বেনাপোল চেকপোস্টে প্রতারকচক্রের ৮ দোকানে পুলিশের তালা
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে পারাপাররত পাসপোর্টযাত্রীদের সাথে প্রতারনাচক্রের ৮ টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পোর্ট থানা পুলিশ। এসময় পুলিশ আরও ৪টি দোকান মালিককে সতর্ক করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বন্দরের চেকপোষ্টে অবস্থিত এসব দোকানে তালা টাঙ্গানো হয়। এসময় সেখানে চেকপোষ্ট বাজার কমিটি সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত হলেন,চৌধুরী সুপার মার্কেটের রবি,সাইদুর সুপার মার্কেটের বাবুল,রেজাউল সুপার মার্কেটের হামিদ,ইউনুস সুপার মার্কেটের বরিশালে শামীম,রবি,সয়েব,ইবাদত,হৃদয়,শিমুল, ইমরান ও মারুফ। এর আগে যাত্রীদের সাথে প্রতারনা ও ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় চেকপোষ্ট এলাকায় পোর্টথানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছিল। এদের মধ্যে সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম চৌধুরী ও মসজিদ মার্কেটের সাইনবোর্ড বিহীন ৯টি দোকান তালা মারে। জানা যায় এসব প্রতারকরা অনেকবার পুলিশের নিকট আটক হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে জেল হাজত থেকে বেরিয়ে আবারও একই প্রতারনায় জড়িয়ে পড়ে।
স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে চিকিৎসা,ভ্রমন,ব্যবসা ভিসা নিয়ে ভারতে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে এই বন্দর দিয়ে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের আশপাশে গোপনে বসে থাকে দালাল পরিচয়ের ছিনতাইকারীরা চক্রের সদস্যরা। পাসপোর্ট যাত্রীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চেকপোষ্ট এলাকায় আসে সে সময় এক শ্রেনীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমন ট্রাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় মার্কেটে সাইন বোর্ড বিহীন ঘরে বসিয়ে শুরু করে টাকা আত্মসাৎ সহ প্রতারনার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে অর্থ হাতিয়ে নেয়। অনেকে আবার বন্দর ও কাস্টমসের জাল ছিল তৈরী করে ভ্রমন কর জালিয়াতী করে থাকে। গত সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। বেনাপোলৈ পোর্ট থানা পুলিশ উক্ত ঘটনার পর চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ ৮ টি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়। বেনাপোল পোর্টথানার ওসি সুমন ভক্ত জানান, এর আগে বহুবার ছিনতাইকারীদের প্রতিষ্ঠান বন্ধ এবং আটক করে আদালতে প্রেরন করেছেন। তবে তারা জেল থেকে ফিরে এসে আবারও এসব অপরাধ করে যাচ্ছে। দালাল ও প্রতারকচক্রের হাত থেকে যাত্রীদের নিরপত্তা বাড়াতে পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
T.A.S / T.A.S
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ
লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক
শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া
ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর