যৌথবাহিনীর অভিযানে নিহত দুজনসহ ৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা
গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইটসহ পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আটক পাঁচজনের মধ্যে গত মঙ্গলবার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজনসহ দুজন মারা যান। মামলায় নিহত দুজনের নামও রয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- মারা যাওয়া দুই ব্যক্তি সাঘাটা ইউনিয়নের গোবিন্দী গ্রামের সোহরাব হোসেন ওরফে আপেল (৩৫) ও শফিকুল ইসলাম (৪৫) এবং চিকিৎসাধীন সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ওরফে সুইট (৫৫), একই ইউনিয়নের বাঁশহাটা গ্রামের শাহাদত হোসেন (৪৫) ও উত্তর সাতালিয়া গ্রামের রিয়াজুল ইসলাম (২৮)। রিয়াজুল চেয়ারম্যান মোশারফ হোসেনের গাড়িচালক।
মামলার বাদী এসআই দীপক কুমার রায় বলেন, মারা যাওয়ার আগেই গতকাল সকালে আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর তাদের মৃত্যু হয়। চূড়ান্ত প্রতিবেদনের সময় তাদের নাম অন্তর্ভূক্তির বিষয়টি নিষ্পত্তি করা হবে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান বুধবার রাতে বলেন, মৃত ওই দুই ব্যক্তির নাম পরবর্তী সময়ে আসামির তালিকা থেকে বাদ দেয়া হবে। অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটকের পর তাদের কাছে থেকে দেশীয় অস্ত্রসহ ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের একজনকে বগুড়া এবং অন্যজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অসুস্থতার কারণে পরবর্তীতে তাদের মৃত্যু হয়েছে। নির্যাতনে মৃত্যুর বিষয়টি পুলিশ পুরোপুরি অস্বীকার করে।
এদিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শাহাদত হোসেন পলাশকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুজনের মধ্যে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং রিয়াজুল ইসলাম (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চেয়ারম্যানের ভাতিজা সোহরাব হোসেন আপেলের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আসিফ বলেন, সোহরাব হোসেন নামে এক ব্যক্তিকে গত মঙ্গলবার সকালে ভর্তি করা হয়। সে সময় তার পায়ে কিছুটা আঘাতের চিহ্ন ছিল। শুধু এই আঘাতের কারণে তার মৃত্যু হওয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, বুধবার দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যাওয়া সোহরাব হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে সোহরাবের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শফিকুল ইসলামের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১২টার দিকে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে আটকের সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্রসহ ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে দুজন অসুস্থ হয়ে পড়লে শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়।
৫ মিনিট রেস্ট দিয়ে ১০ মিনিট পিটিয়েছে তারা, অভিযান চলাকালীন নির্যাতনের কারণে আটক দুজন মারা গেছেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। তবে পুলিশের দাবি, অভিযানের সময় অসুস্থতাজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে।
T.A.S / জামান
রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড
রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা
দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ
বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক
আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়
অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ