ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপারের সামাজিক যোগাযোগমাধ্যম 'ফেসবুক' ব্যবহারকারী বাসিন্দারা তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। এতে উত্তরবঙ্গের তিস্তাপারের বিভিন্ন জেলার ফেসবুক ব্যবহারকারীরাও সাড়া দিয়ে তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফেসবুক প্রোফাইল পরিবর্তন করেন তিস্তাপারের বাসিন্দা তরুণ লেখক ও সংগঠক মো. হাবিবুল্লাহ্ সরকার। তার দেখাদেখি তিস্তাপারের বাসিন্দাদের মাঝে ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তনের হিড়িক পড়ে যায়। 

পরিবর্তন করা পিকচারে লেখা হয়- 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, তিস্তা বাঁচলে দেশ বাঁচবে’। পাশাপাশি ক্যাপশনে উত্তরাঞ্চলের বিভিন্ন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবিও উত্থাপন করা হয়। 

ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করা কয়েকজন জানান, আমরা তিস্তাপাড়ের বাসিন্দা। আমরা রিলিফ চাই না, তিস্তা নদীর খনন চাই। মঙ্গার হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে। তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা তীরবর্তী ৫টি জেলার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রা। কিন্তু একটি চক্র এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আমাদের ফেসবুক প্রোফাইলে পিচকার পরিবর্তন করেছি।

কারমাইকেল সরকারি কলেজের শিক্ষার্থী ও তিস্তাপারের বাসিন্দা আদিল আশরাফেল আদিব তার ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন উত্তরবঙ্গের জন্য সময়ের দাবি।'

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. নুর আলম মিয়া (জেনএন নুর)। পিছিয়ে পড়া উত্তরবঙ্গের নানা বৈষম্য নিরসনের জন্য আক্ষেপ করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'পুতিন স্টাইলে বলব নাকি, যে দেশের মানচিত্রে রংপুরের অস্তিত্ব নেই, সে দেশের মানচিত্রের কোনো প্রয়োজন নাই! হা হা হা! না ভাই, আমরা সব সময়ই সরল মানুষ। শুধু আমাদের এই দরিদ্র অঞ্চলে একটু উন্নয়ন চাই। দুটো খেয়েপরে বেঁচে থাকতে চাই।'

হঠাৎ করে প্রোফাইল পিকচার পরিবর্তন করা প্রসঙ্গে তরুণ লেখক ও সংগঠক মো. হাবিবুল্লাহ্ সরকার বলেন, “আমাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়ন হলে উত্তরবঙ্গে বিরাট একটা পরিবর্তন হবে। সেই সাথে তিস্তাপারের মানুষের জীবনযাত্রার যে কষ্ট সেটি থেকে তারা রেহাই পাবে। সেই সাথে  বারবার বন্যা হয়ে যে প্রায় এক হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়, সেটি থেকে দেশ বাঁচবে। ফলে উত্তরাঞ্চল হবে একটি চাষাবাদযোগ্য অঞ্চল। কিন্তু এটা হবে হবে করেও হচ্ছে না, আমরা ছোটকাল থেকে শুনে আসছি এটা হবে সেটা হবে। দীর্ঘকাল পেরিয়ে গেলেও উত্তর জনপদের তিস্তা অববাহিকার বাসিন্দাদের প্রাণের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন' হচ্ছে না। ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রাণের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়ন চাই।”

তিনি আরো বলেন, 'যতদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো সুরহা হবে না, ততদিন আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করব না।'

তিস্তাপারের বাসিন্দা, সাংবাদিক ও সংগঠক সুদীপ্ত শামীম বলেন, ‘তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদীর প্রতি বিশেষ নজর দেয়া উচিত। কারণ এর সঙ্গে আরো ২২টি উপনদী রয়েছে। কিন্তু সঠিকভাবে সমীক্ষা না করার কারণে উপনদীগুলো মরে যাচ্ছে। তিস্তা তার অস্তিত্ব হারাচ্ছে প্রতিনিয়তই। অবিলম্বে তিস্তার সুরক্ষার জন্য পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।'

তিনি আরো বলেন, ফেসবুক প্রোফাইলের পিকচার পরিবর্তন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো একটি ব্যতিক্রমী প্রতিবাদ। তিস্তাপারের ফেসবুক ব্যবহারকারীদের সবার প্রোফাইল পিকচার পরিবর্তন করা উচিত।'

T.A.S / জামান

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভোগান্তিতে দুমকীর জনসাধারণ

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড

রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়