ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দেশে ফিরেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৬:১০

গাজীপুর  সিটি করপোরেশন মেয়রের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র সিঙ্গাপুর থেকে সকালে চিকিৎসা শেষে দেশে ফিরেই তার উপর হামলা ও সহকারী জুয়েল মোল্লার হত্যার বিচার চাইলেন। সুষ্ঠু বিচার না পেলে বিচারবে দাবীতে  রাজপথে নামার কথাও স্মরণ করে দিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বোর্ড বাজার এলাকার হারিকেনে নিজ বাড়িতে চিকিৎসা শেষে দেশে ফিরেই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বর্তমান মেয়র তার মা জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে নিজদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করে নিজেরা ঘরে চুপ করে বসে রইলেন? সারা বিশ্বের সাথে সম্পর্কচ্ছেদ করে সিংহাসন আঁকড়ে থাকা যায়না। শিক্ষার্থীদের বুকে বুলেট চলবে এটা কারোর'ই কাম্য না। 

তিনি আরও বলেন, নিজ বাড়িতে আমার মা মেয়র জায়েদা খাতুনকে আক্রমণ করা হল। তাকে কেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে উদ্ধার করতে হল? যাদের ইশারায় আমাকে ও আমার মাকে হত্যা করতে চেয়েছিল তাদের সঠিক তদন্তের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নীরিক্ষা করে আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

এছাড়াও সদ্য মহানগর আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ৫০-৬০ বছরের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বাটপার, খুনি, সন্ত্রাসীদের দিয়ে যদি কমিটি করে থাকেন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৪০ লাখ জনগণের ১২ লাখ ভোট অধ্যুষিত গাজীপুর সিটির মানুষকে যদি আর কোন ক্ষতি করা হয় তাহলে আমরাও রাজপথ চিনি, আমরা কথা বলতে জানি, আমরাও জানি কীভাবে ব্যবস্থা নিতে হয়। 
বৃষ্টি উপেক্ষা করে আপনারা বিমানবন্দর থেকে আমাকে নিয়ে আসছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।
অভিযোগের তীর তার বিরুধী একটি মহলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন "আমার কথা সঠিকটা সব সময় আসেনা। আমি সময় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো আমাদের ওপর এ ক্ষতি কে কে করতে চেয়েছে"। পরে আহত ও নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই শুক্রবার  ঢাকায় কোটা বিরুধী আন্দোলনের বিপক্ষে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে মোটর ও গাড়ির বহরে কয়েক শ' নেতা কর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের রোষানলে পড়েন ঢাকার উত্তরা এলাকায়। ওই সময় তার সহকারী জুয়েল মন্ডল নিহত হন। জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে সাহায্য চাইলে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করে। পরদিন শনিবার ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হোন। প্রায় দুই সপ্তাহ পর শনিবার সকাল ৮'টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে কয়েকশ' নেতাকর্মী তাকে বিমানবন্দর থেকে গাজীপুরের বাসায় নিয়ে আসেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক