ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎ ভোগান্তিতে মোহাম্মদপুর-আদাবর


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৯-৯-২০২৪ রাত ৮:১

আবহাওয়ার তাপমাত্রার তথ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েদার ডটকম বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হয়েছে। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও খুব একটা কমেনি তাপমাত্রা। রাত ৮টা নাগাদ মোহাম্মদপুরবাসীকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করতে হচ্ছে। 

এ অবস্থায় বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং)। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিনভর এলাকাভেদে দুই থেকে তিনবার লোডশেডিং ঘটেছে, যার প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাপনে। 

বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিপির সাতমসজিদ কন্ট্রোলরুম জানিয়েছে, সোমবার রাতেও লোডশেডিং হতে পারে। স্থানীয়রা জানান, এতে যেমন পড়াশোনায় ক্ষতি হচ্ছে, তেমনই বয়ষ্ক ও শিশুরা কষ্ট পাচ্ছে। হঠাৎ করে এভাবে বারবার বিদ্যুৎ বিভ্রাট মেনে নিতে পারছে না সাধারণ জনগণ। অতিষ্ঠ হয়ে পড়ছেন অনেকেই।

নাগরিকরা বলেন, দীর্ঘ সময় পর এভাবে লোডশেডিংয়ের মুখোমুখি তারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্তনির্ভর এলাকায় লোডশেডিংয়ের ফলে ভোগান্তিও অন্যান্য এলাকার তুলনায় বেশি। কারণ অধিকাংশ বাসিন্দার বাসাতেই বিদ্যুতের বিকল্প নেই।

স্থানীয় বাসিন্দা মো. রফিক বলেন, আমাদের তো আইপিএস বা জেনারেটর নেই। বিদ্যুৎ চলে গেলে খুবই ভোগান্তি হচ্ছে।

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার বাসিন্দা আবুল বরকত বলেন, ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এরপর সন্ধ্যার আগে একবার এবং রাত ৭টা ১৮ মিনিটে বিদুৎ চলে যায়।

নাগরিকদের পূর্বের এত বিদ্যুৎ যাওয়ার রেকর্ড না থাকায় তাদেরও প্রস্তুতি নেই। এজন্যই ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান সাধারণ নাগরিকরা। আগাম সতর্কবার্তা না দিয়ে এভাবে বিদ্যুৎ চলে যাওয়াটা স্বাভাবিকভাবে নিচ্ছে না জনগণ।

এ বিষয়ে মোহাম্মদপুর সাতমসজিদ ডিপিডিসির এক কর্মকর্তা দৈনিক সকালের সময়কে বলেন, ঢাকায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং দিতে বলা হয়ছে। তাই সিডিউল করে দেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত মন্ত্রণালয় বলতে পারবে। আমরা এর বেশি কিছু বলতে পারব না।

T.A.S / জামান

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা