আতংকের নাম মোহাম্মদপুর, কথায় কথায় খুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেনো মানুষ হত্যা নিত্যদিনে পরিণত হয়েছে। কিছুতেই থামছে না খুনখারাবি। একের পর এক ঘটনা ঘটেই চলছে। গত কয়েকমাসে বেশ কয়েকজন যুবক খুন হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। ছাড় পাচ্ছে না আওয়ামী, বিএনপির নেতারাও। সম্প্রতি ওয়ার্ড বিএনপির সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ওই নেতা।
মোহাম্মদপুরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বিভিন্ন এলাকায় ৩ মাসে চারজন খুন হয়েছে। (২৯ জুলাই) কামাল হোসেন, (১ সেপ্টেম্বর) বিল্লাল গাজী, (৪ সেপ্টেম্বরে) সনু, (১৭ সেপ্টেম্বর) শাহাদাত হোসেন, (২০ সেপ্টেম্বর) নাসির বিশ্বাস ও একই দিনে মুন্না নামে আরো এক যুবককে কুপিয়ে হত্যা করা হয় মোহাম্মদপুরে। শুধু সেপ্টেম্বর মাসেই ৪ জন খুন হন মোহাম্মদপুরে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি এলাকায় রয়েছে মাদকের আধিপত্য সেই থেকে ওই এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে এই সকল ঘটনা ঘটেই চলেছে।
রাজনীতিতে কার চেয়ে কে, এগিয়ে থাকবে এ নিয়ে চলে প্রতিযোগিতা, উঠতি বয়সী কিশোরদের ব্যবহার করে, তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে অপরাধের দিকে টানা হয়। ফলে কিশোররা হয়ে ওঠে বেপরোয়া, এমনই একাধিক কিশোর মিলে গঠন হচ্ছে কিশোর গ্যাং। প্রতিটি কিশোর গ্যাংয়র কাছে মজুদ থাকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং সংরক্ষণে থাকে আগ্নেয়াস্ত্র। কোন ঝামেলা হলে তারা ভাড়ায়ও কাজ করে থাকে। তাদের শক্তি একটাই স্থানীয় নেতাদের আর্শিবাদ। এই আশির্বাদ থাকলে তো আর কিছুই লাগে না।
এভাবেই মোহাম্মদপুর এলাকায় চলছে খুনখারাবি। ঘটনার পরপরই পুলিশ তাদের গ্রেফতারও করছে কিন্তু জামিনে এসে আবারো বেপরোয়া হয়ে উঠে একই কাজ বার বার করে থাকে। এদের মাথার উপর রয়েছে বড় ভাইদের হাত, জেল থেকে তাঁরাই ছাড়িয়ে আনেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তাঁরাই এদের সব ধরনের খরচ চালায়। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপি নেতা, ৩৩ নং ওয়ার্ড সভাপতি মান্নান হোসেন শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে ঢামেকে’র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ওই নেতা, সেদিন তার সাথে একই ওয়ার্ড ইউনিটের সভাপতি রিয়াজ হোসেনকেও কুপিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয়রা বলেন, আওয়ামী লীগের শাসনামলেও বিএনপির এই নেতাকে কেউ আঘাত করার সাহস পায়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাঁর সাথে কেনো এমন ঘটনা ঘটেছে এমন প্রশ্ন সবার মনে। বিগত ১ সেপ্টেম্বরে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এ রাতে বিল্লাল গাজী নামে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। ৪ সেপ্টেম্বর জেনেভা ক্যাম্পে সনু নামে যুবককে গুলি করে হত্যা। ১৭ সেপ্টেম্বর শাহাদাত হোসেন (২০) নামে যুবককে মোহাম্মদপুর তিন রাস্তার পাশে গ্রীন ভিউ হাউজিং এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। ২০ সেপ্টেম্বর মোহাম্মদপুর রায়েরবাজারে নাসির বিশ্বাস ও মুন্না নামে এই দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। ২৯ জুলাই ৩৩ নং ওয়ার্ড এর আওয়ামী লীগের নেতা কামাল হোসেনকে কাটাসুর তার বাসার সামনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় মামলাও হয়েছে মোহাম্মদপুর থানায়।
উচ্ছৃঙ্খল গণবিচার, মব জাস্টিস বা মব রুল বা মবোক্রেসি বা ওখলোক্রেসি একটি অবজ্ঞাসূচক শব্দ, যা সাধারণ জনগণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অধিকৃত সংখ্যাগরিষ্ঠতাবাদী ধরনের শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে গণতন্ত্র বা অন্যান্য বৈধ এবং প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার তুলনায় পুরো সমাজের প্রতিনিধিত্বশীল একটি নাগরিক প্রক্রিয়ার অভাব বা ক্ষতি বিদ্যমান থাকে। এটি হলো গণতন্ত্রের একটি অবক্ষয়িত রূপ, যেমনভাবে সাম্রাজ্যবাদ সর্বাতন্ত্রবাদ বা অভিজাততন্ত্র অলিগার্কিতে পরিণত হতে পারে। কখনও কখনও এটিকে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারের সাথে গুলিয়ে ফেলা হয়, কারণ উভয় শব্দ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
এই মব জাস্টিস থেকে উত্তরণের বিষয় জানতে চাইলে। এডভোকেট ওসমান গনী নোমান সকালের সময়কে বলেন, মব জাস্টিস থেকে উত্তরণের জন্য কিছু ব্যবস্থা গ্রহন করা যায়। যেমন- বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। দ্রুত মামলার নিষ্পত্তি তদন্তের স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত বিচার প্রক্রিয়া করতে হবে মানুষ যদি দেখে যে বিচার ব্যবস্থা দ্রুত এবং সঠিকভাবে কাজ করছে তাহলে এই পন্থা বেঁচে নেবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে সৎ নিষ্ঠাবান দয়ালু ঘুষ থেকে বিরত থাকা প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া প্রভাব মুক্ত করা অপরাধী ব্যক্তিকে দ্রুত সময়ে আটক করে কোর্টে প্রেরন করা।
গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। সামাজিক প্লাটফর্মগুলোকে নজরদারি’তে রাখা জেলা উপজেলা পরিষদ স্কুল কলেজ মাদরাসা ইউনিভার্সিটিসহ সমাজের বিভিন্ন স্থানে সচেতনতার বৃদ্ধির লক্ষে সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ লিপ্লেট বিতরন করা প্রচার অভিযান চালানো প্রয়োজন।
জামিল আহমেদ / জামান

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক
