ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

হাইমচরে বিক্ষুব্ধ জনতার হামলায় অগ্নি সংযোগ, ভাঙচুর ও আহত ১০


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:৩৪

শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর হাইমচর উপজেলায় আনন্দ মিছিল করেছেন ছাত্র জনতা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

মিছিলের শেষেই বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, উপজেলা পরিষদ ও আওয়ামীলীগ অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার ( ৫ আগষ্ট) বিকেল ৩ টার পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর শুনার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ জনতা ও বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ সদর আলগী বাজারে একত্রিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিনউল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে সদর আলগী বাজারের বিসমিল্লাহ মোড়ে শেষ হয়। সেখানে উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা পতাকা হাতে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মোরাল ভাংচুর, উপজেলার সভা কক্ষ  ও কয়েকটি অফিসে, উপজেলা আওয়ামীলীগ অফিস, পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ বাসার, হুমায়ূন কবির পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম, যুবলীগ নেতা ইসমাইল হোসেন আখন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, সেচ্চাসেবক লীগের নেতা মামুন মিজি, শাহআলম মিজি, সবুজ খন্দকার, উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ মহসিন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্ছু মিয়া খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান গাজি, ছাত্রলীগ নেতা এমরান হোসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বারেক, মরহুম নুরুল ইসলাম পাটওয়ারীর দোকান, হারুন হাওলাদারের দোকানসহ বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছেন।

ভাংচুর ও অগ্নি সংযোগ কালে উপজেলা আওয়ামী লীগের সাথে বিক্ষুব্ধ জনতার সাথে দাওয়া পাল্টা দাওয়ায় আহত হয়েছেন ১০ জন। এতে ৩ জনের অবস্থা আশংকা দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ