ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র হত্যায় শেখ হাসিনা সহ পুলিশের বিরুদ্ধে মামলা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ২:২

চলতি বছরের জুন জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিলো পরবর্তীতে যেটি অসহযোগ আন্দোলনে রুপ নেয়। সেই অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনে'র দেশব্যাপী আন্দোলন শুর করে। জুন, জুলাই আগস্ট মাসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। গত ১৯ জুলাই মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত (১৯) নামে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তখন থেকেই শোনা গিয়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট রাতে মোহাম্মদপুর থানায় সৈকত হত্যার মামলাটি রুজু করা হয়েছে। 

উল্লেখ্য গত ৫ আগস্টে গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলায় তাকে প্রধান আসামি করে সৈকতের পরিবার মামলটি করেন। এই মামলায় আরো যাঁরা আসামি রয়েছে তারা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও জোনের সাবেক উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রওশানুল হক সৈকত।

এছাড়াও মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) শহিদুল হক, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদপুর থানার সাবেক ওসি মাহফুজুল হক ভূঁইয়া, মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার আলমের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৩০ থেকে ৪০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে মামলাটিতে। মামলাদর বাদী সৈকতের বাবা অভিযোগ করে বলেন, আমার একটা মাত্র ছেলে ছিলো। সেই ছেলেটিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এই মামলাটির জন্য বিকাল ৫টা থেকে এসে বসে থাকলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করতে ছিলো পরবর্তীতে রাত ১০ টার পরে মামলাটি হয়। এই মামলাটি নেওয়া না নেওয়া নিয়ে পুলিশের মধ্যে একধরনের দ্বিধা-দ্বন্দ্ব শুরু হয় পরবর্তীতে মামলাটি হওয়া পর্যন্ত তেজগাঁও বিভাগের নতুন ডিসি রুহুল কবিরের মোহাম্মদপুর থানায় উপস্থিত ছিলেন। 

এই মামলার বাদী সৈকতের বাবা বলেন, আমার ছেলেকে নুর জাহান রোডের প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। আমার ছেলের হত্যার সঠিক বিচার চাই, আমার একটি মাত্র ছেলে ছিলো।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা