কবি সুফিয়া কামাল এর শুভ জন্মদিন ও কিছু কথা
বাংলা সাহিত্যের অগ্রদূত কবি সুফিয়া কামাল:একটি নাম যা আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক আন্দোলনে চির স্মরণীয় হয়ে থাকবে। ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করা এই প্রতিভাবান কবি আমাদের জাতির জন্য একটি আশীর্বাদ স্বরূপ। তাঁর সাহসী লেখনী, সমাজ সচেতনতা এবং নারীর অধিকার আদায়ে অগ্রণী ভূমিকার জন্য তিনি আজও বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন। প্রারম্ভিক জীবন কবি সুফিয়া কামালের জন্ম একটি অভিজাত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ ছিল। তিনি প্রথাগত বিদ্যালয়ে শিক্ষালাভ করতে পারেননি, কিন্তু বাড়িতে বসেই পিতামাতার কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। মা সাবেরা বেগম ছিলেন সুফিয়ার শিক্ষাজীবনের প্রথম গুরু। তাঁর কাছ থেকেই সুফিয়া কামাল বাংলা ও উর্দু ভাষা শেখেন এবং সাহিত্যের প্রতি আকৃষ্ট হন।
সাহিত্যিক জীবন
সুফিয়া কামালের সাহিত্যিক জীবন শুরু হয় খুব অল্প বয়সেই। মাত্র ১৪ বছর বয়সে তাঁর প্রথম কবিতা "বাসন্তী" প্রকাশিত হয় 'সওগাত' পত্রিকায়। এরপর থেকে তিনি একের পর এক কবিতা, প্রবন্ধ, গল্প এবং উপন্যাস রচনা করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "কিষাণী", "মায়া কাজল", "মন ও জীবন", "সাঁঝের মায়া", "উদাত্ত পৃথিবী" ইত্যাদি। তাঁর সাহিত্যকর্মে নারীজীবনের সমস্যাবলী, সাম্যবাদ, মানবাধিকার এবং সমাজ সংস্কার স্থান পেয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন
সাহিত্যিক জীবনের পাশাপাশি সুফিয়া কামাল ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী। তিনি নারী অধিকার ও সমতার পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং এখানকার নারীদের অধিকার আদায়ে কাজ শুরু করেন। ১৯৬৯ সালে তিনি 'বাংলাদেশ মহিলা পরিষদ' প্রতিষ্ঠা করেন, যা আজও নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি নারীদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেন। পুরস্কার ও সম্মাননা কবি সুফিয়া কামাল তাঁর অসাধারণ সাহিত্যকর্ম এবং সমাজসেবার জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'বাংলা একাডেমি পুরস্কার', 'একুশে পদক', 'রবীন্দ্র সন্মাননা', 'নাসির উদ্দিন স্বর্ণপদক' এবং 'বেগম রোকেয়া পদক'। ১৯৯৯ সালে তিনি মরণোত্তর 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন। উত্তরাধিকার
১৯৯৯ সালের ২০ নভেম্বর কবি সুফিয়া কামাল পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। কিন্তু তাঁর লেখনী ও সামাজিক অবদান আজও আমাদের মাঝে জীবিত। তাঁর জীবন ও কর্ম আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
কবি সুফিয়া কামালের জীবন ও কর্ম বাংলা সাহিত্য এবং সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর অবদান চিরকাল আমাদের মনে থাকবে এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে নারীর অধিকার, সমতা এবং মানবাধিকার রক্ষায় কাজ করতে। তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
এমএসএম / এমএসএম
জ্বালানি ব্যবস্থায় আমদানিনির্ভরতা কমাতে করণীয়
ইউরোপ আমেরিকার সম্পর্কের টানাপোড়েন
জুলাই সনদ, গণভোট ও নির্বাচন
বিমানবন্দরে দর্শনার্থীদের বিশ্রামাগার জরুরি
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক তারেক রহমান
তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতা
গণতন্ত্র, সুশাসন এবং জনগণ
বৈষম্য ও দারিদ্র্য কমাতে সমাজ ও রাষ্ট্রের দায়
গ্রামীণ ঐতিহ্য ও শীত কালীন রসদ সুমিষ্ঠ খেজুর রস
প্রতিশোধের রাজনীতি জাতির জন্য এক অভিশাপ
জলবায়ু সম্মেলন ও বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী
দেশ ও দল পরিচালনায় একই ব্যক্তি নয়
Link Copied