স্কুল-শিক্ষক সবই আছে, নেই শুধু শিক্ষার্থী

বিদ্যালয়ের কাগজ-কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে নেই। দুই শ্রেণিকক্ষে শূন্য শিক্ষার্থী। তবুও ৬ জন শিক্ষক নিয়মিত বেতন-ভাতা তুলছেন। আর স্কুল মাঠ যেন গোচারণভূমিতে পরিণত হয়েছে। এমনই চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সরেজমিন সোমবার (৭ অক্টোবর) দুপুরে অনুসন্ধানে এমনই চিত্র উঠে আসে। স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্টদের উদাসীনতায় এমন চিত্র বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। এ সময় দেখা যায়, অফিস ও শ্রেণিকক্ষ অগোছালো ও অপরিষ্কার।
এদিন স্কুলে গিয়ে দেখা যায়, সুসজ্জিত সীমানা প্রাচীর ও মূল গেট দিয়ে প্রবেশ করতেই স্কুলে সুনসান নীরবতা। নেই শিক্ষার্থীদের কোনো কোলাহল। স্কুলের ভেতরে প্রবেশ করে দেখা শুধু চতুর্থ শ্রেণির ক্লাসরুমে মাত্র চারজন শিক্ষার্থী উপস্থিতি। তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাসরুম শূন্য। তবে আমাদের উপস্থিতি বুঝতে পেরে স্কুলের শিক্ষকরা তাড়াহুড়া করে শিক্ষার্থী হাজিরা খাতায় উপস্থিতি লিখে দেন। এতে দেখা যায় ৮ অক্টোবর (মঙ্গলবার)-এর দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায়ও শতভাগ উপস্থিতি লিখে দেয়া।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত চলতি বছরে এই বিদ্যালয়ে প্রাক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খাতা-কলমে শিক্ষার্থী সংখ্যা ৯০ জন ও শিক্ষক সংখ্যা ৬ জন। কিন্তু বাস্তবে এর চিত্রভিন্ন।
জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রাক ও দ্বিতীয় শ্রেণির ক্লাস এবং ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তৃতীয়-পঞ্চম শ্রেণির ক্লাস হয়। কিন্তু এদিন প্রথম শিফটের স্কুল খাতা-কলমে উপস্থিতি শতভাগ থাকলেও উপস্থিতির অবস্থা ছিল নাজুক।
তবে সহকারী শিক্ষকরা জানান, কয়েকজন শিক্ষার্থী স্কুলে এসেছিল কিন্তু দীর্ঘ সময় বিদ্যালয়ে উপস্থিত থেকেও এর সত্যতা দেখাতে পারেননি শিক্ষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, অন্য ক্লাসের শিক্ষার্থীরা আজ স্কুলে আসেনি। প্রায় প্রতিদিনই স্কুলে উপস্থিতি এমনই থাকে।
বিদ্যালয়ের পাশেই বাড়ি হওয়ায় প্রায় সময়ই প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকেন। তিনি নিজেও বলতে পারেন না বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী উপস্থিত হয়। এ বিষয়ে বাসুলী তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম অনুপস্থিতির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, কিন্ডারগার্টেনসহ নানাবিধ কারণে উপস্থিতি কম।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়া বলেন, এই উপজেলায় নতুন যোগদান করেছি। এখনো ওই স্কুল পরিদর্শন করতে পারিনি। তাই এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারছি না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন
