পদত্যাগ দাবি
ডেমরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ডেমরার হাজীনগরে হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত থাকায় পদত্যাগের দাবিতে ১৯ আগষ্ট (সোমবার) দুপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
এসময় ছাত্র-ছাত্রীরা ‘দফা এক দাবি এক আফতাবের পদত্যাগ-সহ নানান স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি হাজী নগর হতে সারুলিয়া প্রদক্ষিণ করে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে। বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন।
শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীরা বলেন- প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করাতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তি মূলক টিসি প্রদান করতেন, এছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানিসহ নানারকম অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রধান শিক্ষক গত কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত হন না বলে জানা গেছে। স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী অন্তর হোসেন জানায়, প্রধান শিক্ষকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ ছিল অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা।
তার কাছে ছাত্র-ছাত্রীদের কোনো অভিভাবক অভিযোগ দিলে উল্টো তাদেরকে অপমান করে তার রুম থেকে বের করে দেয়া ছিল তার নিত্যদিনের কাজ। এছাড়া প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর কথাও জানায় এই শিক্ষার্থী। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ মাওলানা বলেন, বিষয়টি নিয়ে গত কয়েকদিন উত্তাল। কতিপয় ব্যক্তি ও আমার বাসায় ও হামলা চালিয়েছে। প্রধান শিক্ষকের অর্থ আত্নসাৎ নিয়ে তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয়নি। প্রধান শিক্ষককে আমি বাসায় আসতে বলেছি কিন্তু তিনি আসতে অপারগ।
বিভিন্ন মহল ইন্ধন দিচ্ছে মানববন্ধনে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয়, ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে তিনি অসুস্থ। এ কারণে তিনি স্কুলে আসতে পারছেন না। বিদ্যালেয়ের শিক্ষিকা নাজমা ম্যাডামকে প্রধান শিক্ষকের চেয়ারে বসার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি তাই এখানে অনিয়মের সুযোগ নেই।
জামিল আহমেদ / জামিল আহমেদ

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি
