বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি উৎসব অনুষ্ঠিত

যশোরের বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈষষ্ণবকুল শিরোমণি ঠাকুর হরিদাসের ভজন কানন নামে পরিচিত সুদীর্ঘ সাড়ে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ও গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বেনাপোল শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম সনাতন ধর্মলম্বীদের কাছে তথা ভারত উপমহাদেশের একটি তীর্থস্থান। প্রতি বছরের ন্যায় এ বছরও সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব ধর্মী আচারপ্রথা মেনে উদযাপিত হয়।
পাঠবাড়ী আশ্রমের পরিচালক মাধবদাস বাবাজী ও পরিচালনা পর্ষদবৃন্দ সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের শুভসূচনা করেন। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত শহর বেনাপোল পৌরসভার পাঠবাড়ী গ্রামে সনাতন ধর্মের নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব পালিত হলো। প্রতি বছরের ন্যায় এবারো হরিদাস ঠাকুরের জীবনী, ভাবগত আলোচনা, কীর্তন নির্জন লীলা, আস্বাদন, ভক্তিগীত ও পদাবলী কীর্তন নিয়ে পালিত হলো নির্যান তিথি মহোৎসব। হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তকুলসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা ভক্তরা অংশ নেন। এছাড়া অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বীরাও এ অনুষ্ঠানে যোগদান করেন।
পাঠবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়দেব সিংহ জানান, দেশের বৃহত্তম স্থলবন্দর সীমান্তঘেঁষা বেনাপোল পৌরসভা এলাকায় পাঠবাড়ী সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। প্রতিবছর ভারতসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই তীর্থস্থান। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে ভক্তরা খুব বেশি আসতে পারেননি।
পাঠবাড়ী আশ্রমের সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল জানান, এবার এ অনুষ্ঠানে বিদগ্ধ আলোচক হিসাবে অংশ নেন- দ্বাদশ শিবকালী মন্দির সাতক্ষীরার ভক্তপ্রবর বিশ্বমঙ্গল কৃষ্ণদাস, মাগুরার গোপাল সেবাশ্রমের চিন্ময়নন্দ দাস, মাগুরার পরমানন্দ দাস, ঢাকার শ্রীমুকুল মিত্র। রাতে লীলা কীর্তনে অংশ নেন সাতক্ষীরার আশালতা মণ্ডল। এছাড়া বিভিন্ন জেলার বিশেষ বিশেষ মন্দির ও আশ্রমের অসংখ্য ভক্ত-অনুরাগী নির্যান তিথিতে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
