ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৫৬

সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ওই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ভি-এইড রোডের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ‘রাসূলপ্রেমী তৌহিদী জনতা’। একই সময়ে ‘বিশ্ব মুসলিম জাতি’র ব্যানারে শহরের খানকাহ্ শরিফ মসজিদ মাঠ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল দুটিই জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সমাবেশে মিলিত হয়।বিক্ষোভকারী শিক্ষার্থী ও তৌহিদী জনতা মিছিলে ‘বিশ্বনবীর অপমান, রুখে দিবে মুসলমান’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মত’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ডিবি রোড, স্টেশন রোড ও সার্কুলার রোডসহ শহরের বিভিন্ন সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ওই কট্টর হিন্দুত্ববাদী নেতা।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ (সা.)-কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করে, তারা গোটা মুসলিম উম্মাহর দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না।

ভারতীয় পুরোহিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- রাসূলপ্রেমী তৌহিদী জনতার পক্ষে মাওলানা মূফতি এনামুল হাফিজ, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জোবায়েরসহ অন্যরা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে জাওয়াত, সিফাত মণ্ডল, রাফি, সিয়ন, রাফিনসহ অনেকে বক্তব্য দেন।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান