বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি উৎসব অনুষ্ঠিত

যশোরের বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈষষ্ণবকুল শিরোমণি ঠাকুর হরিদাসের ভজন কানন নামে পরিচিত সুদীর্ঘ সাড়ে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ও গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বেনাপোল শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম সনাতন ধর্মলম্বীদের কাছে তথা ভারত উপমহাদেশের একটি তীর্থস্থান। প্রতি বছরের ন্যায় এ বছরও সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব ধর্মী আচারপ্রথা মেনে উদযাপিত হয়।
পাঠবাড়ী আশ্রমের পরিচালক মাধবদাস বাবাজী ও পরিচালনা পর্ষদবৃন্দ সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের শুভসূচনা করেন। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত শহর বেনাপোল পৌরসভার পাঠবাড়ী গ্রামে সনাতন ধর্মের নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব পালিত হলো। প্রতি বছরের ন্যায় এবারো হরিদাস ঠাকুরের জীবনী, ভাবগত আলোচনা, কীর্তন নির্জন লীলা, আস্বাদন, ভক্তিগীত ও পদাবলী কীর্তন নিয়ে পালিত হলো নির্যান তিথি মহোৎসব। হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তকুলসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা ভক্তরা অংশ নেন। এছাড়া অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বীরাও এ অনুষ্ঠানে যোগদান করেন।
পাঠবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়দেব সিংহ জানান, দেশের বৃহত্তম স্থলবন্দর সীমান্তঘেঁষা বেনাপোল পৌরসভা এলাকায় পাঠবাড়ী সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। প্রতিবছর ভারতসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই তীর্থস্থান। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে ভক্তরা খুব বেশি আসতে পারেননি।
পাঠবাড়ী আশ্রমের সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল জানান, এবার এ অনুষ্ঠানে বিদগ্ধ আলোচক হিসাবে অংশ নেন- দ্বাদশ শিবকালী মন্দির সাতক্ষীরার ভক্তপ্রবর বিশ্বমঙ্গল কৃষ্ণদাস, মাগুরার গোপাল সেবাশ্রমের চিন্ময়নন্দ দাস, মাগুরার পরমানন্দ দাস, ঢাকার শ্রীমুকুল মিত্র। রাতে লীলা কীর্তনে অংশ নেন সাতক্ষীরার আশালতা মণ্ডল। এছাড়া বিভিন্ন জেলার বিশেষ বিশেষ মন্দির ও আশ্রমের অসংখ্য ভক্ত-অনুরাগী নির্যান তিথিতে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান
