ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বাসা থেকে দেশীয় অস্ত্রসহ দুইটি পিস্তল উদ্ধার

বেদেনা ও তার ছেলের ত্রাসের রাজত্বের অবসান


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৪৫

রাজধানীর  পশ্চিম ধানমণ্ডি এলাকার মাদক ব্যাবসায়ী ও মহিলা সন্ত্রাসী হিসেবে পরিচিত বেদেনা।তার দুই ছেলে ও এক মেয়েসহ পুরো পরিবার সন্ত্রাসী সাম্রাজ্যে হিসেবে এলাকায় ব্যপক পরিচিতি ছিলেন বলে জানান স্থানীয়রা।(শনিবার  ৫ সেপ্টেম্বর) রাতে এঁদের বাসায় পুলিশ অভিযনে অগ্নেয় অস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বেদেনার পুরো এলাকা জুড়ে ছিল তাদের আধিপত্য। বেদেনার দুই ছেলে শাকিল ও শান্ত হোসেনের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তাদের বিপক্ষে কেউ কথা বললে  দিতে হতো চরম মূল্য। নির্যাতন ও ভুয়া মামলায় দিয়ে করা হতো এলাকা ছাড়া।  নেওয়া হত নিজ বাসার তিন তলায় বিশেষ টর্চার সেলে। ইলেকট্রিক শক দিয়ে করা হতো অমানবিক নির্যাতন। রেহাই পাননি জামায়াত-বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক,সদস্যরা এমনকি নিজ দলের নেতাকর্মীরাও। (গত ৫ অক্টোবর শনিবার) ধানমন্ডি থানার ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয় বেদেনার ছেলে শাকিল, পরে রাতে তার বাসায় অভিজান চালায় হাজারীবাগ থানা পুলিশ। 

অভিজানে উদ্ধার করা হয় দেশীয় ধারালো অস্ত্রসহ ২ টি পিস্তল। স্থানীয়দের অভিযোে বলেন,, টানা ১যুগের বেশী ধরে বেদেনার দাপট দেখেছেন পশ্চিম ধানমণ্ডি মধুবাজার এলাকার আক্তার হোসেন রোডে। এলাকাবাসী ও সাধার মানুষ বলেন, মা মে ও দুই ছেলেদের সন্ত্রাসী বাহিনীর নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। খুনের অভিযোগও কম নয়। তবে অনেক মামলা নিজ ক্ষমতায় গায়েব করে ফেলতেন বেদেনা।

সরেজমিনে গিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ওপর ভর করে এতো দূর এলেও রেহায় পাননি তার নির্যাতন থেকে সাধারণ মানুষ। 

অনুসন্ধানে জানা যায়, তৎকালীন ধানমণ্ডি জোনের এসি কাফি ও প্রশাসনের সাথে ব্যাপক যোগাযোগ ও গোপন সম্পর্ক ছিল বেদেনার। বিশেষ করে প্রশাসনিক ক্ষমতার বল প্রয়োগ করে ভুয়া মামলায় ফাসিয়েছেন অন্তত শতাধিক মানুষকে।

জমি ও বাড়ি দখলসহ, নিজের দখলে নিয়েছেন পুরো এলাকার মাদকের নেটওয়ার্ক ইন্টারনেট ডিশ লাইন ব্যাবসা। আগামী কাউন্সিলর নির্বাচনে নিজের মেয়েকে ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রচরণাতেও দেখা যায়। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে তাদের সেই ত্রাসের রাজত্বের অবসান হয়েছে। এতদিন ভয়ে মুখ না খুললেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বেদেনা ও তার ছেলের বেপরোয়ার কর্মকাণ্ডের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী।

এবিষয় হাজারীবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সকালের সময়কে বলেন , ধানমন্ডি থানার একটি রিকোজিশন ছিলো যে, যুবলীগ নেতাকে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

ওই যুবলীগ নেতার নাম শাকিল। ধানমন্ডি থানা জিজ্ঞেসা করলে জানতে পারে তার বাসায় অগ্নেয় অস্ত্র সহ দেশীয় অস্ত্র রয়েছে এরপর হাজারীবাগ থানা-পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে দু'টি পিস্তল সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এবিষয়ে 
ওসি আরো বলেন, যুবলীগ নেতা শাকিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধানমন্ডি এলাকায় ছাত্রদের উপর হামলা চালায় যাঁর প্রমাণ রয়েছে পুলিশের হাতে। তার বাসা থেকে দু'টি অগ্নেয় অস্ত্র সহ দেশী অস্ত্র উদ্ধার হয়, এর মধ্যে চাপাটি ছুরি দা চাকু এবং বেশকিছু দেশীয় অস্ত্র। 

এমএসএম / এমএসএম

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়