বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি উৎসব অনুষ্ঠিত
যশোরের বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈষষ্ণবকুল শিরোমণি ঠাকুর হরিদাসের ভজন কানন নামে পরিচিত সুদীর্ঘ সাড়ে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ও গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বেনাপোল শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম সনাতন ধর্মলম্বীদের কাছে তথা ভারত উপমহাদেশের একটি তীর্থস্থান। প্রতি বছরের ন্যায় এ বছরও সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব ধর্মী আচারপ্রথা মেনে উদযাপিত হয়।
পাঠবাড়ী আশ্রমের পরিচালক মাধবদাস বাবাজী ও পরিচালনা পর্ষদবৃন্দ সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের শুভসূচনা করেন। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত শহর বেনাপোল পৌরসভার পাঠবাড়ী গ্রামে সনাতন ধর্মের নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব পালিত হলো। প্রতি বছরের ন্যায় এবারো হরিদাস ঠাকুরের জীবনী, ভাবগত আলোচনা, কীর্তন নির্জন লীলা, আস্বাদন, ভক্তিগীত ও পদাবলী কীর্তন নিয়ে পালিত হলো নির্যান তিথি মহোৎসব। হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তকুলসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা ভক্তরা অংশ নেন। এছাড়া অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বীরাও এ অনুষ্ঠানে যোগদান করেন।
পাঠবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়দেব সিংহ জানান, দেশের বৃহত্তম স্থলবন্দর সীমান্তঘেঁষা বেনাপোল পৌরসভা এলাকায় পাঠবাড়ী সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। প্রতিবছর ভারতসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই তীর্থস্থান। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে ভক্তরা খুব বেশি আসতে পারেননি।
পাঠবাড়ী আশ্রমের সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল জানান, এবার এ অনুষ্ঠানে বিদগ্ধ আলোচক হিসাবে অংশ নেন- দ্বাদশ শিবকালী মন্দির সাতক্ষীরার ভক্তপ্রবর বিশ্বমঙ্গল কৃষ্ণদাস, মাগুরার গোপাল সেবাশ্রমের চিন্ময়নন্দ দাস, মাগুরার পরমানন্দ দাস, ঢাকার শ্রীমুকুল মিত্র। রাতে লীলা কীর্তনে অংশ নেন সাতক্ষীরার আশালতা মণ্ডল। এছাড়া বিভিন্ন জেলার বিশেষ বিশেষ মন্দির ও আশ্রমের অসংখ্য ভক্ত-অনুরাগী নির্যান তিথিতে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ
লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক
শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া
ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর