ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মনোহরগঞ্জে ডাকাতের হামলায় বাবা গুলিবিদ্ধ ছেলের মৃত্যু


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৪-৬-২০২৪ বিকাল ৫:২৫

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২ নং সরসপুর  ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে ডাকাতের হামলায় বাবা আব্দুল মালেক (৭৫ ) গুলিবিদ্ধ হয়, ঘটনা দেখে ছেলে মোঃ ওমর ফারুক (৩৮) এর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে।বৃহস্পতিবার  সকাল অনুমানিক ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির পুলিশের একদল সঙ্গীফোর্স নিয়ে ঘটনার স্থলে ছুটে আসেন।এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মালেক একজন চা-দোকানদার। বাড়ি সামনেই তার চায়ের দোকান। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার আব্দুল মালেক ফজরের নামায শেষে চা-দোকান খুলে, একটু পরেই তার স্ত্রী শহিদা বেগম আসেন চা খেতে। ওই সময় (২) টি মোটর সাইকেল যোগে (৪) জন ডাকাত, কাস্টমার সেজে দোকানে প্রবেশ করে। তারা দোকানদার আব্দুল মালেকের কাছে সিগারেট চান,  তিনি তাদেরকে সিগারেট দেন,  হঠাৎ ডাকাতরা মালেকের স্ত্রী শহিদা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন,ও কান থেকে কানফুল ছিনিয়ে নেয়। এসময় স্বামী আব্দুল মালেক প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে ডাকাত দলের সদস্যরা পিস্তল বের করে  দোকান দারকে এলো পাথাড়ি গুলি করে তাৎক্ষণিক পালিয়ে যায়। আব্দুল মালেক ও তার স্ত্রীর শোর চিৎকার সুনে ছেলে মোঃ ওমর ফারুক বাড়ি থেকে বের হয়ে ছুটে আসে বাবার গুলিবিদ্ধ দেখে, ওমর ফারুক সইতে না পেরে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক ঘটনাটি এলাকা ছড়িয়ে পড়ে।আব্দুল মালেককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে তিনটায় স্থানীয় বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে নিহত মোঃওমর ফারুক এর জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে অংশগ্রহণ করেন এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মোঃ কামাল হোসেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির,সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সহ এলাকার সর্বস্তরের মানুষ। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এঘটনায় প্রত্যক্ষদর্শী শহিদা বেগমের সাথে কথা বললে তিনি জানান,ডাকাতরা প্রকাশ্যে দিবালোকে আমার স্বামীকে গুলি করল, কিছু সময় পর আমার ছেলেটাও মারা গেল। তার  রেখে যাওয়া (৩) ছেলে ( ১) মেয়ে এখন কাকে বাবা বলে ডাকবে। আর আমি কি নিয়ে বাঁচবো।খবর পেয়ে মনোহরগঞ্জ ও চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির বলেন, আমি খবর পেয়ে ঘটনার স্থলে যাই সেখানে আমরা ঘটনার সত্যতা পেয়েছি, ঘটনাটি মনোহরগঞ্জ ও চাটখিল থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পুলিশ ঘটনাটি উদঘাটন করে দোষীদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে ।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে -১ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

নেত্রকোণায় শহীদ ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বেলাবোতে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে পাখি শিকারের অভিযোগে এক যুবককে জরিমানা

তারাগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ

আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাচোল উপজেলা নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া

চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নকলবিরোধী চেতনায় সুশৃঙ্খল পরিবেশে চিতলমারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫