ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বেনাপোলে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ ফেব্রিক্স আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩০-৯-২০২৪ রাত ৯:২৭

যশোরের বেনাপোল স্থলবন্দরের ১৭নং পণ্যাগার হতে শেড ইনচার্জ মতিনুল হকের যোগসাজশে শুল্ক ফাঁকি চেষ্টায় পণ্য পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেব্রিক্স জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র বেনাপোল স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তার সাথে যোগসাজশে কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভারত হতে পণ্য আমদানি করে ও বিশেষ সুবিধায় বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দাদের ম্যানেজ করেই দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বন্দরের ১৭নং শেড হতে বাংলাদেশি খুলনা মেট্রো ট-১১-২১৬৭ নাম্বার ট্রাকে পণ্য লোডকালীন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরীর নেতৃত্বে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা চালানটি জব্দ করেন। ওই চালানে শার্টে রপিস, থ্রিপিস, শাড়ি ও প্যান্টের পিস রয়েছে বলে জানা গেছে। সংবাদ লেখাকালীন কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত মালামালের ওজন নির্ধারণের কাজ চলছিল।

অভিযুক্ত শেড ইনচার্জ মতিনুল জানান, সোমবার সকালে মিয়াম সিঅ্যান্ডএফ এজেন্টের আব্দুল্লাহ নামে একজন বর্ডারম্যান পরিচয়ে আমার উপস্থিতিতে পণ্যাগারে কাস্টমস কর্তৃক জব্দকৃত চালানটি ঢোকান। চালানটি এন্ট্রির পূর্বেই বাংলাদেশি ট্রাকে লোডরত অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। গণমাধ্যমকর্মীদের জব্দকৃত পণ্যের চালান সম্পর্কের বিষদ জানাতে তিনি অনীহা প্রকাশ করেন।

কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বেনাপোল স্থলবন্দরের পণ্য চালান আটকের সত্যতা নিশ্চিত করে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলাম জানান, ইতোমধ্যে তিনি পণ্যাগারটি পরিদর্শন করেছেন ও কাস্টমস কর্তৃপক্ষ মাল গণনার কাজ করছে। সাংবাদিকদের তথ্য দিতে অনীহা ও নিয়মবহির্ভূত কাজে শেড ইনচার্জ জড়িতের প্রশ্নে তিনি বলেন, এহেন কাজের দায়ভার শেড ইনচার্জ কোনো ভাবেই এড়াতে পারেন না।

উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলামের দায়িত্ব পালনকালীন থেকে স্থলবন্দরে চাঁদাবাজি, পণ্য চুরি, ঘোষাণাবহির্ভূত আমদানি পণ্য পাচার কার্যক্রম বহুগুণ বেড়ে যায়। কিছুদিন পূর্বে শেড ইনচার্জ তাপস স্থলবন্দরের ২২নং শেড হতে ২২ লাখ টাকার কেমিক্যালপণ্য পাচারপূর্বক বিক্রি করেছেন বলে নিলাম ক্রেতা অভিযোগ জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সরকার পতনের পর হতেই বেনাপোল স্থলবন্দর এলাকায় সরকারি রাজস্ব ফাঁকিতে জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। 

বন্দরের বিভিন্ন পণ্যের শুল্ক ফাঁকি রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চৌকস কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির কারণে বেনাপোল স্থলবন্দরে অনেক বড় শুল্ক ফাঁকির চালান আটক হচ্ছে। যেখানে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও বিজিবি বা বিএসবি- এ ধরনের শুল্ক ফাঁকির চালান আটক করতে অক্ষম, সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা সক্ষম হচ্ছেন বা সফলতা দেখাচ্ছে এবং রাষ্ট্রের চালিকাশক্তি রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা পালন করছেন। 
 

এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ