ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আত্মগোপনে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে বিরতিহীন আন্দোলনে ছাত্র অভিভাবক 


জাহিদুল আলম  photo জাহিদুল আলম
প্রকাশিত: ১৭-৮-২০২৪ রাত ৯:২৮

৫ আগষ্ট ছাত্র জনতার গণাভ্যুত্থ্যানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে গেছে রাজধানীর  পুরানা ঢাকায় অবস্থিত আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সি মুকুল। জালিয়াতি দুর্নীতি নারী কেলেঙ্কারিসহ স্কুল ফান্ডের টাকা তসরুপের বহুমাত্রিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই তার পদত্যাগের দাবিতে আন্দোলনে সোচ্চার রয়েছে ছাত্র-ছাত্রী  অভিভাবকসহ পুরো এলাকাবাসী।  

এ দিকে আত্মগোপনে থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ১৫ আগষ্ট সরকার ছুটি বাতিল করলেও সে দিন স্কুল বন্ধ রাখেন আত্মগোপনে থাকা অধ্যক্ষ। সরকারের আদেশ না মানায় বিক্ষুদ্ধ হযে ওঠে ছাত্র ছাত্রীরা। তাদের অনেকেই ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়ায় পূর্বেই তাদের দেখে নেয়ার হুমকী দেয়ার অভিযোগ করেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে।

এ দিকে প্রধান শিক্ষক, গর্ভনিং বডির চেয়ারম্যান বা সদস্যসচিব কেউ উপস্থিত না থাকলেও এখতিয়ারের বাইরে গিয়ে আজ শনিবার পারভেজ নামে একজন স্কুল কমিটির সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা স্কুলে গোপনে কয়েকজনকে নিয়ে সভা করেছেন বলে জানা গেছে। তবে সভার ফলাফল জানা যায়নি।

একাধিক সূত্র বলছে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ঘোর সমর্থক এক নারী শিক্ষককে পদায়নের অপচেষ্টার অংশ হিসেবে এ সভাটি করা হয়। কিন্তু আন্দোলনকারি শিক্ষার্থীদের সাফ জবাব আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত কাউকে মেনে নেবে না তারা। একই সাথে অধ্যক্ষকে কোন আলোচনা ছাড়াই পদত্যাগের দাবি তাদের। ছাত্র অভিভাবকদেরও বক্তব্য হচ্ছে আত্মগোপনে থেকে প্রতিষ্ঠানে নতুন ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে। যা মোটেও কাম্য নয়। 

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিমের রাজনৈতিক উপদেষ্ঠা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেপরোয়া দুর্নীতিতে মেতে ছিলেন অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সি মুকুল। আওয়ামী লীগের স্বাধীনতা শিক্ষক পরিষদের বংশাল কোতয়ালী থানার সভাপতি হিসেবে  স্কুল ভবনে অধ্যক্ষের কক্ষটিকে রাজনৈতিক ক্লাবে পরিনত করেছিলেন তিনি। ভবনের বিশাল কক্ষ দখল করে স্কুল ফান্ডের টাকায় রাজকী সাজে সাজান অফিসটিকে। তার অফিসে গেলে যে কারো চোখ কপালে ওঠার কথা। কোন শিল্পপতি বা মন্ত্রী সচিবরা  এত জাকজমক অফিস করেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। একাডেমিক কাজের বাইরে  সেখানে  ঘটা করে মাঝে মধ্যেই আয়োজন করা হতো পার্টির। 

জানা যায়, পালিয়ে যাওয়া অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সি মুকুল স্কুলের কিছু জুনিয়র শিক্ষকদের নিয়ে গড়ে তুলেছিলেন একটি সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের ইচ্ছাতেই  চলতো সব কিছু। মোশারফ হোসেন মুকুল প্রতিষ্ঠানে অধ্যক্ষ হলেও শিক্ষক সুলভ কোন আচরণ ছিলো না তার। 
২০১৫ সালে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া এ অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সি মুকুল  দলীয় ক্যাডার হিসেবে নিজেকে এলাকায় প্রতিষ্ঠিত করেন। জড়িয়ে পড়েন নারী কেলেঙ্কারিসহ অর্থ কেলেঙ্কারিতে। অধ্যক্ষের অনৈতিক কাজের সে সব ঘটনার প্রতিবাদে এখন স্কুল এলাকায় ঝুলছে ব্যানার ফেস্টুন।  

এ নিয়ে প্রতিষ্ঠান প্রশাসনের পাশাপাশি ছাত্র ছাত্রী অভিভাবক মহলেও মারাত্মক নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। তারা প্রতিবাদ সমাবেশ করে অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সি মুকুল এর পদত্যাগ ও বিচারের দাবি করছে। অনুসন্ধানে জানা যায়, আহম্মেদ বাওয়ানী একাডেমি স্কুল ও কলেজের অধ্যক্ষ এ পর্যন্ত  প্রায় শতাধিক এডহক শিক্ষক নিয়োগ দিয়েছেন। যাদের অধিকাংশেরই নেই এনটিআরসিএ- এর শিক্ষক নিবন্ধন সনদ। অভিযোগ রয়েছে প্রত্যেক এডহক নিয়োগে মোটা অংকের টাকা ঘুষ নিয়েছেন তিনি।

অধ্যক্ষ মোশারফ হোসেন মুন্সি মুকুলের দুর্নীতি, বিলাসী জীবন, সিন্ডিকেট গড়ে তুলে পছন্দের তালিকার বাইরে থাকা শিক্ষক কর্মচারিদের উপর নিপিড়ন চালানোসহ সরকারি আদেশ অমান্য করা, হাইকোর্টের আদেশ অমান্য করা, জালিয়াতি করে পছন্দের লোককে এমপিও করানোসহ বহুবিধ অভিযোগে এর আগেও লেখালেখি হয়েছে। কিন্তু তাতে একটুও সতর্ক হননি তিনি।

এদিকে তাকে রক্ষায় শেষ চেষ্টায় নেমেছে তার সিন্ডকেটের কয়েকজন সুবিধাভোগী। তারা ছাত্র- শিক্ষক অভিভাবকদের বলার চেষ্টা করছেন অধ্যক্ষ আবার ফিরবে। সময় একভাবে যাবে না। তাই বাড়াবাড়ি না করার পরামর্শ দিচ্ছেন তারা

জামিল আহমেদ / জামিল আহমেদ

নারী মৎস্যজীবীদের জেলে নিবন্ধন হালনাগাদে অগ্রাধিকার দিতে চাই 

মিরপুরে এক রাতেই ছয় স্থানে ডাকাতি

আওয়ামীলীগ নেতারাই নির্বাচিত দক্ষিণ সিটি কর্পোরেশনের, পরিবহন ও চালক নির্বাচনে

সংখ্যালঘুদের নামের মামলা সুষ্ঠু তদন্তের দাবি

গ্রেফতারি পরোয়ানা থাকতেও চাকরিতে বহাল এসআই শাহাবুদ্দিন 

‘পুরান ঢাকা- আখ্যান, রোমন্থন, আগামী ঐতিহ্যের সন্ধানে পুরান ঢাকার অলিগলিতে’ শীর্ষক প্রদর্শনী

মোহাম্মদপুরে আ.লীগের অর্থ যোগানদাতার বিচারের দাবিতে বিক্ষোভ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সভাপতি রবিন কে টাঙ্গাইলের কালিহাতিতে নাগরিক সংবর্ধনা

ইছামতি গ্রুপের নতুন লোগো: আধুনিক রূপে নতুন যাত্রা

২৪তম বাবিসাস অ্যাওয়ার্ডে রবিন রাফান সেরা কনটেন্ট ক্রিয়েটরের মর্যাদা লাভ করেছেন

প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ'র উদ্দ্যোগে আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন "এর এয়ারপোর্ট থানার আহ্বায়ক কমিটির অনুমোদন

ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে