ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এক দফার দাবিতে উত্তাল উত্তরা


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ৩:২৬

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা ইউনিভার্সিটি, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ন হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ, এলাকায় ছাত্রদের সাথে একাত্ব প্রকাশ করে সঙ্গী হয়ে আপামর জনতা এক দফার দাবিতে আওয়াজ মেলাচ্ছে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি প্রঙ্গন ছাত্র-জনতামুখর হয়ে একদফা দাবিতে মত্ত হয়েছে। আজ সকল ছাত্র ছাত্রী অভিভাবক এই চত্বরে মিলেমিশে একাকার হয়ে একই সুরে তালে একদফার শ্লোগানে প্রকম্পিত করছে এই প্রঙ্গন।

এদিকে, উত্তরার আজমপুরে আন্দোলনকারী শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। তবে বিএনএস সেন্টারের সামনের অংশ আন্দোলনকারীদের দখলে রয়েছে। রবিবার দুপুর ১২ টার পর থেকে আজমপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকেই মাঠে রয়েছেন আন্দোলনকারীরা।  আজমপুর থেকে জসীমউদ্দিনের আগ পর্যন্ত বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে। এদিকে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছুড়ছেন।  

আজমপুর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এরপর শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন তাদের। তবে আওয়ামী লীগের পিছু হটলে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান শিক্ষার্থীরা।এর আগে, সকালে ‘এক দফা এক দাবি’- স্লোগান দিয়ে সড়কে মিছিল নিয়ে বের হন উত্তরার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে তারা হাউস বিল্ডিং, আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।অপরদিকে, উত্তরা সড়কে শিক্ষার্থীরা উত্তরা পূর্ব থানার সামনে ৫০ থেকে ৬০ জন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে জমজম টাওয়ারের সামনে প্রায় আড়াইশ পুলিশকে সর্তক অবস্থানে দেখা যায়।

একই এলাকায় সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে শিক্ষার্থীরা সেখান দিয়ে মূল সড়কে আসতে থাকলে নেতাকর্মীরা সরে পড়েন। অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ আয়োজনের কথা জানান আন্দোলনের সমন্বয়করা। এছাড়া রাজধানীতে সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, টেকনিক্যাল, মিরপুর ১০, রামপুরা, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, যাত্রাবাড়ী ও উত্তরায় বিক্ষোভ ও গণসমাবেশ আয়োজনের কথা রয়েছে।

কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ সরকারের পাঠানো চিরকুট অনুযায়ী আমাদের জেল, রিমান্ড দেওয়া হতো: আমিনুল হক

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

হেলাল তালুকদারের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপিকে শুভেচ্ছা

কদমতলীতে এক শিশুর রহস্যজনক মৃত্যু

উত্তরা সেক্টর-১১ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষথেকে বিএনপি নেতা মোস্তফা জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

সময় এসেছে সঠিক দলকে সমর্থনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দেওয়ারঃ ইউনূছ আহমাদ

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ২০২৩-২৪ অর্থবছরের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের বিজয়দিবস উদযাপন ও গুনিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার

বৈষম্যের শিকার ডাক্তার সমাজ (স্বাস্থ্য) বিসিএস

২৪'গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য বিশেষ সম্মাননা পেলেন এইচ এম মাহমুদ হাসান

তেজগাঁও থানা বিএনপি'র উদ্যোগে কম্বল বিতরণ

মোহাম্মদপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের বিজয় উৎসব ও আলোচনা সভা হয়েছে