বেনাপোল প্রভাতী সংঘ নিয়ে অপরাজনীতির চেষ্টা

দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের রেলস্টেশন রোডে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘের কার্যালয় নিয়ে অপরাজনীতির জোর চেষ্টা চালাচ্ছে একটি মহল। গত ২২ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে ছাত্রদল ও যুবদলকর্মীরা দখল নিয়েছে শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয়, যা অপরাজনীতির বিস্তারের কারণেই মূলত এই সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘ নিয়ে ভিন্ন খাতে নেয়া হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে বেনাপোলের সর্বমহল তীব্রভাবে প্রতিবাদ করেছে।
প্রভাতী সংঘের বর্তমান প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু জানান, সামাজিক ও সংস্কৃতিমনা মানুষের চেষ্টায় ১৯৭২ সালে বেনাপোল স্টেশন রোডে প্রভাতী সংঘ নামে একটি সামাজিক সংগঠন গড়ে ওঠে, যার রেজি. নম্বর ১০১/৭৬। সে সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাওসার আলী ও আতাহার আলী স্যারের সম্বন্বয়ে গঠিত কমিটি সংঘটি পরিচালনা করতেন। সর্বশেষ সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও মোস্তাফিজজোহা সেলিমের সম্বন্বয়ে গঠিত কমিটি প্রভাতী সংঘটি পরিচালনা করে আসছিলেন। ওই কমিটির মেয়াদও ২০১৮ সালে শেষ হয়েছে।
তিনি আরো জানান, বর্তমান সময়ে প্রস্তাবিত কমিটির সদস্যরা প্রভাতী সংঘের জরাজীর্ণ কার্যালয়টি সংস্কার করছেন এবং চলমান কাজের মধ্যেই সন্ধ্যার দিকে কমিটির সদস্যদের নিয়ে আমরা কার্যালয়ের সমনে বসে আড্ডা দেই। কিন্ত গত ২২ সেপ্টেম্বর সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘের কার্যালয় নিয়ে ছাত্রদল ও যুবদলকর্মীরা দখল নিয়েছে- শিরোনাম একটি সংবাদ দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রী মহল আমাদের প্রভাতী সংঘটি নিয়ে অপরাজনীতির চেষ্টা করেছে। এমন গুজব রটানোর ফলে আমাদের এলাকার মানুষের সামাজিকভাবে মানসম্মান ক্ষুণ্নসহ এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আমাদের প্রভাতী সংঘটি কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আগেও কখনো ছিল না। বর্তমানেও কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে না। এটা একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন মতাদর্শের মানুষ ও সমাজসেবীর সমম্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সংঘটি পরিচালনা করা হচ্ছে।
প্রভাতী সংঘের সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন জানান, কোনো একটি পক্ষ প্রাভাতী সংঘের নামে রাজনৈতীকভাবে দখল দেখিয়ে ফয়দা লোটার চেষ্টা করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বন্দরনগরী বেনাপোলে প্রাভাতী সংঘের কার্য়ালয়টি নতুন করে সংস্কার করা হচ্ছে, যা আগেও প্রভাতী সংঘের দখলে ছিল এবং এখনো প্রভাতী সংঘের দখলে আছে।
এ বিষয়ে শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা জানান, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আছে নেতাকর্মীরা কোনো দখল বাণিজ্য ও চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারবে না। আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী শার্শা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেভাবেই কাজ করে যাচ্ছেন। শার্শা উপজেলা বিএনপি, যুবদল বা ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ধরনের দখল বাণিজ্যের সাথে জড়িত নয়। একটি কুচক্রী মহল আমাদের সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের অপপ্রচারের চেষ্টা করছে।
এমএসএম / জামান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান
