মধুখালীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

মধুখালী উপজেলার জাহাপুরের মাদক সম্রাট আইয়ুব আলী ভান্ডারী, সিকিম আলী ও ফরহাদ শেখসহ তাদের সহকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক ও যুব সমাজের আয়োজনে শনিবার (২১জুন) বিকাল ৪টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর বাজারে এই মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী মানববন্ধনে বক্তরা বলেন, জাহাপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী ওরফে আইয়ুব ভান্ডারীর বাড়ীতে নিয়মিত মাদক সেবনের আসর বসে। এলাকার উঠতি বয়সি ছেলেরা নিয়মিত ভাবে আইয়ুব ভান্ডারীর বাড়ীতে গিয়ে মাদক ক্রয় করে, সেবন করার সুযোগ পাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে হামলা মামলা করে থাকে । ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।
বক্তারা আরও বলেন, আইয়ুব আলী ভান্ডারী ও তার ভাই সিকিম আলী মাদকসহ প্রশাসনের হাতে গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে বেড়িয়ে এসে আবারও মাদকের ব্যবসা চলমান রেখেছে।
এসময় স্থানীয় কালাম শেখের স্ত্রী ববিতা বেগম জানান, তার স্বামী মোঃ কালাম শেখ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চলতি মাসের ৭ তারিখে মাদক ব্যবসায়ীরা মিলে হাতপা ও মুখ বেঁধে হাঁতুরী দিয়ে বেধড়ক মারপিট করে কোমর, হাত, পা ভেঙ্গে দিয়েছে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার উদ্দেশে মাদক ব্যবসায়ীরা মিলে নাটক সাজিয়ে এক মাদক কারবারির নাবালিকা মেয়েকে শিখিয়ে পড়িয়ে নিরপরাধ সহজসরল তার স্বামী কালাম শেষের বিরুদ্ধে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। তার স্বামী এখন গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে।
এদিকে মধুখালী থানার আযোজনে জাহাপুর বাজারে একই স্থানে বিকাল সাড়ে ৪টার দিকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় জাহাপুর ইউনিয়নে সকল অপরাধ দমনে কার্যকরী বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক বকু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান মোল্যা মো: ইসহাক হোসেন, আজাদ রহমান টিকা প্রমুখ। এসময় বক্তারা জাহাপুর ইউনিয়নের সকল অপরাধ নিরসনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান
Link Copied