ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মাঠের ভিতরেই লুকিয়ে আছে অনন্য এক স্থাপনা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ২:৪৭

গাইবান্ধায় মাটির নিচে দৃষ্টিনন্দন ভবন দেখতে দুর দুরান্তর থেকে ছুটে আসেন দর্শনার্থীরা । গাইবান্ধা জেলা শহর থেকে তিন হতে চার কিলোমিটার দূরে গাইবান্ধা-বালাসীঘাট সড়ক ঘেঁষে বিস্তীর্ণ সবুজ মাঠ। মাঠের এক পাশে একটি বিশাল ভবন এবং আরেক পাশ দিয়ে চলে গেছে বালাসীঘাট সড়ক। দুই কিলোমিটার সামনে গেলেই বালাসি ঘাট ও ব্রহ্মপুত্র নদী।

কিন্তু পুরো ভবনটিই দৃষ্টির আড়ালে। বাইরে থেকে অজানা কেউ হঠাৎ করে দেখে মনে করবে এটি কোনো কৃষি জমি। কিন্তু এই মাঠের ভিতরেই লুকিয়ে আছে অনন্য এক স্থাপনা যার নাম 'ফ্রেন্ডশিপ সেন্টার'।গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টারটি যেন প্রকৃতির মধ্যে মিশে অদৃশ্য হয়ে আছে। প্রায় ৭ বিঘা জমির ওপর গড়ে ওঠা এ ভবনের আয়তন ৩২ হাজার বর্গফুট।

ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত। কিন্তু  ভবনের ছাদ ভূমি সমতলে। ছাদে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ঘাস, ফুল ও চার পাশ দিয়ে লাগানো হয়েছে নানা প্রজাতির বিভিন্ন ফল ও ফুলের গাছ।অদৃশ্য এ ভবনটিতে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, অভ্যন্তরীণ খেলাধুলা ও থাকা-খাওয়ার ব্যবস্থা। ভিতরের সবকিছুই অবাক করা ও দৃষ্টিনন্দন। এই ভবনে চলে দাপ্তরিক নানা কাজকর্ম।

ফ্রেন্ডশিপ সেন্টারটি জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। অপরূপ নির্মাণ শৈলীর কারণে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা স্থানটিতে ঘুরতে আসেন। স্থানীয় ভাবে তৈরি ইটের গাঁথুনি দিয়ে নির্মিত ভবনটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে এখানে।

ফ্রেন্ডশিপ সেন্টারটি শুধু গাইবান্ধা নয় বরং অবাক করেছে বিশ্বকে। যার ফলশ্রুতিতে মিলেছে একাধিক বিদেশি অ্যাওয়ার্ড। ২০১৬ সালে পেয়েছেন ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ পুরষ্কার।প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ও পরিবেশ বান্ধব এ ভবনটির কাজ শুরু হয় ২০১০ সালে ।এবং দুই বছরের মধ্যে কাজ শেষ হয়।
 ২০১২ সালের ১৮ নভেম্বর ব্র‍্যাকের প্রতিষ্ঠাতা স‍্যার ফজলে হোসেন আবেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে কার্যক্রম শুরু করা হয় এই ফ্রেন্ডশিপ সেন্টারটির ।ফ্রেন্ডশিপ সেন্টারটিতে পরিবারসহ দেখতে আসা ফৌজিয়া রহমান বলেন,  আমি এখানে বেড়াতে এসেছি । এখানে সুন্দর একটা পরিবেশ। ভিতরে আর্কিটেকচারের ভিউ অনেক সুন্দর দেখলে বোঝার উপায় নেই যে এখানে একটা বিনোদনের স্পট তৈরি হয়েছে।  অভার অল অভিজ্ঞতা অনেক সুন্দর।

ফ্রেন্ডশিপ সেন্টারের সিনিয়র ম্যানেজার মো : লোকমান হোসেন জানান, পরিবেশ বান্ধব ভবনটিতে একসঙ্গে ২০০ জন প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা আছে । থাকার জন্য ২৪টি আবাসিক কক্ষ রয়েছে। তারমধ‍্যে ১৫ টি এসি এবং ৯ টি নন এসি কক্ষ রয়েছে । এছাড়াও খাওয়ার জন্য আলাদা রেস্তোরাঁ, লাইব্রেরি, হেলিকপ্টারে আসার জন্য হেলিপ্যাডসহ নানা ধরনের সুবিধা রয়েছে ।

ফ্রেন্ডশিপ সেন্টারের সিনিয়র সুপার ভাইজার মো: আশরাফুল ইসলাম সকালের সময় কে বলেন,  এই সেন্টারে ২০ জন স্টাফ কর্মরত আছেন। ফ্রেন্ডশিপ সেন্টারটির সম্পূর্ণ অবকাঠামো নির্মাণ করতে সময় লেগেছে প্রায় দুই বছর। প্রতিদিন কাজ করেছেন প্রায় ৬০ থেকে ৭০ জন মিস্ত্রি ও শ্রমিক ।

এমএসএম / এমএসএম

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড

রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু