মোহাম্মদপুরে একই রাতে দু'জন খুন

রাজধানীর মোহাম্মদপুরে একই রাতে দু'জন খুন হয়েছে। একজন জেনেভা ক্যাম্পে অন্যজন বসিলা ৪০ ফিট এলাকায়। মোহাম্মদপুর বসিলায় চোর সন্দেহ একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এসময় আরো দুজনকে পিটিয়ে আহত করা হয়। নিহত পেশায় সিএনজি চালক বলে জানা যায়। নিহত কে,হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে রয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৫ টায় মোহাম্মদপুরের বসিলা চল্লিশ ফিট এলাকায় আরাম হাউজিং এর ১ নং রোডের ৪৩ নং বাড়িতে এই ঘটনা ঘটে। এই বাড়ির মালিক কে? তা কেউ বলতে পারছে না। তবে স্থানীয়রা জানান এই ভবনটি কয়েকজন শরিক মিলে নির্মাণ করছেন তাদের নাম কেউ জানে না।
এ ঘটনায় নিহত সিএনজি চালক হলেন- শাহরিয়ার আশিক (২০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বারাইপাড়া গ্রামের ওসমান গনির সন্তান। নিহত সিএনজি চালক চাঁদ উদ্যান এলাকায় ৪ নম্বর রোডে পুলিশ ফাঁড়ির গলিতে পরিবার সহ বসবাস করতেন।
ঘটনায় পরিবারের দাবি, নিহত শাহরিয়ার আশিক রাত থেকে নিখোঁজ ছিলো, তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো। আশিক পেশায় সিএনজি চালক। রাতে তার বাবা অনেক খোজাখুজি করেছে। ভোর ৫ টার দিকে খবর পায় বসিলা এলাকায় চল্লিশ ফিট রোডে,একটি হাউজং তাঁকে কে বা কারা মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। এমন খবর পেয়ে বসিলা থেকে তাঁকে উদ্ধার করে বাসায় আনলে মারা যায়।
বসিলা চল্লিশ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চোর সন্দেহ নির্মম ভাবে তাকেঁ দেশীয় অস্ত্র দিয়ে পিটানো হয়। তার হাত-পা বেঁধে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন অংশে কুপিয়ে রেখে দেয় সেখানকার নির্মাণাধীনের শ্রমিকরা।এর পরে সকাল বেলা ভূক্তভোগীর পরিবারকে খবর দেয়। নিহতের বাবা খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে গেলে সে মারা যায়।
হাউজিং এলাকা থেকে স্থানীয় কয়েকজন বলেন, নির্মাণাধীন ভবনের ভোর ৫ টার দিকে, ৫ থেকে ৬ জন আটো রিকশা নিয়ে রড চুরি করতে এলে সেখানকার শ্রমিকরারা ৬ জনকে চোর সন্দেহ করলে ৩ জন পালিয়ে যায়, বাকি ৩ জনকে আটক করে মারধর করে। এতে আশিক নামে একজন নিহত হয়।
নিহতের বাবা ওসমান গনি, জানান, সকালে একজন এসে আমাকে খবর দেয় আমার ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে ফেলে গেছে, কে বা কারা।আমি দৌঁড়ে গিয়ে আমার ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বাসায় এনে ভাবছিলাম রক্তটা বন্ধ করে হাসপাতালে নিয়ে যাবো। কারণ, এতো সকালে কোন ফার্মেসী খোলা ছিলোনা। বাসায় আনার সাথে সাথে আমার ছেলে মারা যায়। আমার ছেলে একজন সিএনজি চালক তার সাথে এমন ঘটনা কেনো হলো আমি জানিনা। তার কোনো পূর্ব শত্রুতা ছিলো কিনা? জানতে চাইলে তিনি সকালের সময়কে বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলোনা। আমার ছেলে জেনেভা ক্যাম্পের একটি গ্যারেজ থেকে ভাড়ায় সিএনজি চালাতেন আজ তাঁকে নির্মম ভাবে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।
বসিলার নির্মাণাধীন ভবনের থেকে এখন পর্যন্ত ১২ থেকে ১৫ জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এরমধ্যে রুবেল নামে একজন কনট্রাকটরও রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় স্থানীয়রা।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা সন্দেহজনক কয়েকজনকে আটক করছি। তবে, হাত-পা বেঁধে হত্যার ঘটনাটি হয়তো পূর্বশত্রুতার জেরে হতে পারে বলে আমরা ধারনা করছি। যে ঘটনাই হোক আমরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছি।
এদিকে, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টায় জেনেভা ক্যাম্পের ভিতর মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহনেওয়াজ কাল্লু (৩৮)। নামে একজন নিহত হন। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের মৃত আবু বকর সিদ্দিকের সন্তান।
স্থানীয়রা জানান, নিহত কাল্লু শনিরআখড়া এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরী করে। গতো কয়েকদিন আগে পূজার ছুটিতে তিনি বাসায় আসেন। আজ রাতের বেলা বাসা থেকে বের হয়ে দোকান থেকে চা আনতে যান। চা নিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও দুই গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। এ সময় তার শরীরে এসে মাদক ব্যবসায়ীদের ছোঁরা আটটি বুলেট এসে শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
সাথে সাথে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এমএসএম / এমএসএম

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম
