বাজালিয়ার মরাখালে আনন্দের জোয়ার ,কৃষকদের মনে খুশি
চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার মাহালিয়া খাল। একসময় স্থানীয় কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালটি দীর্ঘদিন খনন না হওয়ায় বন্ধ ছিল স্বাভাবিক পানিপ্রবাহ। খালের এ বেহাল দশার কারণে অনাবাদি হয়ে পড়েছিল উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার কৃষি জমি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের এসব ভোগান্তি লাঘবে খালটি পুনঃখনন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ফলে মরে যাওয়া খালটিতে ফিরেছে পানির স্বাভাবিক গতি। এতে নতুন করে স্বপ্ন দেখছে এলাকাবাসী। হাসি ফুটেছে হাজারো কৃষকের মুখে।এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মূলত তার নির্দেশনা ও বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় মাহালিয়া খালের পুনঃখনন কাজ বাস্তবায়ন করেছে।
খালটি পুনঃখননে মাহালিয়া গ্রামের কৃষকেরা উপকৃত হবে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে সেচকাজ পরিচালনা সহজলভ্যসহ খালের দুই পাশের সবজি খেত সেচের আওতায় আসবে বলে জানায় সংশ্লিষ্টরা। পাশাপাশি বর্ষা মৌসুমে খালের আশপাশের বিলগুলো থাকবে জলাবদ্ধতামুক্ত।
ছাবের আহমদ, নুরুল কবির ও মো. ইলিয়াছসহ স্থানীয় বেশ কয়েকজন কৃষক জানান, খালটি দীর্ঘদিন অকেজো ছিল, কৃষকদের কোনো কাজে আসতো না। বরং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। খালটি পুনঃখনন হওয়ায় এখন হয়তো আমাদের ভাগ্য বদলাবে।
তারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে মাহালিয়া এলাকার বিলে হাঙ্গরখাল দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসে। বর্ষায় পাহাড়ি এলাকায় বৃষ্টি হলেই হাঙ্গরখাল দিয়ে নেমে আসা ঢলে পুরো মাহালিয়ার আবাদি জমিগুলো তলিয়ে যায়। মাহালিয়া খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়ায় হাঙ্গরখাল দিয়ে আসা পানি নিষ্কাশন হতে পারতো না। ফলে মাহালিয়া ও আশপাশের বিলগুলোতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতো। জলাবদ্ধতার ফলে আমন মৌসুমে এলাকার জমিগুলো অনাবাদি পড়ে থাকতো। সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মাহালিয়া খালটি পুনঃখনন হওয়ার ফলে জলাবদ্ধতার কারণে অনাবাদি হিসেবে পড়ে থাকা অনেক জমি আমন চাষের আওতায় আসবে। এছাড়া শুষ্ক মৌসুমে বোরো চাষের সুযোগ সৃষ্টি হবে এবং খালের দুই পাশের জমিগুলোতে সেচ দিতে পারবে।বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত বলেন, দীর্ঘদিন মাহালিয়া খালটি ভরাট হয়ে পড়ে ছিল। খালে পানিপ্রবাহ না থাকায় আশপাশের কৃষি জমিগুলোতে শুকনো মৌসুমে চাষাবাদ করতে পারতো না কৃষক। হাঙ্গরখাল দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পুরো মাহালিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করতো। মাহালিয়া খাল দিয়ে পানি নিষ্কাশন হতে না পারায় এলাকায় দ্রুত সময়ের মধ্যে বন্যার সৃষ্টি হতো। এখন খালটি পুনঃখনন হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হবে না।
তিনি বলেন, জমিগুলোতে আমন চাষ করতে পারবে। শুষ্ক মৌসুমে বোরো চাষের পাশাপাশি সবজি খেতে সেচ দিতে পারবে। খালের দুই পাশে ১০ ফুট করে রাস্তা রাখায় উৎপাদিত ফসল গাড়িতে করে সহজে নিয়ে যেতে পারবে। খালের পাড়ের দুই পাশের রাস্তাগুলো আগামীতে সলিন করে দেয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সাতকানিয়া ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, পূর্ব মাহালিয়া তিন খালের মুখ নামক স্থান থেকে মাহালিয়া খালটি পুনঃখনন করা হয়েছে। মাহালিয়া খালের পাশাপাশি গরলা খালের কিছু অংশসহ মোট ৩ কিলোমিটার খনন করা হয়েছে। খালটি এমনভাবে খনন করা হয়েছে যাতে করে হাঙ্গরখাল দিয়ে আসা পাহাড়ি ঢল দ্রুত সময়ের মধ্যে নিষ্কাশন হয়। ফলে মাহালিয়া এলাকায় জলাবদ্ধতা থাকবে না।
এমএসএম / এমএসএম
শার্শায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
অন্যায্য ইন্টারনেট মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন
রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে আমজনতার মানববন্ধন
নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন মীর হেলাল
সুবর্ণচরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
দুস্থ ও অসহায় ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করল মাগুরা জেলা পরিষদ
রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত
চৌগাছায় বানিজ্যিক ভাবে পানের চাষ লাভবান হচ্ছেন কৃষক
মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত