ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১১:২৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি চট্টগ্রাম আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর বিরুদ্ধে জাল-জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন মো. আলী আশরাফ নামে এক ব্যক্তি। তিনি নগরীর লালখান বাজার এলাকার মৃত মোহাম্মদ আলী কন্ট্রাক্টরের ছেলে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, ২০১২ সালে মোহাম্মদ আলমগীর চৌধুরী মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখায় কর্মরত থাকাকালীন মোহাম্মদ আলী আজগর, আলী হাসান এবং আলী আশরাফ সঞ্চয়ী হিসাব নং ৩০০৫-০৩১০০৪৩৬৫০ খোলেন। ফলে আলমগীর চৌধুরীর সাথে আলী আজগরের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর আলমগীর চৌধুরী শাখা ব্যবস্থাপক হিসেবে আমান বাজার থাকাকালীন মেসার্স আজগর অ্যান্ড কোম্পানি নামে এক প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করেন। পরবর্তীতে মঞ্জুরিকৃত ঋণের পরবর্তীতে ২০২১ সালে ৩১ আগস্ট ৪০ লাখ ৭৫ হাজার ৭৯৬ টাকা ৭৮ পয়সা পাওনার বিপরীতে ওই প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের বন্ধকীকৃত সম্পত্তি নিলামের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু ওই প্রতিষ্ঠান নিয়মিত ঋণ পরিশোধ না করলেও প্রতিষ্ঠানের মালিকের সাথে প্রতারণামূলক জমির ব্যবসা চালিয়ে যান ব্যাংক কর্মকর্তা আলমগীর। 

আলমগীর চৌধুরী ২০১৬ সালে ৫৮ লাখ টাকা মূল্যের দুই গণ্ডা জায়গা ক্রয় করেন। পরে মেঘনা ব্যাংক পিএলসি থেকে ৩০ লাখ টাকা ঋণ নেন মেসার্স আজগর অ্যান্ড কোম্পানির নামে ১৫৩৫নং বন্ধকী দলিল মূলে। পরে ২০১৮ সালে দলিল নং ৩৮২৩ মূলে ৫৫ লাখ টাকায় ওই জমি বিক্রি করে দেন দুজনে। যে জমির রেফারেন্সে এই জমি কেনাবেচা করেন, ওই দুজন আগে ৬৪৬৪নং দলিলে ১২ লাখ টাকায় বিক্রি করেন ফরিদ উদ্দিন মাহমুদের কাছে, যা আলী আজগর ৪৫৪৯নং দলিলে ১৯৭৩ সালে ক্রয় করেন। 

জনস্বার্থে জালিয়াতি ও অনিয়মের বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে গত ১৪ অক্টোবর অভিযোগ করেন আলী আশরাফ। সেই সঙ্গে তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করেন তিনি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, অভিযোগটি ঢাকায় পাঠানো হবে। তারপর অ্যাপ্রুভ হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান