ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাজালিয়ার মরাখালে আনন্দের জোয়ার ,কৃষকদের মনে খুশি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২১-৬-২০২৪ বিকাল ৫:৮

চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার মাহালিয়া খাল। একসময় স্থানীয় কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালটি দীর্ঘদিন খনন না হওয়ায় বন্ধ ছিল স্বাভাবিক পানিপ্রবাহ। খালের এ বেহাল দশার কারণে অনাবাদি হয়ে পড়েছিল উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার কৃষি জমি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের এসব ভোগান্তি লাঘবে খালটি পুনঃখনন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ফলে মরে যাওয়া খালটিতে ফিরেছে পানির স্বাভাবিক গতি। এতে নতুন করে স্বপ্ন দেখছে এলাকাবাসী। হাসি ফুটেছে হাজারো কৃষকের মুখে।এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মূলত তার নির্দেশনা ও বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় মাহালিয়া খালের পুনঃখনন কাজ বাস্তবায়ন করেছে।

খালটি পুনঃখননে মাহালিয়া গ্রামের কৃষকেরা উপকৃত হবে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে সেচকাজ পরিচালনা সহজলভ্যসহ খালের দুই পাশের সবজি খেত সেচের আওতায় আসবে বলে জানায় সংশ্লিষ্টরা। পাশাপাশি বর্ষা মৌসুমে খালের আশপাশের বিলগুলো থাকবে জলাবদ্ধতামুক্ত।

ছাবের আহমদ, নুরুল কবির ও মো. ইলিয়াছসহ স্থানীয় বেশ কয়েকজন কৃষক জানান, খালটি দীর্ঘদিন অকেজো ছিল, কৃষকদের কোনো কাজে আসতো না। বরং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। খালটি পুনঃখনন হওয়ায় এখন হয়তো আমাদের ভাগ্য বদলাবে।

তারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে মাহালিয়া এলাকার বিলে হাঙ্গরখাল দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসে। বর্ষায় পাহাড়ি এলাকায় বৃষ্টি হলেই হাঙ্গরখাল দিয়ে নেমে আসা ঢলে পুরো মাহালিয়ার আবাদি জমিগুলো তলিয়ে যায়। মাহালিয়া খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়ায় হাঙ্গরখাল দিয়ে আসা পানি নিষ্কাশন হতে পারতো না। ফলে মাহালিয়া ও আশপাশের বিলগুলোতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতো। জলাবদ্ধতার ফলে আমন মৌসুমে এলাকার জমিগুলো অনাবাদি পড়ে থাকতো। সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মাহালিয়া খালটি পুনঃখনন হওয়ার ফলে জলাবদ্ধতার কারণে অনাবাদি হিসেবে পড়ে থাকা অনেক জমি আমন চাষের আওতায় আসবে। এছাড়া শুষ্ক মৌসুমে বোরো চাষের সুযোগ সৃষ্টি হবে এবং খালের দুই পাশের জমিগুলোতে সেচ দিতে পারবে।বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত বলেন, দীর্ঘদিন মাহালিয়া খালটি ভরাট হয়ে পড়ে ছিল। খালে পানিপ্রবাহ না থাকায় আশপাশের কৃষি জমিগুলোতে শুকনো মৌসুমে চাষাবাদ করতে পারতো না কৃষক। হাঙ্গরখাল দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পুরো মাহালিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করতো। মাহালিয়া খাল দিয়ে পানি নিষ্কাশন হতে না পারায় এলাকায় দ্রুত সময়ের মধ্যে বন্যার সৃষ্টি হতো। এখন খালটি পুনঃখনন হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হবে না।

তিনি বলেন, জমিগুলোতে আমন চাষ করতে পারবে। শুষ্ক মৌসুমে বোরো চাষের পাশাপাশি সবজি খেতে সেচ দিতে পারবে। খালের দুই পাশে ১০ ফুট করে রাস্তা রাখায় উৎপাদিত ফসল গাড়িতে করে সহজে নিয়ে যেতে পারবে। খালের পাড়ের দুই পাশের রাস্তাগুলো আগামীতে সলিন করে দেয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সাতকানিয়া ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, পূর্ব মাহালিয়া তিন খালের মুখ নামক স্থান থেকে মাহালিয়া খালটি পুনঃখনন করা হয়েছে। মাহালিয়া খালের পাশাপাশি গরলা খালের কিছু অংশসহ মোট ৩ কিলোমিটার খনন করা হয়েছে। খালটি এমনভাবে খনন করা হয়েছে যাতে করে হাঙ্গরখাল দিয়ে আসা পাহাড়ি ঢল দ্রুত সময়ের মধ্যে নিষ্কাশন হয়। ফলে মাহালিয়া এলাকায় জলাবদ্ধতা থাকবে না।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক