শিবচরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে
শিবচর উপজেলার ৪২ টি কমিউনিটি ক্লিনিকে বিপুল পরিমান চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এসকল কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার(৯ জুলাই) দুপুরে এই চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের অন্যান্য স্থানের মতো শিবচর উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৪২ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। গ্রামের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এসকল কমিউনিটি ক্লিনিকে প্রেশার মেশিন, স্টেথো মেশিন, থার্মোমিটার, গ্লুকোমিটার, ওজন পরিমাপ যন্ত্রসহ চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহজাবীন চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল-মামুন জানান,'উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে দ্রুত এ সকল টিকিৎসা সামগ্রী পৌছে দেয়া হবে। এতে করে তৃণমূলের সাধারণ মানুষ ঘরের কাছেই স্বাস্থ্য সেবা নিতে পারবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমএসএম / এমএসএম