ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

খানসামার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৪:৪৫

দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের ঘুষ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজে বসেই ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলন করে। 

সংবাদ সম্মেলনে লেলিন খান ও মঞ্জুরুল ইসলাম লিখিত বক্তব্য বলেন, অত্র কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম খান ঘুষ, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নিয়োগ বাণিজ্য করছেন। অধ্যক্ষ মোনায়েম খান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। তিনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ছত্রছায়ায় প্রত্যক্ষভাবে হোসেনপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এম কে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান করে উক্ত প্রতিষ্ঠানের সাইনবোর্ড দিয়ে এলাকায় ব্যাপক প্রচার করেন। উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হবে মর্মে প্রচার চালান। অধ্যক্ষের কথায় বিশ্বাস স্থাপন করে সহকারী শিক্ষক পদে আমাদের লেলিন খানের কাছ থেকে দুই লাথ, মঞ্জুরুল ইসলামের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়াও চাকরি দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে আরো প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা নেন।

পরবর্তীতে প্রতারণামূলকভাবে লেলিন খানকে হোসেনপুর ডিগ্রি কলেজের অফিস সহকারী পদে চাকরি দেয়ার কথা বলে স্থানীয় সাক্ষীদের সম্মুখে নগদ ৯ লাখ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন। উক্ত পদে লেলিনকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ প্রদান করেন। নিয়োগের  টাকা ফেরত না দিয়ে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে মর্মে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। 

হোসেনপুর ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন তার মনোনীত ব্যক্তিদের নিয়ে ম্যানেজিং কমিটি তৈরি করেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক লিটন রহমান লিটুকে চাকরি দিয়ে কলেজটিকে রাজনৈতিক অফিস হিসেবে ব্যবহার করেন। বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা-মোকদ্দমাসহ অর্থ আত্মসাৎ ও  প্রতারণার অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসিছিল। টাকা চাইতে গেলে অধ্যক্ষ দাম্ভিকতার সহিত বলেন, একটা টাকাও ফেরত দিব না।

এমতাবস্থায় অধ্যক্ষ প্রতারণাপূর্বক চাকরি প্রদানের কথা বলে আরো বিভিন্নজনের কাছ থেকে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও হোসেনপুর ডিগ্রি কলেজে বিভিন্ন পদে চাকুরি দেয়ার নাম করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলেজের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগসহ ২০১৪ সালে তথাকথিত জাতীয় নির্বাচনে এলাকার অনেককেই আসামি করার হুমকি দিয়ে জেলহাজত খাটিয়ে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিয়ে টাকার পাহাড় তৈরি করেন। উক্ত কলেজের জমি নবাব আলীর নিকট বন্ধক রেখে তিন লক্ষ টাকা ও পুকুর একজনকে লিজ প্রদান করেন। এছাড়া কলেজের ৮টি ল্যাপটপ অফিস হতে নিয়ে যান, যার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে দৃশ্যমান উদাহরণ হিসেবে অধ্যক্ষ মোনায়েম খানের দিনাজপুর শহরের গোলাপবাগ ও মির্জাপুরে দুটি বিল্ডিং আছে, যার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। 

এ বিষয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের সভাপতি মো. তাজ উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি। তার কাছে আমরা জানতে চাইলে তিনি স্থানীয় এক জামায়াত নেতার শরণাপন্ন হতে বলেন। কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি।

T.A.S / জামান

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত