কবি সুফিয়া কামাল এর শুভ জন্মদিন ও কিছু কথা
বাংলা সাহিত্যের অগ্রদূত কবি সুফিয়া কামাল:একটি নাম যা আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক আন্দোলনে চির স্মরণীয় হয়ে থাকবে। ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করা এই প্রতিভাবান কবি আমাদের জাতির জন্য একটি আশীর্বাদ স্বরূপ। তাঁর সাহসী লেখনী, সমাজ সচেতনতা এবং নারীর অধিকার আদায়ে অগ্রণী ভূমিকার জন্য তিনি আজও বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন। প্রারম্ভিক জীবন কবি সুফিয়া কামালের জন্ম একটি অভিজাত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ ছিল। তিনি প্রথাগত বিদ্যালয়ে শিক্ষালাভ করতে পারেননি, কিন্তু বাড়িতে বসেই পিতামাতার কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। মা সাবেরা বেগম ছিলেন সুফিয়ার শিক্ষাজীবনের প্রথম গুরু। তাঁর কাছ থেকেই সুফিয়া কামাল বাংলা ও উর্দু ভাষা শেখেন এবং সাহিত্যের প্রতি আকৃষ্ট হন।
সাহিত্যিক জীবন
সুফিয়া কামালের সাহিত্যিক জীবন শুরু হয় খুব অল্প বয়সেই। মাত্র ১৪ বছর বয়সে তাঁর প্রথম কবিতা "বাসন্তী" প্রকাশিত হয় 'সওগাত' পত্রিকায়। এরপর থেকে তিনি একের পর এক কবিতা, প্রবন্ধ, গল্প এবং উপন্যাস রচনা করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "কিষাণী", "মায়া কাজল", "মন ও জীবন", "সাঁঝের মায়া", "উদাত্ত পৃথিবী" ইত্যাদি। তাঁর সাহিত্যকর্মে নারীজীবনের সমস্যাবলী, সাম্যবাদ, মানবাধিকার এবং সমাজ সংস্কার স্থান পেয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন
সাহিত্যিক জীবনের পাশাপাশি সুফিয়া কামাল ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী। তিনি নারী অধিকার ও সমতার পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং এখানকার নারীদের অধিকার আদায়ে কাজ শুরু করেন। ১৯৬৯ সালে তিনি 'বাংলাদেশ মহিলা পরিষদ' প্রতিষ্ঠা করেন, যা আজও নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি নারীদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেন। পুরস্কার ও সম্মাননা কবি সুফিয়া কামাল তাঁর অসাধারণ সাহিত্যকর্ম এবং সমাজসেবার জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'বাংলা একাডেমি পুরস্কার', 'একুশে পদক', 'রবীন্দ্র সন্মাননা', 'নাসির উদ্দিন স্বর্ণপদক' এবং 'বেগম রোকেয়া পদক'। ১৯৯৯ সালে তিনি মরণোত্তর 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন। উত্তরাধিকার
১৯৯৯ সালের ২০ নভেম্বর কবি সুফিয়া কামাল পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। কিন্তু তাঁর লেখনী ও সামাজিক অবদান আজও আমাদের মাঝে জীবিত। তাঁর জীবন ও কর্ম আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
কবি সুফিয়া কামালের জীবন ও কর্ম বাংলা সাহিত্য এবং সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর অবদান চিরকাল আমাদের মনে থাকবে এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে নারীর অধিকার, সমতা এবং মানবাধিকার রক্ষায় কাজ করতে। তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
এমএসএম / এমএসএম
এমন একটা সরকার চাই
পবিত্র শবে বরাত: হারিয়ে যেতে বসা আত্মার জন্য এক গভীর ডাক : মোহাম্মদ আনোয়ার
ঘুষ, দালাল ও হয়রানি: জনগণের রাষ্ট্রে জনগণই সবচেয়ে অসহায়!
সুস্থ জীবনের স্বার্থে খাদ্যে ভেজাল রোধ জরুরী
আস্থার রাজনীতি না অনিবার্যতা: তারেক রহমান ও বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা!
রাষ্ট্র পুনর্গঠনের কঠিন পরীক্ষায় ত্রয়োদশ নির্বাচন
নির্বাচনী ট্রেইনে সব দল, ক্ষমতার চূড়ান্ত মালিক জনগণ!
ঈমানের হেফাজতের নগরী মদিনা: মক্কার চেয়ে দ্বিগুণ বরকতের অন্তর্নিহিত রহস্য!
বিপ্লবের আশা-আকাঙ্ক্ষার যেন অপমৃত্যু না হয়
গণমানুষের আস্থার ঠিকানা হোক গণমাধ্যম
নিরপেক্ষ, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা: সরকার-বিরোধী উভয়েরই কল্যাণকর
শবে মেরাজের তাজাল্লি ও জিব্রাইল (আ.) এর সীমা: এক গভীর ও বিস্ময়কর সত্য!
অকুতোভয় সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
Link Copied