অধ্যক্ষ রোকনের বিরুদ্ধে যত অভিযোগ

কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়। গাইবান্ধা শহর থেকে ৬-৭ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলা কঞ্চিপাড়া ইউনিয়নের প্রাণকেন্দ্রেই অবস্থান। নানা দুর্নীতি মাথায় নিয়ে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। আর এসব দুর্নীতির নাটের গুরু যুবলীগ নেতা অধ্যক্ষ এটিএম রাশিদুজ্জামান রোকন। তার বিরুদ্ধে হাজারো অভিযোগ উপস্থাপন করেছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
অর্থ আত্মসাৎ থেকে শুরু করে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার, নিম্ন পোস্টের একজন চাকরিজীবী খারাপ আচরণ গুন্ডা লেলিয়ে দিয়ে মারা বিলাসী চলাফেরা- সবকিছু মিলেই ফুঁসে উঠেছে কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। অধ্যক্ষ রোকোণের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে তার অপসারণের দাবিতে আন্দোলন এখন তুঙ্গে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অভিভাবক, এলাকাবাসী শিক্ষার্থীদের কোনো দাবিই কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে কিছু হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। উল্টো অভিযুক্ত অধ্যক্ষের বাঁচাতে মরিয়া স্বপক্ষে থাকা কিছু কর্মচারী।
বীর মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক মেহেদী হাসান বাবু সকালের সময় কে বলেন , আমাদের এই কলেজে বহু বছর ধরে আর্থিক অনিয়ম হয়ে আসছে। আমরা কেউ কোনো কথা বলতে পারছি না তিনি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বললেই মামলা হামলার ভয়-ভীতি দেখাতেন। এখন আমরা সবাই এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছি।
আতিকুর রহমান,মাহা আলম, রাজা মিয়া, আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে তারা বলেন, অত্র কলেজের ICT বিভাগের প্রভাষক জনাব তৌহিদা বেগম ইনডেক্স নং R835588। তিনি ২০০২ সালে ICT সার্টিফিকেটটি জালিয়াতির মধ্যেমে অবৈধ নিয়োগপ্রাপ্ত হন এবং ২২ বছর ধরে সোনালী ব্যাংকের ফুলছড়ি শাখার হিসাব নং 34052092 থেকে অবৈধ ভাবে বেতন উত্তোলন করে আসছেন। তার নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬ মাসের নট্রামস এর ICT সার্টিফিকেট এর উল্লেখ থাকলেও তিনি একটি জালসার্টিফিকেট প্রদান করে চাকরিপ্রাপ্ত হন এবং বেতন ভাতা প্রাপ্ত হন। বিধি মোতাবেক কলেজে কোন বিজ্ঞান খোলা ও চলমান থাকার জন্য যেকোন বিভাগে নুন্যতম ছাত্র-ছাত্রী থাকা প্রয়োজন ২৫ জন। অথচ অত্র কলেজে মাত্র ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ এই ০২ বছর ছাড়া প্রতিবছরই ছাত্র-ছাত্রী সংখ্যা যথাত্রমে ৮, ৯, ৪, ১২ ও ১৬ জন করে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের সংখ্যা মাত্র ১৬ জন। ৬.৩ বিধি বহির্ভূত ভাবে অত্র বিভাগটি চালু রাখা হয়েছে। কোন বিভাগ টিকে থাকার জন্য নূন্যতম পাশের হার থাকতে হবে উল্লেখ্য যে অত্র কলেজের ২০২৩ সালের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে মাত্র ০৩ (তিন) জন। প্রতিমাসে বিজ্ঞান বিভাগ থেকে ২, ৫০,০০০/- টাকা অধ্যক্ষের স্বাক্ষরে বেতন উত্তোলন করে থাকে বিজ্ঞান বিভাগের শিক্ষক, প্রদর্শক ও ল্যাব এ্যাসিসটেন্ট বর্তমান অধ্যক্ষ সবকিছু জেনেও বিধি বহির্ভূত, ভাবে এ বেতন এ স্বাক্ষর করে আসছেন ।
তার আরো বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে অধ্যক্ষ যুবলীগের সেক্রেটারি হওয়ায় আমরা কেউ মুখ খুলতে পারেনি। দুর্নীতির স্বর্গরাজ্য গড়েছিলেন এখানে। তিনি অবলীলায় দুর্নীতি করে গেছেন। রাজনৈতিক পথ পদবী থাকায় অধ্যক্ষ বেপরোয়া হয়ে ওঠেন। কলেজের অধ্যক্ষের মতো একটি পদে তিনি চাকরি করলেও চলাফেরা করতেন রাজনৈতিক নেতাদের মত করে। শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবক দের সঙ্গে খারাপ ব্যবহার করতো। গালিও দিতো ওই রোকন। রোকনের অপসারণ চাইলে যুবলীগ নেতা শফিকুল ইসলাম সাজু মেম্বার ও তার বাহিনী সহ আমাদের মানববন্ধনে বাঁধা দেয়। আমরা রোকনের অপসারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নিম্নমান সহকারী ও প্রতিষ্ঠাতা তৃতীয় শ্রণির কর্মচারী মেহের আলী সরকার সকালের সময় কে ও থানার অভিযোগে বলেন, আমি একজন তৃতীয় শ্রেণির কর্মচারী। ১৯৯৫ হতে অদ্যবদী পর্যন্ত উক্ত কলেজে উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের দায়ীত্ব পালন করে আসিতেছি। দায়ীত্ব অনুযায়ী ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষার্থীর বিদায় এর দায়ীত্ব পড়ে যায় আমার উপর। দায়ীত্ব অনুযায়ী ও নির্দেশ মোতাবেক পালন করতে গিয়ে প্রবেশ পত্র বাবদ নিয়মিত পরীক্ষার্থী প্রতি ২০০/- দুইশত এবং অনিয়মিত পরীার্থীর প্রতি ১০০/- একশত টাকা করে আদায় করি। প্রবেশপত্র বাবদ আদায়কৃত অর্থের বিষয়টি কে বা কারা ভাইরাল করে আমার অজান্তে, আমি এবিষয়ে কিছুই জানতে পারি না। পরবর্তীতে আদায়কৃত প্রবেশপত্র ২বেদ টাকার কিছু রশিদের মাধ্যমে ইসলামী ব্যাংক লিঃ কঞ্চিপাড়া শাখায় গত ০৭/০৭/২০২৪ ইং তারিখে জমা করি।
অবশিষ্ট প্রবেশপত্রের আদায়কৃত টাকা অদ্য ০৯/০৭/২০২৪ ইং তারিখে জমা দেওয়ার প্রস্তুতি এবং হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর করার জন্য অধ্যক্ষ মহোদয়ের নিকট গেলে, আমার হাজিরা গ্রহন করিতে অপারগতা প্রকাশ করে। তখন আমি আদায়কৃত অবশিষ্ট টাকা ইসলামী ব্যাংক কঞ্চিপাড়া শাখায় জমা দেয়ার জন্য ও বাসার উদ্দেশ্য রওনা হই এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করি। ক্যাম্পাস ত্যাগ করার পর প্রদর্শক জীব বিজ্ঞান জনাব আবুয়াল খায়ের শাহীর মাধ্যমে ১.২৩ মিনিটে মোবাইলের মাধ্যমে উপস্থিতি হাজিরার স্বাক্ষরের জন্য আমার অফিস কক্ষে আসার কথা বলে, এতেও আমি অপরগতা প্রকাশ করি। অবশেষে তার সম্মান রক্ষার জন্য আমার অফিস কক্ষে পুনরায় হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার জন্য উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর হাজিরা খাতায় স্বাক্ষর না দিতেই আমার নিকট অবশিষ্ট পরীক্ষার্থীদের আদায় ও জমা রশিদ, পূর্বের জমা দেওয়ার রশিদ নেওয়ার চেষ্টা করে ও হুমকি দেয়। অবশেষে বার্থ হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর নেয়, কিন্তু জোর পূর্বক অধ্যক্ষ মহোদয়ের কক্ষে নিয়ে যান।
সেখানে উপস্থিত হওয়ার পর ১। অধ্যক্ষ মহোদয় ২। মো. আব্দুল মালেক সরকার শরীর চর্চার শিক্ষক (শিক্ষক প্রতিনিধি) ৩। মো. আব্দুর নুর প্রভাষক ইসলাম শিক্ষা ৪। মো. রেজাউল হক প্রভাংক বাংলা ৫। মো. একরামুল হক প্রদর্শক আইসিটি ৬। মো. আব্দুল মালেক মিয়া উচ্চমান সহকারী (হিসাব শাখা) ৬। মো. শাকিল আহম্মেদ আইসিটি ল্যাব এ্যাসিট্যান্ট ৭। মো. রওশন আলম টাইপিষ্ট গন ২০২৪ এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের আদায়কৃত অর্থ এবং জমাকৃত রশিদ বইটির প্রবেশপত্র ফি ফ্লইট দিয়ে মিশিয়ে দিতে বলে, এতে আমি অপরাগতা প্রকাশ করি। এতে সকলে ক্ষিপ্ত হয়ে আমার নিকট রক্ষিত রশিদ বহি, নগদ টাকা, রেজিষ্টার লুটিয়ে নেয় এবং হুমকি প্রদর্শন করে। তখন প্রদর্শক আইসিটি মো. একরামুল হক গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এতে আমি অসহায় হয়ে পরি। এমতাবস্থায় সে বলে কলেজগেট পার হলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে। কলেজগেট পার হওয়ার পর সুকৌশলে তাদের ভাড়া দেওয়া পার্শ্বের দোকানের গলীর মধ্যে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকায় এবং আমার সজোরে লাথি গুড়ি মারতে থাকে
এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
