্রতি মাটিচাপা দিয়ে ধ্বংস করে কাস্টমস কর্তৃপক্ষ।   কাস্টমসের নিলাম পরিচালনাকারি প্রতিষ্ঠান কেএম কর্পোরেশনের তত্ত্বাবধানে পণ্য ধ্বংস করার কাজ করা হয়েছিল।
উচ্চ আদালতে রিট পিটিশন মামলা নং ৩৫৩৮/২০২৩ মুলে এসব নষ্ট পণ্য স্থানান্তরের অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন এবং কাস্টম কর্তৃপক্ষও অনাপত্তি দিয়েছিল। তবে শর্ত ছিল এসব পণ্য নির্জন স্থানে/ সাগরের আশেপাশে নিয়ে মাটি চাপা দেয়া। এই আদেশের বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি নিয়ে সকলের অগোচরে তা পাচার করে আসছে। 
এসব ব্যপারে জানতে সালেহ কার্পেটে পণ্য মাটি চাপা দেয়ার আবেদনকারি আব্দুল মান্নান ও নুরুল কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। 
উল্লেখ্য কাস্টম হাউস থেকে প্রেরিত পত্রে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন স্থানে অবস্থিত নির্ধারিত ১১১টি লটের বিপরীতে ৯১৩১.৯৫ মে.টন ৬৮১টি কন্টেইনারে ব্যবহার অনুপযোগী পণাচালানসমূহ উত্তর ছালিশহর, বে-টার্মিনালের সম্মুখে বেঁড়িবাধ রোড, চট্টগ্রামে ১১.০৯.২০২২ খ্রি. তারিখ যতে ২৪.০৯.২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ধংস কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ও কেএম কর্পোরেশনের লজিস্টিক সাপোর্টে ধংস কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্তভাবে নিস্পত্তি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা