মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র হত্যায় শেখ হাসিনা সহ পুলিশের বিরুদ্ধে মামলা

চলতি বছরের জুন জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিলো পরবর্তীতে যেটি অসহযোগ আন্দোলনে রুপ নেয়। সেই অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনে'র দেশব্যাপী আন্দোলন শুর করে। জুন, জুলাই আগস্ট মাসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। গত ১৯ জুলাই মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত (১৯) নামে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তখন থেকেই শোনা গিয়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট রাতে মোহাম্মদপুর থানায় সৈকত হত্যার মামলাটি রুজু করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ আগস্টে গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলায় তাকে প্রধান আসামি করে সৈকতের পরিবার মামলটি করেন। এই মামলায় আরো যাঁরা আসামি রয়েছে তারা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও জোনের সাবেক উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রওশানুল হক সৈকত।
এছাড়াও মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) শহিদুল হক, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদপুর থানার সাবেক ওসি মাহফুজুল হক ভূঁইয়া, মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার আলমের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৩০ থেকে ৪০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে মামলাটিতে। মামলাদর বাদী সৈকতের বাবা অভিযোগ করে বলেন, আমার একটা মাত্র ছেলে ছিলো। সেই ছেলেটিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এই মামলাটির জন্য বিকাল ৫টা থেকে এসে বসে থাকলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করতে ছিলো পরবর্তীতে রাত ১০ টার পরে মামলাটি হয়। এই মামলাটি নেওয়া না নেওয়া নিয়ে পুলিশের মধ্যে একধরনের দ্বিধা-দ্বন্দ্ব শুরু হয় পরবর্তীতে মামলাটি হওয়া পর্যন্ত তেজগাঁও বিভাগের নতুন ডিসি রুহুল কবিরের মোহাম্মদপুর থানায় উপস্থিত ছিলেন।
এই মামলার বাদী সৈকতের বাবা বলেন, আমার ছেলেকে নুর জাহান রোডের প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। আমার ছেলের হত্যার সঠিক বিচার চাই, আমার একটি মাত্র ছেলে ছিলো।
এমএসএম / এমএসএম

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক
