মোহাম্মদপুরে কিশোর গ্যাং, চাঁদাবাজি মাদক নির্মূলে মতবিনিময় সভা

মোহাম্মদপুরে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক নির্মূলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি আয়োজন ছিলেন, মোঃ আলী কায়সার পিন্টু। শনিবার ২১ সেপ্টেম্বর বিকালে মোহাম্মদপুর বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, মাদক ছিনতাই চুরি রোধে এই আলোচনা সভা হয়। এসময় উপস্থিত নেতারা বলেন, আমাদের এলাকায় আর কিশোর গ্যাং, ছিনতাই চুরি, মাদক দেখতে চাই না। আমরা একটা সুষ্ঠ স্বাভাবিক সমাজ দেখতে চাই এর লক্ষ্যে সকলের একসঙ্গে কাজ করতে হবে। যেখানেই অন্যায়, কিশোর গ্যাং চুরি ছিনতাই, মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ-সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর এলাকার স্থানীয় বাসিন্দারা।
বিএনপি মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, প্রতিটি হাউজিং আপনাদের নিরাপত্তা কর্মী বাড়াতে হবে, প্রতিটি হাউজিং এলাকায় গেইট নির্মাণ করতে হবে, প্রতিটি দোকানীদের কাছে একটি করে বাঁশি রাখতে হবে যখনি দেখবেন কোনো দুষ্কৃতিকারী কাউকে ছিনতাই করছে, সবাই একসঙ্গে হয়ে প্রতিরোধ করবেন, মাদক বিক্রিতাদের আইনের হাতে তুলে দিবেন কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান। ওসি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ রয়েছি। আসুন দেশটাকে ভালোবেসে আমরা এগিয়ে যাই। এসময় তিনি আরো বলেন, প্রতিটি এলাকায় একটি করে কমিটি করেন, যে কমিটিতে নবীন প্রবীন সবাই থাকবে।যেখানেই কিশোর গ্যাং চুরি ছিনতাই হবে সেখানেই প্রতিরোধ করবেন, তবেঁ কাউকে মেরে ফেলবেন না।
আমরা আপনাদের পাশে আছি অন্যায়করীকে আইন শাস্তি দিবে দুষ্কৃতিকারীকে আইনের হাতে তুলে দিন। তিনি আরো বলেন, পুলিশের থানা ভাঙচুর কে করেছে? কোনো ভালো মানুষ করেনি, যাঁরা করেছে তারা সমাজের শত্রু তাদের কোনো দল নাই। যাঁরা রাজনীতিবিদ করে তারা কখনো থানা লুটপাট করে নাই। ওসি বলেন, আমরা আপনাদের সেবা করতে এসেছি। যতরাত হোক ফোন দিবেন আমরা প্রস্তুত আপনাদের সেবা দেওয়ার জন্য, জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চাই।
অনুষ্ঠানটি আয়োজন করেন আলী কায়সার পিন্টু। সহযোগিতায় ছিলেন,বছিলা সিটি ডেভেলপার্স, স্বপ্নধারা হাউজিং, শাহ্জালাল হাউজিং, গার্ডেন সিটি, ফিউচার হাউজিং এর সর্বস্তরের এলাকাবাসী ও সাধারণ জনগণ। এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদ ইসলাম বিএনপির নেতা এস এম আহমদ আলী, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম খান, মোহাম্মদপুর বিএনপি নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
জামিল আহমেদ / জামিল আহমেদ

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক
