ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বন্যার্তদের গৃহনির্মাণ তহবিল গঠনে কনসার্টের আয়োজন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-৯-২০২৪ রাত ৯:২৪

দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে সাম্প্রতিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার পরিবার। বন্যাকবলিত সেই মানুষগুলোকে নতুন ঘর তৈরি করে দিতে কনসার্টের আয়োজন করে স্বপ্নপুরী নাট্যদল এবং মোহাম্মদপুর মিউজিসিয়ানের শিল্পীরা। 

শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মোহাম্মদপুরের শ্যামলি পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় আগত দর্শনার্থীরা যে যার সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করেন। কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মণ্ডল, চিশতি বাউল এবং কোহিনুর আক্তার গোলাপি। এছাড়াও নাবিল, ইমন, রনি, সুজন, অর্নব, শাকিল, প্রান্ত, মাহিনী, সজিব, মুন্নীসহ স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সহযোগিতা করেন- থার্ড আই ফাউন্ডেশন, ইচ্ছে ফাউন্ডেশন, গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা, স্বপ্নপুরী কল্যান সংস্থা ও সিআইবি মানব কল্যান সংস্থা।

আয়োজনের বিষয়ে স্বপ্নপুরী নাট্যদলের সদস্য সচিব এজাজ আহমেদ বলেন, আমরা সব সময় আমাদের সংগঠনের উদ্যোগে সামাজিক কাজ করি। বন্যার্তদের জন্য এটা আমাদের একটি চেষ্টা। আমরা খুবই আনন্দিত, হাজার হাজার মানুষ আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছেন।

মোহাম্মদপুর মিউজিশিয়ান শিল্পী সংগঠনের প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন বলেন, আমরা যেহেতু শিল্পী। আমরা আমাদের মেধা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সংগৃহীত অর্থ দিয়ে বন্যার্তদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছি।

ইচ্ছে ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল রায় বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময়ই পিড়ীত মানুষের সেবায় এগিয়ে আসার চেষ্টা করেছি। আজকের এই আয়োজনও তারই একটি অংশ। আমাদের এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷

অনুষ্ঠানে আগত ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ বলেন, আমরা মানুষের যে সহযোগিতা করার জন্যই কাজ করে থাকি। মানুষের জন্য মানুষ এটাই বিশ্বাস করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্যই আজকের এই আয়োজন করা হয়েছে।

এমএসএম / জামান

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়