জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল হয়েছে। সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে করা মামলা প্রত্যাখ্যান করার দাবিতে মোহাম্মদপুর রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের সামনে আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিল করেন ২৯ নং ওয়ার্ড শ্রমিক দল।
গত ২২ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয় সেই মামলায় ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে সেখানে দেখা যায় ৬ নম্বর আসামী করা হয়েছেন ইমামুল হাসান হেলালকে।, তার বিরুদ্ধে মামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত বক্তরা বলেন, আমাদের নেতা হেলান ভাই দীর্ঘদিন জেলে ছিলেন, তার জীবনের অর্ধেক সময়ই জেলে কাটিয়েছেন সে কখনো এমন ঘৃণিত কাজ করতে পারে না।
শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাঁরা প্রকৃতি খুনি তাদের আইনের আওতায় এনে বিচার করা হউক। আর সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসানকে এই মিথ্যা মামলা থেকে ২৪ ঘন্টার মধ্যে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হউক। আর তা না হলে শ্রমিক দলের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করবে।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু ও হেমায়েত গাজী। আরো উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড ৩১ নং ওয়ার্ড ৩৩ নং ওয়ার্ড ৩৪ নং ওয়ার্ড ও ৩২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এসময় আরো উপস্থিত ছিলেন থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহীম, মোঃ জাহাঙ্গীর, মোঃ সোবহান, মোঃ ওমর, রাজু আলি, ও অন্যানো নেতৃবিন্দৃ।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনা ঘটে, সেই ঘটনায় ইমামুল হাসান হেলালসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদপুর থানায়, এর মধ্যে অন্যান্য আসামিরা হলেন রাহুল (২২), শাহরুখ(২৩), রয়েল(২৫),পারভেজ, ইমন ওরফে এ্যালেক্স ইমন (২৭)।
উপস্থিত বিএনপির নেতারা আরো বলেন, এই হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী কয়েকদিনের মধ্যে মামলা থেকে হেলালের নাম প্রত্যাহার করা হউক।
জামিল আহমেদ / এমএসএম

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক
