ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কেশবপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের পূজামণ্ডপ পরিদর্শন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:২৬

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎউৎসব শারদীয়ার দুর্গাপূজা। এ উপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিদর্শনের সময় সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। এরপর তিনি ভেরচি নিমতলা মহাশশ্মান মণ্ডপ ও চুকনগর বাজারের সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন।

অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য কেশবপুরের কৃতী সন্তান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের নিউজ এডিটর এসএম রাশিদুল ইসলাম কেশবপুর শহরের কেন্দ্রীয় কালীমন্দির দুর্গামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন। শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন, মঙ্গলকোট ইউনিয়নের ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তা্র সফরসঙ্গী ছিলেন- জামায়াতে ইসলামীর ইউনিয়ন পেষাজীবী সভাপতি সাজ্জাত হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক তাজাম্মুল ইসলাম, কেশবপুর পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন সভাপতি মাওলানা মশিয়ার রহমান, ইউনিয়ন পেষাজীবী সংগঠনের সভাপতি অ্যাড. জিয়ার রহমান, যুব জামায়াতের উপজেলা সভাপতি খমিনি,  এলাকা সমন্নয়ক ওয়ালিউল্লাহ বাহারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

এমএসএম / জামান

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি