যানজট নিরসনে শিক্ষার্থীরা থাকলেও গণডাকাতির পাহারায় নেই কেউ
মোহাম্মদপুর-সহ রাজধানীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। কিন্তু সন্ধ্যা হলেই ডাকাতের ভয় রাত কাটে নির্ঘুম অবস্থায় স্থানীয়দের। বুধবার রাতে রাজধানীর বেশ কয়েকটি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের মতোই রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা। মোহাম্মদপুরে ৩ রাস্তার মোড়, আল্লাহ করিম মসজিদ ও ময়ূর ভিলার সামনে দায়িত্ব পালন করছেন মাদ্রাসার ছাত্ররা। ব্যস্ততম সড়কগুলো এখন শৃঙ্খলার মধ্যেই চলছে।
ধানমন্ডি, পান্থপথ, ফার্মগেট মিরপুর রোড, আসাদ গেট এলাকায়ও ছাত্রদের ট্রাফিক সিস্টেম চোখে পড়ে। বাইকারদের প্রথমেই জিজ্ঞেস করে হেলমেট আছে কিনা। এরপর যদি কারো মাথায় হেলমেট না থাকে তাহলে জরিমানা হিসেবে ৫ মিনিট বাইক রেখে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো কোনো জায়গায় ২ মিনিট কিংবা ৪ মিনিট করে দাঁড় করিয়ে রাখা হয়। এক বাইকে দু'জন থাকলে দুজনেরই দুটি হেলমেট থাকতে হবে। একটি হেলমেট থাকলেও ৫ মিনিট করেই জরিমানা হিসেবে দাঁড়িয়ে থাকতে হবে। তবে ছাত্রদের ব্যবহার ভালো ছিলো। তারা বুঝিয়ে দেন এমনভাবে যে, যদি আপনাকে ট্রাফিক ধরতো তাহলে তো জরিমানা গুনতে হতো কিন্তু জরিমানার বদলে ৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে।
রাস্তায় ট্রাফিক সিস্টেমে ছাত্ররা থাকলেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে গণডাকাতি, বিশেষজ্ঞরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে এমনটা হচ্ছে। তবে স্থানীয়ভাবে এদের প্রতিহত করতে হবে। স্থানীয়রা জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, সাত মসজিদ হাউজিং, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং ও নবোদয় বাজার এলাকায় সন্ধ্যার পর গনছিনতাই চলে। এসব ছিনতাইকারী গ্রুপের সদস্যরা একেবারে কম বয়সী। কিশোর গ্যাং চক্রের সদস্য এরা।
এখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত বুধবার রাতে বসিলা ব্রীজ সংলগ্ন কয়েকটি হাউজিংয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেখানকার এক বাসিন্দা মুঠোফোনে সকালের সময়কে জানান, সন্ধ্যা হলেই ভয়ে থাকে স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত ১২ টার সময়ও ডাকাত দল হানা দিলে স্থানীয়রা মাইকিং করে ডাকাতদের ধাওয়া দেয় এবং পরবর্তীতে নিজেরা পাহারায় বসেছিলেন। স্থানীয়রা আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, সাত মসজিদ, নবীনগর, চাঁন মিয়া হাউজিং, বাঁশবাড়ি, সোসাইটি, লিমিটেড, নবোদয় বাজার, বেড়িবাঁধ, বসিলা, মেট্রো হাউজিং, ওয়েস্ট ধানমন্ডি হাউজিং, শেখেরটেকসহ আশপাশের প্রতিটি বাসা-বাড়িতে সুযোগ সন্ধানী অপরাধীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতিতে লিপ্ত হচ্ছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার