ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

যানজট নিরসনে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা থাকলেও গণডাকাতির পাহাড়ায় নেই কেউ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৮-৮-২০২৪ বিকাল ৫:১২

মোহাম্মদপুর সহ রাজধানীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ছাত্ররা। কিন্তু সন্ধ্যা হলেই ডাকাতের ভয় রাত কাটে নির্ঘুম অবস্থায় স্থানীয়দের। গতকাল রাত পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি স্থানে ডাকাত পরার ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের মতোই রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা। 

মোহাম্মদপুরে ৩ রাস্তার মোড় আল্লাহ করিম মসজিদ ও ময়ূর ভিলার সামনে দায়িত্ব পালন করছেন মাদ্রাসার ছাত্ররা। ব্যস্ততম সড়ক গুলো এখন শৃঙ্খলার মধ্যেই চলছে।

ধানমন্ডি, পান্থপথ, ফার্মগেট মিরপুর রোড, আসাদ গেট এলাকায়ও ছাত্রদের ট্রাফিক সিস্টেম চোখে পড়ে। বাইকারদের প্রথমেই জিজ্ঞেস করে হেলমেট আছে কিনা। এরপর যদি কারো মাথায় হেলমেট না থাকে তাহলে জরিমানা হিসেবে ৫ মিনিট বাইক রেখে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো কোনো জায়গায় ২ মিনিট কিংবা ৪ মিনিট করে দাঁড় করিয়ে রাখা হয়। এক বাইকে দু'জন থাকলে দুজনেরই দুটি হেলমেট থাকতে হবে। একটি হেলমেট থাকলেও ৫ মিনিট করেই জরিমানা হিসেবে দাঁড়িয়ে থাকতে হবে। তবে ছাত্রদের ব্যবহার ভালো ছিলো। তারা বুঝিয়ে দেন এমন ভাবে যে, যদি আপনাকে ট্রাফিক ধরতো তাহলে তো জরিমানা গুনতে হতো কিন্তু জরিমানার বদলে ৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে।

রাস্তায় ট্রাফিক সিস্টেমে ছাত্ররা থাকলেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে গণডাকাতি, বিশেষজ্ঞরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে এমনটা হচ্ছে। তবে স্থানীয়ভাবে এদের প্রতিহত করতে হবে।

স্থানীয়রা জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, সাত মসজিদ হাউজিং, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং ও নবোদয় বাজার এলাকায় সন্ধ্যার পর গনছিনতাই চলে। এসব ছিনতাইকারী গ্রুপের সদস্যরা একেবারে কম বয়সী। কিশোর গ্যাং চক্রের সদস্য এরা। এখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল সন্ধ্যার দিকে বসিলা ব্রীজ সংলগ্ন কয়েকটি হাউজিংয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেখানকার এক বাসিন্দা মুঠোফোনে সকালের সময়কে জানান, সন্ধ্যা হলেই ভয়ে থাকে স্থানীয় বাসিন্দারা। গতকাল রাত ১২ টার সময়ও ডাকাত দল হানা দিলে স্থানীয়রা মাইকিং করে ডাকাতদের ধাওয়া দেয় এবং পরবর্তীতে নিজেরা পাহারায় বসেছিলেন।

স্থানীয়রা আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, সাত মসজিদ, নবীনগর, চাঁন মিয়া হাউজিং, বাঁশবাড়ি, সোসাইটি, লিমিটেড, নবোদয় বাজার, বেড়িবাঁধ, বসিলা, মেট্রো হাউজিং, ওয়েস্ট ধানমন্ডি হাউজিং, শেখেরটেকসহ আশপাশের প্রতিটি বাসা-বাড়িতে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাত দল হানা দিচ্ছে। এমতাবস্থায় পুলিশকে আবারও দ্বায়িত্বে ফেরার অনুরোধ করছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান