বেনাপোল চেকপোস্টে প্রতারকচক্রের ৮ দোকানে পুলিশের তালা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে পারাপাররত পাসপোর্টযাত্রীদের সাথে প্রতারনাচক্রের ৮ টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পোর্ট থানা পুলিশ। এসময় পুলিশ আরও ৪টি দোকান মালিককে সতর্ক করেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বন্দরের চেকপোষ্টে অবস্থিত এসব দোকানে তালা টাঙ্গানো হয়। এসময় সেখানে চেকপোষ্ট বাজার কমিটি সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত হলেন,চৌধুরী সুপার মার্কেটের রবি,সাইদুর সুপার মার্কেটের বাবুল,রেজাউল সুপার মার্কেটের হামিদ,ইউনুস সুপার মার্কেটের বরিশালে শামীম,রবি,সয়েব,ইবাদত,হৃদয়,শিমুল, ইমরান ও মারুফ। এর আগে যাত্রীদের সাথে প্রতারনা ও ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় চেকপোষ্ট এলাকায় পোর্টথানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছিল। এদের মধ্যে সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম চৌধুরী ও মসজিদ মার্কেটের সাইনবোর্ড বিহীন ৯টি দোকান তালা মারে। জানা যায় এসব প্রতারকরা অনেকবার পুলিশের নিকট আটক হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে জেল হাজত থেকে বেরিয়ে আবারও একই প্রতারনায় জড়িয়ে পড়ে।
স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে চিকিৎসা,ভ্রমন,ব্যবসা ভিসা নিয়ে ভারতে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে এই বন্দর দিয়ে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের আশপাশে গোপনে বসে থাকে দালাল পরিচয়ের ছিনতাইকারীরা চক্রের সদস্যরা। পাসপোর্ট যাত্রীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চেকপোষ্ট এলাকায় আসে সে সময় এক শ্রেনীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমন ট্রাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় মার্কেটে সাইন বোর্ড বিহীন ঘরে বসিয়ে শুরু করে টাকা আত্মসাৎ সহ প্রতারনার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে অর্থ হাতিয়ে নেয়। অনেকে আবার বন্দর ও কাস্টমসের জাল ছিল তৈরী করে ভ্রমন কর জালিয়াতী করে থাকে। গত সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। বেনাপোলৈ পোর্ট থানা পুলিশ উক্ত ঘটনার পর চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ ৮ টি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়। বেনাপোল পোর্টথানার ওসি সুমন ভক্ত জানান, এর আগে বহুবার ছিনতাইকারীদের প্রতিষ্ঠান বন্ধ এবং আটক করে আদালতে প্রেরন করেছেন। তবে তারা জেল থেকে ফিরে এসে আবারও এসব অপরাধ করে যাচ্ছে। দালাল ও প্রতারকচক্রের হাত থেকে যাত্রীদের নিরপত্তা বাড়াতে পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
T.A.S / T.A.S

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
