ঢাকা বৃহষ্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আলাদিনের চেরাগ এস আই আকাশের হাতে


আলমগীর হোসেন photo আলমগীর হোসেন
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:৪১

যেন দেখার কেউ নেই। যা মন চাই তাই করেছে গত স্বৈরশাসন আমলে। বিষয়টি এমন ঘষা দিলেন আর চেরাগের ভেতর থেকে দৈত্য বেরিয়ে এসে বললো আপনার কি লাগবে। সে ঘটনাটিই ঘটেছে শাহাবুদ্দিন আকাশের ক্ষেত্রে। স্বাবেক স্বৈরশাসক শেখ হাসিনার অন্যতম ভ্যানগার্ড সাত খুন মামলার মূল পরিকল্পনাকারী নারায়ণগঞ্জের সাধারণ মানুষের সম্পদ লুন্ঠনকারি শামীম উসমানের মদ জুয়ার শেল্টার দাতা পুলিশ সদস্য শাহাবুদ্দিন আকাশ।

তার বিরুদ্ধে আওয়ামী আমলে ঘুষ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। জানা গেছে শামীম উসমানের হয়ে খুন গুম রাহাজানিসহ নানা অপকর্ম করতো আকাশ। যে কারণে খুব দ্রুতই শামীম উসমানের আস্থা ভাজন হয়ে ওঠে সে। যার কারণে উর্ধতন কর্মকর্তাসহ কাউকে পাত্তা দিতোনা সে। এমনও শোনা যাচ্ছে, স্বর্ন চোরাচালান ও মাদকের শেল্টার দাতাও এই আকাশ। যা দিয়ে গড়েছেন কোটি কোটি টাকা মূল্যের সম্পদ। ইতি মধ্যে তার বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের সমাবেশে গুলি করার তথ্যও পাওয়া যাচ্ছে।

ধীরে ধীরে বের হতে চলেছে তার দুর্নীতির নানা তথ্য। সুত্র বলছে পুলিশে দ্রুত পদোন্নতির আশায় শামীম উসমানের দৃষ্টি আকর্ষণের জন্য সে ছাত্রদেরকে পাখির মতো গুলি করতো। তার বিষয়ে দৈনিক সকালের সময়'র বিশেষ টিমের অনুসন্ধান চলমান আছে। ইতি মধ্যে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে যা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

একজন পুলিশ পরিদর্শক হয়ে অসংখ্য ছাত্র/ছাত্রীর বুকে গুলি চালিয়ে এখনো কিভাবে বহাল তবিয়তে থাকতে পারে সেটা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। ইতি মধ্যে তার অঢেল সম্পদের কিছু তথ্য এসেছে দৈনিক সকালের সময়'র অনুসন্ধানে যার বিবরণ তুলে ধরা হলো-নাম: নাম: শাহাবুদ্দিন আকাশ
গ্রাম: কলাগাছিয়া, থানা: বন্দর, জেলা: নারায়নগন্জ।

তারা ২ ভাই ২ বোন
১/ নিজ এলাকায় কোটি কোটি টাকার সম্পদ। 
২/ নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ৮/১০ টা দোকান, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০/১৫ কোটি টাকা। 
৩/ চিটাগাং রোডে রয়েছে নিজস্ব ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা। 
৪/ বায়তুল মোকাররম মার্কেটে স্বর্নের দোকান।
৫/ মালিবাগ পুলিশ লাইনের পাশে প্রায় ২০ কাঠা জমির উপর ৬ তলা বাড়ী। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ৪০/৫০ কোটি টাকা। এসকল বিষয়ে মন্তব্য জানতে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি এ সব বিষয় সত্য নয় বলে দাবী করেন। আমাদের অনুসন্ধান চলমান আছে যার বিশদ বিবরণ তুলে ধরা হবে আগামী পর্বে

এমএসএম / এমএসএম

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে

প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ

গোয়েন্দা প্রধানসহ লুটপাটের অভিযোগে চার কর্মকর্তা ক্লোজড

নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধনে শাস্তি ও অপসারণ দাবী

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে সাময়িক বরখাস্ত

সরকার বিরোধী কর্মকান্ডে শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগ

রাজউকের ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির বিস্তর অভিযোগ

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ