বেনাপোলে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ ফেব্রিক্স আটক
যশোরের বেনাপোল স্থলবন্দরের ১৭নং পণ্যাগার হতে শেড ইনচার্জ মতিনুল হকের যোগসাজশে শুল্ক ফাঁকি চেষ্টায় পণ্য পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেব্রিক্স জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র বেনাপোল স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তার সাথে যোগসাজশে কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভারত হতে পণ্য আমদানি করে ও বিশেষ সুবিধায় বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দাদের ম্যানেজ করেই দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বন্দরের ১৭নং শেড হতে বাংলাদেশি খুলনা মেট্রো ট-১১-২১৬৭ নাম্বার ট্রাকে পণ্য লোডকালীন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরীর নেতৃত্বে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা চালানটি জব্দ করেন। ওই চালানে শার্টে রপিস, থ্রিপিস, শাড়ি ও প্যান্টের পিস রয়েছে বলে জানা গেছে। সংবাদ লেখাকালীন কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত মালামালের ওজন নির্ধারণের কাজ চলছিল।
অভিযুক্ত শেড ইনচার্জ মতিনুল জানান, সোমবার সকালে মিয়াম সিঅ্যান্ডএফ এজেন্টের আব্দুল্লাহ নামে একজন বর্ডারম্যান পরিচয়ে আমার উপস্থিতিতে পণ্যাগারে কাস্টমস কর্তৃক জব্দকৃত চালানটি ঢোকান। চালানটি এন্ট্রির পূর্বেই বাংলাদেশি ট্রাকে লোডরত অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। গণমাধ্যমকর্মীদের জব্দকৃত পণ্যের চালান সম্পর্কের বিষদ জানাতে তিনি অনীহা প্রকাশ করেন।
কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বেনাপোল স্থলবন্দরের পণ্য চালান আটকের সত্যতা নিশ্চিত করে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলাম জানান, ইতোমধ্যে তিনি পণ্যাগারটি পরিদর্শন করেছেন ও কাস্টমস কর্তৃপক্ষ মাল গণনার কাজ করছে। সাংবাদিকদের তথ্য দিতে অনীহা ও নিয়মবহির্ভূত কাজে শেড ইনচার্জ জড়িতের প্রশ্নে তিনি বলেন, এহেন কাজের দায়ভার শেড ইনচার্জ কোনো ভাবেই এড়াতে পারেন না।
উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলামের দায়িত্ব পালনকালীন থেকে স্থলবন্দরে চাঁদাবাজি, পণ্য চুরি, ঘোষাণাবহির্ভূত আমদানি পণ্য পাচার কার্যক্রম বহুগুণ বেড়ে যায়। কিছুদিন পূর্বে শেড ইনচার্জ তাপস স্থলবন্দরের ২২নং শেড হতে ২২ লাখ টাকার কেমিক্যালপণ্য পাচারপূর্বক বিক্রি করেছেন বলে নিলাম ক্রেতা অভিযোগ জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সরকার পতনের পর হতেই বেনাপোল স্থলবন্দর এলাকায় সরকারি রাজস্ব ফাঁকিতে জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠেছে।
বন্দরের বিভিন্ন পণ্যের শুল্ক ফাঁকি রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চৌকস কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির কারণে বেনাপোল স্থলবন্দরে অনেক বড় শুল্ক ফাঁকির চালান আটক হচ্ছে। যেখানে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও বিজিবি বা বিএসবি- এ ধরনের শুল্ক ফাঁকির চালান আটক করতে অক্ষম, সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা সক্ষম হচ্ছেন বা সফলতা দেখাচ্ছে এবং রাষ্ট্রের চালিকাশক্তি রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা পালন করছেন।
এমএসএম / জামান
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ
লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক
শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া
ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর