নির্মাণকাজে দুর্নীতির অভিযোগের মধ্যেই চালু হচ্ছে কার্গো ভেহিকেল টার্মিনাল

যশোরের বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে নির্মণাধীন কার্গো ভেহিকেল টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে। ইতোমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আগামী অক্টোবরে চালু হবে বেনাপোলের এই কার্গো ভেহিকেল টার্মিনাল। এসএসআরটিবিইএল ও এশিয়ান ট্রাফিক টেকনোলজি নামের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৫০০ গাড়ির ধারণক্ষমতার এই টার্মিনাল তৈরির নির্মাণকাজের দায়িত্ব দেয় স্থলবন্দর কর্তৃপক্ষ, যারা কাজ শুরু করে ২০২২ সালে।
নির্মানকাজের শুরু হতেই ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলে এলাকাবাসীসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল। প্রকল্পকাজে নিন্মমানের ইট, বালু, সিমেন্ট ও পুরাতন রড ব্যবহারের সত্যতা মেলে। নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দেশের স্বনামধন্য টিভি চ্যানেল যমুনা টেলিভিশন, নিউজ টোয়েন্টি ফোর, ডিবিসি ও এটিএন বাংলায় প্রতিবেদন প্রচার হলেও অদৃশ্য শক্তিতে গঠিত হয়নি তদন্ত কমিটি। নির্মাণকাজের টেকসই নিয়ে শঙ্কিত হয়ে মিডিয়ায় বিবৃতি দেন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দও। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অঢেল টাকা ব্যয় করে গণমাধ্যমকর্মী ও মিডিয়া প্রতিষ্ঠান ম্যানেজ করার গুঞ্জন রয়েছে।
বেনপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চালুর পূর্বে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রকল্প পরিদর্শনে আসেন নৌ মন্ত্রাণালয়ের অতিরিক্তি সচিব মহিদুল ইসলাম ও যুগ্ম-সচিব মনিরুজ্জামান। তিন দিনের এই ঝটিকা সফরে বেনাপোল স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে মনিটরিং করবেন নৌ মন্ত্রাণালয়ের এই দুই কর্মকর্তা বলে নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির। তিন দিনের সফরের প্রথম দিনে ওই দুই কর্মকর্তা আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিলালের তৃতীয় তলায় স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে বেনাপোল বন্দরে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সুধীমহলের সাথে মতবিনিময় করেন।
সেখানে ছাত্রসমাজের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে থাকা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মান্নান বেনাপোলের কার্গো ভেহিকেল টার্মিনাল প্রকল্পের চলমান কাজের ব্যাপক দুর্নীতির বিষয়টি অতিরিক্ত সচিবকে অবগত করে প্রতিকার চান।
সাবেক শিক্ষক আব্দুল মান্নান সাক্ষাতের সত্যতা নিশ্চিত করে জানান, বেনাপোল বন্দরের উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির বিষয়ে তাদের প্রমাণস্বরূপ নানা তথ্য ও ভিডিওচিত্র দিয়েছি। তাদের সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি। ছাত্রসমাজের পক্ষ হতে বলেছি সরকারের ৩২৯ কোটি টাকার প্রকল্পে পুকুরচুরি ও কাজের নিন্মমান বেনাপোলের মানুষ মেনে নেবে না। নির্মাণকাজের বিষয়ে যথন অভিযোগ উঠেছে তখন কুয়েট ও বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে কাজের গুণগতমান টেস্ট করিয়ে টার্মিনাল চালু করেন। অন্যথায় অনিয়মের দায়ভার আপনাদের নিতে হবে।
সংবাদ সংগ্রহকালীন নৌ মন্ত্রাণালয় থেকে বেনাপোল স্থলবন্দরে পরিদর্শনে আসা প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর এলাকায় অবস্থান করছে।
T.A.S / জামান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান
