বিদ্যুৎ ভোগান্তিতে মোহাম্মদপুর-আদাবর

আবহাওয়ার তাপমাত্রার তথ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েদার ডটকম বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হয়েছে। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও খুব একটা কমেনি তাপমাত্রা। রাত ৮টা নাগাদ মোহাম্মদপুরবাসীকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করতে হচ্ছে।
এ অবস্থায় বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং)। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিনভর এলাকাভেদে দুই থেকে তিনবার লোডশেডিং ঘটেছে, যার প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাপনে।
বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিপির সাতমসজিদ কন্ট্রোলরুম জানিয়েছে, সোমবার রাতেও লোডশেডিং হতে পারে। স্থানীয়রা জানান, এতে যেমন পড়াশোনায় ক্ষতি হচ্ছে, তেমনই বয়ষ্ক ও শিশুরা কষ্ট পাচ্ছে। হঠাৎ করে এভাবে বারবার বিদ্যুৎ বিভ্রাট মেনে নিতে পারছে না সাধারণ জনগণ। অতিষ্ঠ হয়ে পড়ছেন অনেকেই।
নাগরিকরা বলেন, দীর্ঘ সময় পর এভাবে লোডশেডিংয়ের মুখোমুখি তারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্তনির্ভর এলাকায় লোডশেডিংয়ের ফলে ভোগান্তিও অন্যান্য এলাকার তুলনায় বেশি। কারণ অধিকাংশ বাসিন্দার বাসাতেই বিদ্যুতের বিকল্প নেই।
স্থানীয় বাসিন্দা মো. রফিক বলেন, আমাদের তো আইপিএস বা জেনারেটর নেই। বিদ্যুৎ চলে গেলে খুবই ভোগান্তি হচ্ছে।
মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার বাসিন্দা আবুল বরকত বলেন, ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এরপর সন্ধ্যার আগে একবার এবং রাত ৭টা ১৮ মিনিটে বিদুৎ চলে যায়।
নাগরিকদের পূর্বের এত বিদ্যুৎ যাওয়ার রেকর্ড না থাকায় তাদেরও প্রস্তুতি নেই। এজন্যই ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান সাধারণ নাগরিকরা। আগাম সতর্কবার্তা না দিয়ে এভাবে বিদ্যুৎ চলে যাওয়াটা স্বাভাবিকভাবে নিচ্ছে না জনগণ।
এ বিষয়ে মোহাম্মদপুর সাতমসজিদ ডিপিডিসির এক কর্মকর্তা দৈনিক সকালের সময়কে বলেন, ঢাকায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং দিতে বলা হয়ছে। তাই সিডিউল করে দেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত মন্ত্রণালয় বলতে পারবে। আমরা এর বেশি কিছু বলতে পারব না।
T.A.S / জামান

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক
