ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়া -খাগরিয়ার ফুলের সুবাসে রক্তের গন্ধ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-৬-২০২৪ দুপুর ৪:১৩

সাতকানিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করলে তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি বর্ষণ করে হামলাকারীরা।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরু মার্কেটের পশ্চিমে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন খাগরিয়া ৪ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে মোহাম্মদ জাহেদ (২০) একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে শফিকুর রহমান (৭০)।

জানা যায়, খাগরিয়া ইউনিয়নে ৪ নম্বরে ওয়ার্ডে দেলোয়ার হোসেন এবং একই ওয়ার্ডের নাসির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গেলে দিল মোহাম্মদকে দেশীয় অস্ত্র (এলজি) সহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময়

তার সমর্থকরা থাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে। এসময় সাতকানিয়া থানা পুলিশ এবং চন্দনাইশ থানা পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী নোমান  বলেন, আধিপত্য বিস্তার নিয়ে খাগরিয়ায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এঘটনায় পুলিশ অস্ত্রসহ দিল মোহাম্মদ নামে একজনকে গ্রেপ্তার করে। এছাড়া আকতার হোসেন নামে একজনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ২মাস ধরে অন্তত ১২টি গুলাগুলির ঘটনা ঘটে সর্বশেষ ১৫দিন আগেও ৭টি ঘরে প্রকাশ্যে ডাকাতি করে বাড়িঘর ভাংচুর করার অভিযোগ তোলেছেন মো:নাছির প্রকাশ ফুল নাছির।সরেজমিনে গিয়ে তার বাড়িসহ অন্তত ৫টি ঘর ভাংচুরের প্রমাণ মেলে। অপরদিকে এই ভাংচুর ও লুটপাট নিজেরা করিয়েই প্রতিপক্ষের নামে কুৎসা ও মামলা সাজাচ্ছেন বলে পাল্টা অভিযোগ করেছেন খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ছালাম।

তিনি বলেন একাধিক হত্যা মামলার আসামী শফিকুর রহমান বাচুর নবায়নবিহীন অবৈধ অস্ত্র ব্যবহার করে এসব করে যাচ্ছেন তারা। নবায়ন বিহীন এবং ওই অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসক থেকে শুরু করে বেশকিছু গোয়েন্দা সংস্থার নথিপত্র প্রতিবেদককে সরবরাহ করেন ইউপি সদস্য মো: ছালাম।

তবে তিনি স্বীকার করেছেন প্রতিদিনই ঘটছে গুলাগুলির ঘটনা কিন্তু মূল ঘটনার উৎপত্তি হচ্ছে দেলোয়ার হোসেনের ৭ম শ্রেনী পড়ুয়া ছাত্রকে ফুল নাসিররা মারলে ওই থেকেই রক্তক্ষয়ী এই সংঘর্ষের সূত্রপাত। অপরদিকে খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আক্তার হোসেন বলেন, মূলত তাদের সামাজিক আধিপত্যের জেরেই এই দ্বন্দ্ব লেগেই আছে।

এই দ্বন্দ্বের জের কোন রাজনৈতিক গ্রুপিংয়ের জের কিনা প্রশ্ন করা হলে তা তিনি সরাসরি অস্বীকার করে বলেন,মূলত ফুল নাসিরদের সাথে আরেকটা গ্রুপের মারামারি হানাহানি লেগেই থাকে, ওই দ্বন্দ্বের জেরে অনেক খুন হয়েছেন এবং রক্ত ঝরা পরিবেশ যেন থামছেনা।

এদিকে  স্বেচ্ছাসেবক লীগনেতা মো:নাসির বলেন,মূলত এটা গেল স্থানীয় নির্বাচন থেকে আমরা যখন বর্তমান সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে  এলাকায় জোয়ার তুলেছি, তখন থেকেই আমাদের প্রতিপক্ষরা প্রকাশ্যে জব্বারের পক্ষে প্রচারণা চালিয়েছিল।

তখন থেকেই আমাদের সাথে তাদের ঝামেলাটা প্রকাশ্যে রূপ নেয়। এবং ছালাম মেম্বারদের নিয়ন্ত্রাধীন একটি কিশোর গ্যাং এই ঝামেলাটা থামতে দিচ্ছেনা।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক