সিংড়ায় ফিলিপাইনের আখ চাষে সফল তরুণ উদ্যোক্তা সাগর
পরের জমি লিজ নিয়ে কখনো ধান, কখনো গম-ভুট্টা আবার কখনো সবজি চাষ করে তেমন লাভের মুখ দেখতে না পেলেও এবার এলাকায় প্রথমবারের মতো ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের আখ চাষ করে সফল হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার সাগর নামে এক তরুণ কৃষি উদ্যোক্তা। এক বিঘা জমি থেকে ১ লাখ ৪০ হাজার টাকার আখ বিক্রি করেছেন তিনি। এতে খরচ বাদে তার লাভ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। তার এমন সফলতা দেখে আখ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। ২৮ বছর বয়সী ওই তরুণ কৃষি উদ্যোক্তার বাড়ি সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমা এলাকায়।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইনের রঙ কিছুটা কালো খয়েরি। দেশীয় আখের মতো হলেও রয়েছে বেশকিছু ভিন্নতা। এ আখের কান্ড নরম, রসের পরিমান বেশি, মিষ্টিও বেশি। লম্বায় সাধারণত ১২ থেকে ১৬ ফুট হয়ে থাকে। জৈবসার আর গোড়ায় পানি রাখলেই দ্রুতই বেড়ে ওঠে। কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। তুলনামুলক কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন এ জাতের আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
সরেজমিন সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমার বালু চরের মাঠে কৃষি উদ্যোক্তা সাগরের জমিতে গিয়ে দেখা যায়, চারদিকে বর্ষাকালীন রোপা আমন ধানের মাঝে এক বিঘা জমিতে শোভা পাচ্ছে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের লম্বা আখ। এ জমির প্রায় ৯০ শতাংশ আখ ইতোমধ্যে বিক্রি করেছেন তিনি।
উদ্যোক্তা সাগর জানান, আমার নিজের কোনো জমি নাই। তিন বছরের জন্য ৬৫ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি লিজ নিয়ে আখের চাষ করেছি। সেই হিসাবে প্রতি বছর ২২ হাজার টাকা লিজ খরচসহ অন্যান্য খরচ হয়। এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার টাকার আখ বিক্রি করেছি। এতে খরচ বাদে আমার আয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। এখনো ১৫ হাজার টাকার আখ বিক্রির আশা করছি।
তিনি জানান, আখ চাষে প্রথম বছর চারা রোপণ বাবদ খরচ বেশি পড়ে। তাই প্রথম বছর লাভের হিসাবটাও হয় কম। জমিতে একবার চারা রোপণ করলে তিন বছর ফসল পাওয়া যায়। সেই হিসাবে আগামী দুই বছরে কম খরচে লাভের হিসাবটা হবে বেশি। এ কারণেই এ জমি থেকে তিন বছরে গড়ে ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
সাগর আরো জানান, আখ চাষের আগে ধান, গম, ভুট্রা ও নানা রকম সবজি চাষ করে তেমন লাভ করতে পারেননি। গত বছর নাটোরের গুরুদাসপুর থেকে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইনের চারা সংগ্রহ করে এ জমিতে রোপণ করি। জমিতে আমার বাবাই সময় দেন বেশি। আগামীতে জমির পরিমাণ আরো বাড়াবেন বলে জানান তিনি।
এদিকে প্রথম বছরেই সাগরের এমন সফলতা দেখে আখ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। অনেকেই আসছেন তার জমিতে। নিচ্ছেন পরামর্শ। সাগরের কাছ থেকে এ জাতের চারা নিয়ে আখের চাষ শুরু করেছেন কেউ কেউ।
উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানান, আখ চাষের জন্য নাটোর জেলা বিখ্যাত হলেও সিংড়া উপজেলায় তুলনামূলক এ ফসল চাষের চাহিদা কম। এ বছর এই উপজেলায় ১৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করছে। আশা করছি আখচাষিরা লাভবান হবেন।
এমএসএম / জামান
টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের ব্যতিক্রমী মতবিনিময় সভা
মেহেরপুরে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ যুবকের তিন মাসের কারাদণ্ড
মৌলভীবাজার-১ আসনে 'শাপলা কলি' নিয়ে নির্বাচনে লড়বেন এনসিপির তামিম
সাতকানিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১
বকশীগঞ্জে অসুস্থ তিন সন্তানের জননীর খোঁজ নিলেন ইউএনও শাহ জহুরুল হোসেন
মুকসুদপুরে চলমান জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা
বরগুনায় ঝুঁকিপূর্ন ভবনে আতঙ্কিত অবস্থায় শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা
১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক