ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কেশবপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের পূজামণ্ডপ পরিদর্শন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:২৬

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎউৎসব শারদীয়ার দুর্গাপূজা। এ উপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিদর্শনের সময় সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। এরপর তিনি ভেরচি নিমতলা মহাশশ্মান মণ্ডপ ও চুকনগর বাজারের সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন।

অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য কেশবপুরের কৃতী সন্তান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের নিউজ এডিটর এসএম রাশিদুল ইসলাম কেশবপুর শহরের কেন্দ্রীয় কালীমন্দির দুর্গামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন। শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন, মঙ্গলকোট ইউনিয়নের ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তা্র সফরসঙ্গী ছিলেন- জামায়াতে ইসলামীর ইউনিয়ন পেষাজীবী সভাপতি সাজ্জাত হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক তাজাম্মুল ইসলাম, কেশবপুর পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন সভাপতি মাওলানা মশিয়ার রহমান, ইউনিয়ন পেষাজীবী সংগঠনের সভাপতি অ্যাড. জিয়ার রহমান, যুব জামায়াতের উপজেলা সভাপতি খমিনি,  এলাকা সমন্নয়ক ওয়ালিউল্লাহ বাহারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

এমএসএম / জামান

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ