অবশেষে আরশিনগর ফিউচার পার্ককে সওজ কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিস

চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্য সোনাপাহাড় এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাড়ে ৩ একর জমি অবৈধ দখল করে গড়ে তোলা বিতর্কিত আরশিনগর ফিউচার পার্ককে আইনি নোটিস করেছে সওজ কর্তৃপক্ষ। নোটিসে ৭ দিনের মধ্যে সওজ-এর জমিতে আরশিনগর ফিউচার পার্কের সকল অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে আল্টিমেটাম দেয়া হয়েছে।
গত ২৩ মে সওজ কর্তৃক ইস্যুকৃত নোটিসের বর্ণনায় জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের (এন-১) ১৬৭তম কি.মি-এ সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীগ্রহণকৃত ভূমিতে বিনা অনুমতিতে মো. নাছির উদ্দিন দিদার কর্তৃক স্থাপিত অবৈধ স্থাপনার (আরশিনগর ফিউচার পার্ক) অবকাঠামো ও মালামাল আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। অন্যথায় সরকারি ভূমি হতে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে আরশিনগর ফিউচার পার্কের স্বত্বাধিকারী নাছির উদ্দিন দিদার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে হাজার হাজার অবৈধ স্থাপনা আছে, সবারটা ভেঙ্গে ফেলতে পারলে আমারটাও ভাঙবে। আমি একা স্থাপনা তৈরি করিনি, অনেকেই সরকারি ভূমিতে স্থাপনা তৈরি করেছে। এছাড়া আমি সড়ক ও জনপথের কাছে জমি পাব, যার মামলা করা আছে আদালতে। আপনি আমার সাথে সরাসরি দেখা করুন তাহলেই সব বুঝতে পারবেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সীতাকুণ্ড উপ-বিভাগীয় প্রকৌশলি রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, ৭ দিনের মধ্যে যদি নিজ থেকে স্থাপনা অপসারণ না করে তাহলে আমরা ল্যান্ড ডিমার্কিং করব আমাদের সার্ভেয়ার দিয়ে এবং সেখানে খুঁটি স্থাপন করা হবে। এছাড়া তাকে ফাইনাল নোটিস করা হবে, ফাইনাল নোটিস মোতাবেকও যদি স্থাপনা অপসারণ না করে তাহলে আমরা ভেঙে ফেলতে বাধ্য হব।
চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা জানান, আমরা আইনি পক্রিয়ায় আছি। যথাযথ আইনি পক্রিয়ার মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধ দখলদারমুক্ত করা হবে। সরকারি সম্পত্তি দখলমুক্ত করার জন্য যা যা প্রয়োজন আমরা সবই সম্পন্ন করব।
এদিকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে দিয়ে এই পার্কের উদ্বোধন করিয়েছেন বলে জানা যায়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক নেতা দলীয় ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ কর্মকাণ্ড করলে তার দায়ভায় দল গ্রহণ করবে না।
মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সওজ অথবা রেলওয়ে যদি তাদের সম্পত্তি দখলমুক্ত করতে আসে তাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে কোনো প্রকার বাধা নেই। নাছির উদ্দিন দিদার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মানে সেই সবকিছু নয়। সে যদি কোনো অনৈতিক কাজ করে তার দায়ভার তার নিজের। আইন তার নিজস্ব গতিতে চলবে।
মিরসরাই সংসদীয় আসনের এমপি বর্ষীয়ান রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, রাজনৈতিক নেতার ব্যক্তিগত অবৈধ কর্মের দায় দল নেবে না। আমি উদ্বোধন করা মানে সরকারি ভূমি দখল করে অনৈতিক কাজের লাইসেন্স দেয়া নয়। সে কি আমাকে বলেছে এটা (আরশিনগর ফিউচার পার্ক) সে অবৈধভাবে সরকারি ভূমি দখল করে অবৈধ ও অসামাজিক কাজ চালাবে? কোনো রাজনৈতিক নেতার অবৈধ কর্মকাণ্ডের ভার আমি নিতে পারি না। আমি বিষয়টা দেখছি।
এমএসএম / জামান

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

রায়পুরে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতেছাত্র-জনতার মশাল মিছিল
Link Copied