ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জাল সনদে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরে সরকারি চাকরি করছে ৫ জন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ১২:৩৬

জাল সনদে সরকারি চাকুরীতে যোগদানের অভিযোগ পাওয়া গেছে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্পনা ইউনিটের ৫ কর্মকর্তার বিরুদ্ধে।  সংস্থার নিজস্ব তদন্তে তাদের সনদ জাল, ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে চাকুরীতে যোগদান করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেছে  তদন্ত কমিটি। সনদ জালিয়তির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তদন্তটিম সম্প্রতি প্রতিবেদনটি পাঠিয়েছে বলেও বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে।
যে ৫ কর্মকর্তার বিরুদ্ধে সনদ জালিয়তি করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে চাকুরীতে নিয়োগ এবং যোগদানের অভিযোগ উঠেছে তারা হলেন, স্কীপার পদে নোবেল দত্ত ও জয়দেব পাল, প্রকৌশলী পদে মো. আবু সাদাত, ২য় প্রকৌশলী পদে মো. আসিফ রহমান, মেট পদে মো. শফিউল আজম। 
অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর তারিখের ১৫২ নং বিজ্ঞপ্তিতেএবং ১৫১ নং বিজ্ঞপ্তি,  ১৬৬ নং বিজ্ঞপ্তি মোতাবেক নিয়োগ হন।
এমনকি জয়দেব পালসহ চারজনের নিয়োগে প্রায় অর্ধ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। কাগজপত্র জাল জালিয়তির বিষয়টির সাথে একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। নিয়োগে কাগজপত্রে জাল জালিয়তির বিষয়টি স্বীকার করে নোবেল দত্ত প্রতিবেদকের সাথে দেখা করার কথা বলেন। এবং নিউজটি না করার অনুরোধ জানান, চাকুরীতে যোগদানের অনেক দিন হয়ে গেছে, বিষয়টি নিয়ে নড়াচড়া করলে আমাদের সমস্যা হয়ে যাবে। 
অভিযুক্ত প্রকৌশলী আসিফ রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে গত কয়েক বছর তদন্ত হয়েছে। সব কিছু তদন্ত করে নিয়োগ দেয়া হয়েছে। ভুয়া কাগজপত্র দেয়ার বিষয়ে জানতে চাইলে কোন সমস্যা নেই বলেও জানান তিনি।
এ বিষযে মেট মো. শফিউল আজম বলেন, চাকুরীতে আমরা অনেকের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে পাশ করেছি,  কাগজপত্র সনদের বিষয়ে আমি কিছু বলবনা, যদি সম্ভব হয় নিউজটা না করলে আমাদের উপকার হবে। 
অভিযুক্ত নোবেল দত্ত জানান, অভিযোগের বিষয়ে আমার কোন বক্তব্য নেই, আইনগতভাবে যদি কিছু হয়ে থাকে সেটা দেখব,আর আগে কিছু বলবনা।
এবিষয়ে সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ জানান,বিষয়টি পিএসসি নিয়োগ দিয়েছে, সেখানে আমার কিছু করার নেই, তাদের নিয়োগের আগে এনএসআই, ডিজিএফআইসহ অনেক সংস্থা তদন্ত করেছে। তাদের জাল সনদের বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করে বলেন, দেশের এত বড় বড় অনিয়ম দুর্নীতি, ওইদিকে নজর না দিয়ে ছোটখাট বিষয়ে নজর দিয়ে নিউজ করা মানে আমার দৃষ্টিতে সময় নষ্ট করা ছাড়া কিছু না। এক পর্যায়ে হুমকি স্বরূুপ বলেন, আপনি  যাদের বিরুদ্ধে নিউজ করতেছেন তাদের চাপ সামাল দিতে পারবেন? তারা খুব শক্তিশালী তারা সহজে আপনাকে ছাড়বেনা।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান

সুন্দরগঞ্জে ইন্টারনেটের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন, প্রাননাশের হুমকি

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ