মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা
বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা দায়ের হয়েছে। অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনপরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আইন অনুযায়ী সীমানা নির্ধারণ ব্যতীত অনুষ্ঠান না করার নির্দেশনা দিয়েছে বাগেরহাট জেলা সিনিয়র সহকারী জজ আদালত। নিশানাড়িয়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু গত ৯ মে বাগেরহাট জেলা সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন, যার নং-দেওয়ানি ৮৬/২০২১। মামলায় বিবাদী করা হয়েছে বাগেরহাট জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার এবং মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সিনিয়র সহকারী জজ আদালত গত ২২ আগস্ট এ আদেশ দেয়।
মামলার বিবরণে বলা হয়েছে, মোড়েলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ধানসাগর গ্রামে ৩নং ওযার্ডের সীমানা নির্ধারণপূর্বক গেজেট প্রকাশের পূর্বেই উক্ত ইউনিয়নের নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসএ রেকর্ডের ম্যাপ অনুযায়ী ধানসাগর মৌজায় ৬নং সিটের ম্যাপে নিশানবাড়িয়া ইউনিয়নের প্রায় ২৭ একর ফসলি জমি এসএ ৩৯৪২, ৩৯৪৪, ৪৬৪১, ৩৯৪০, ৩৯৪৬, ৩৯৫২, ২১২৩, ৩৯৫০-সহ একাধিক দাগে জমি চূড়ান্ত নিষ্পত্তি না করে দেড় শতাধিক ভোটার কেটে নেয়া হয়েছে সীমানন্তবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে। মামলার বাদী ইউপি চেয়ারম্যান তার নিজ ইউনিয়নের সীমানা নিষ্পতির দাবি করেন।
এদিকে, সরেজমিন ধানসাগর গ্রামের স্থানীয় বাসিন্দা কৃষক রতন কুমার বেপারী (৫০), তার বৃদ্ধ মাতা আরতি রানী(৮০), হারুন হাওলাদার (৫০), কাদের গাজী (৬০), মজিবর হাওলাদার (৬২), সুলতান হাওলাদার (৬৫), উত্তম বেপারী (৫০), নাসির হাওলাদার (৫২), জাফর ফরাজী (৫৫), মনির গাজী (৫২), নুর ইসলাম হাওলাদার (৫২), মজিবর হাওলাদার(৫৩), শাহ আলম হাওলাদার (৬৬)-সহ একাধিক বাসিন্দা জানান, ১৫-২০ বছর পূর্বে তারা নিশানবাড়িয়া ইউনিয়নের ভোটার ছিলেন। ২-৩ বার ভোট দিয়েছেন তারা। ২০০৭ সালের দিকে তৎকালীন দুই ইউনিয়নের টানা-হেঁচড়া ও ইউনিয়ন পরিষদের কোনো সহযোগিতা না পাওয়ার কারণে তাদের ভোটার কেটে নিয়ে যায় ধানসাগর ইউনিয়নের তখনকার চেয়ারম্যান। এখন তারা ধানসাগর ইউনিয়ন পরিষদের তাদের খানার ট্যাক্স দিচ্ছেন এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
এ সর্ম্পকে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ধানসাগর গ্রামের ম্যাপ অনুযায়ী ২৭ একর ফসলি জমি, দেড় শতাধিক ভোটার, ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের জমি, জহুর আলী বাজার, স্থানীয় জামে সমজিদ নিয়মবহির্ভূতভাবে ১৫-২০ বছর পূর্বে কর্তন করে নিয়েছে শরণখোলার ধানসাগর ইউনিয়ন। এখনো ওই বাসিন্দারা তাদের ফসলি জমির খাজনা প্রদান করছেন নিশানবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে। জমি বিক্রয়ে দলিল রেজিস্ট্রি করতে হচ্ছে মোড়েলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে। অথচ তাদের হোল্ডিং ট্যাক্স নিচ্ছে ধানসাগর ইউনিয়ন পরিষদ। মামলার আবেদনটি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশের দাবিতে করছেন এ মামলা তিনি।
এ বিষয়ে সীমান্তবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হোসেন টিপু বলেন, ধানসাগর গ্রামের কিছুসংখ্যক বাসিন্দা ভোটার হয়েছে তার ইউনিয়নে। নির্দিষ্ট করে তাদের সংখ্যা কত তা তিনি বলতে পারছি না। ইতিপূর্বে এসব ভোটার নিশানবাড়িয়া ইউনিয়নের ভোটার ছিলেন কি-না তিনি তা অবগত নন। তৎকালীন চেয়ারম্যানই বিষয়টি ভালো বলতে পারবেন।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ বলেন, জেলার সিনিয়র সহকারী জজ আদালত থেকে নির্দেশনার কপি পেয়েছি। তাৎক্ষণিক কপিটি ঢাকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নিশেধাজ্ঞার কপি পেয়েছেন। জবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। উচ্চ আদালতে আপিল কবরেন বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ