ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

চলন্ত ট্রেনে ধর্ষণের দায় স্বীকার, ভাইরাল ভিডিওতে হতে পারে মামলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:৪৬

সম্প্রতি সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত ৪ আসামি। দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম।এছাড়া ধর্ষণের একটি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের ব্যপারে কেউ চাইলে তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে পারবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আদালতের নির্দেশে মঙ্গলবার (২ জুলাই) থেকে তাদের চট্টগ্রাম রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৪ জুলাই) চার জনকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, ‘উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চার জনকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। মামলা সম্পর্কিত বেশ কিছু তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। স্বীকার করেছে তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমনকি ধর্ষণের ঘটনা তারা বর্ণনা করেছে। ক্যাটারিং সার্ভিস পরিচালনাকারি এসএ কর্পোরেশনের ব্যপারে কোন তথ্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনি এসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। যেহেতু তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে, সে জন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আর আদালতে রিমান্ডের আবেদন করা হবে না।’ ভাইরাল হওয়া ধর্ষণের একটি ভিডিও ফুটেজ অনেকের কাছেই পৌছে গেছে, এই বিষয়ে কিছু জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রথমত ধর্ষণ করা একটি অপরাধ, আবার যারা ভিডিওি ধারণ করেছে তারাও একটা অপরাধ করেছে। এখন শুনেছি কে বা কাহারা এটা ভাইরাল করে ওই নারীকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এটা অত্যন্ত লজ্জাজনক। যারা করছে তারা অত্যন্ত নিচুমনের মানুষ। তারা যদি এটা নিয়ে কোন ফায়দা লুটতে চায় তাতেও তাদের কোন লাভ নেই। বরং বাদি বা ওই পক্ষের কেউ চাইলে এই ভিডিও নিয়ে সাইবার আইনে মামলা করতে পারবে। আমাদের কাছে কেউ আসলেও আমরা সংশ্লিষ্ট আইনে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নিব।

এর আগে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত শুনানি শেষে সোমবার (১ জুলাই) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত ২৫ জুন সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ওই ট্রেনে খাবার সরবরাহকারী এসএ করপোরেশনের চার কর্মী ওই তরুণীকে ধর্ষণ করে বলে জানা যায়। ভুক্তভোগী তরুণী চার জনকে আসামি করে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত এসএ করপোরেশনের চার কর্মীকেই গ্রেফতার করেছে।

গ্রেফতার এসএ করপোরেশনের চার কর্মী হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ভাদেশ্বরা এলাকার বাছির মিয়ার ছেলে জামাল (২৯), জামালপুরের ইসলামপুরের কুলকান্দি মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে রাশেদুল হক (২৮), জামালপুরের সরিষাবাড়ির কুমারপাড়ার জামাল উদ্দিনের ছেলে শরিফ মিয়া (২১) এবং নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরের গোলাম নবীর ছেলে আব্দুর রব রাসেল (২৮)।

মামলার এজাহারে বলা হয়, ওই তরুণী মঙ্গলবার (২৫ জুন) সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ওই তরুণী টিকিট না পেয়ে ট্রেনের খাবার বগির একটি সিটে বসেন। ওই ট্রেনে বুধবার ভোরে এজাহারভুক্ত চার জন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করে হেফাজতে নেয় চট্টগ্রাম রেলওয়ে থানা। আরও একজনকে পরদিন গ্রেফতার করা হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা

বেরোবি শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আত্রাইয়ে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার

কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আগামীকাল বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ