হাইমচরে ১০ পিস ইয়াবাসহ আটক ১জন
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বাসিন্দা মোঃ দুদু মিয়া চৌকিদার এর ছেলে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরাইয়া আক্তারের ছোট ভাই মেহেদী হাসানকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে হাইমচর থানা পুলিশ।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জিত কুমার রায় নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ চরভৈরবী ইউনিয়নের জালিয়ার চর গ্রামের নাছির চৌকিদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে স্থানীয় বাসিন্দা দুদু মিয়া চৌকদারের ছেলে মেহেদী হাসান চৌকিদারকে ১০ পিস ইয়াবাসহ আটক করে থানার পুলিশ।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন খবরে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে মেহেদী হাসান চৌকিদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। মাদক ব্যাবসায়ী মেহেদী হাসানকে আটক করে ৩/ তারিখ ৬/৭ই মামলা রুজু করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম