ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই : ভিপি নুর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৭:১১

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,  আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিকল্পিতভাবে রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে। আমরা মনে করি, গর্ভবতী মায়েদের গর্ভবতী হওয়া থেকে শুরু করে মানসম্মত খাবার সুষম খাদ্য রাষ্ট্রকে একটি ভর্তুকি দেয়া উচিত, যাতে মেধাবী শিশুর দুনিয়ায় আগমন ঘটে। মেধাবী শিশুর জন্ম হলেই আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। 

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি শ্রমিক অধ্যুষিত গাজীপুর, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন এলাকা  অস্থির হয়ে উঠছে। আমরা পরিষ্কার করে বলি, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদ লড়াই করেছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণধিকার পরিষদের এ লড়াই অব্যাহত থাকবে। ন্যূনতম মজুরি কিংবা জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত গণধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ লড়াই করে যাবে।

নুর বলেন, যখন চট্টগ্রামে তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়। ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে লাঠিচার্জ করা হয়। শ্রমিকদের আন্দোলনকে ব্যাহত করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হয়। আমরা তার প্রতিবাদে গণ অধিকার পরিষদ পাশে দাঁড়িয়েছি। আগামীতেও শ্রমিকদের যে কোনো ন্যায়সঙ্গত দাবি আদায়ে শ্রমিক অধিকার এবং গণ অধিকার পরিষদের আমরা অগ্রভাগে থাকব- শ্রমিক ভাই-বোনদের আমরা এই কথাটুকু বলতে পারি।

তিনি বলেন, একই সাথে এই যে ৪৫ থেকে ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস সেক্টর ভিয়েতনাম ও ভারতসহ যারা বাংলাদেশের প্রতিনিধি বিশেষ করে স্বৈরাচার ও তার দোসরা এই রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার পাঁয়তারা করছেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। কাজেই আমার শ্রমিক ভাই-বোনদের প্রতি অনুরোধ থাকবে, কারো উস্কানিতে পা না দিয়ে মিল-কলকারখানায় কোনো বিশৃঙ্খলা করবেন না। কোনো ধরনের আন্দোলন করে শিল্প-কলকারখানা বন্ধ করবেন না। আপনাদের যদি কোনো দাবি থাকে আপনারা ঢাকা কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের কার্যালয়ে যোগাযোগ করবেন। দাবি আদায়ে রাজপথে থাকব। আলোচনার মাধ্যমে সমাধানও করব। 

তিনি আরো বলেন, আপনাদের ভুলে গেলে চলবে না, সবেমাত্র দুই মাস হয়েছে ছাত্র-জনতা গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিষ্ট শাসকদের পদত্যাগ ঘটিয়েছে। এই ফ্যাসিবাদী শাসকরা গত দেড় দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। তাই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে, বাংলাদেশকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্টসসহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে। 

আমরা পরিষ্কারভাবে বলছি, গার্মেন্টসের শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ২০ হাজার টাকা অত্যন্ত যৌক্তিক দাবি। গার্মেন্টসসহ অন্যান্য শ্রমজীবী মানুষরা ওভারটাইমের জন্য যে টাকা দাবি করছেন, তা যৌক্তিক। অতিরিক্ত কাজ করালে মানসম্মত নাস্তা দেয়া যৌক্তিক দাবি। 

শ্রমিকদের চিকিৎসার বিষয়ে ভিপি নুর বলেন, আমাদের শ্রমজীবী মানুষ চিকিৎসা পায় না। ঢাকা মেডিকেলের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। পিজিতে একটি সিটও পাওয়া যায় না, বেসরকারি হাসপাতালে সবাই চিকিৎসা নিতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলব বাংলাদেশে ৫৩ বছরে আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্রর পুনর্গঠন করুন। 

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদের সঞ্চালনায় জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক