ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ছিনতাইকারীর স্বর্গরাজ্য মোহাম্মদপুর, ছাড় নেই নারীদেরও


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:৫০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একের পর এক ছিনতাই ডাকাতি ঘটনা ঘটেই চলছে। অপ্রতিরোধ্য হয়ে ঊঠেছে মোহাম্মদপুর এলাকা। পুলিশের জনবল কম থাকায় একের পর এক ছিনতাই এর ঘটনা ঘটেই চলছে এমন দাবি পুলিশের। মোহাম্মদপুর থানায় শতভাগ পুলিশের জায়গায় মাত্র ৬০ ভাগ পুলিশ সদস্য থাকায় চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

গত এক সপ্তাহে বেশ কয়েকটি আলোচীত ঘটনা ঘটেছে মোহাম্মদপুর এলাকায়। এর মধ্যে একটি মেয়েকে ছিনতাই করে তার ব্যাগ সহ টাকা এবং মোবাইল নিয়ে গেছে ছিনতাই চক্র। বছিলা এলাকায় সুপার সপে অস্ত্রের মুখে ডাকাতি, ঢাকা উদ্যানে ছিনতাই, নবদা বাজার এলাকায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকানে ছিনতাই, ঢাকা উদ্যান এলাকায় গণছিনতাই। নেস ক্যাফে কোম্পানির টাকা ছিনতাই, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচা বাজারের সভাপতিসহ দুজনকে গুলি। পাঠাও কুরিয়ারের কর্মচারীর টাকা ও মোবাইল ছিনতাই। 

এবিষয় কথা হয় ভুক্তভোগী সোহেলের সাথে তিনি বলেন, পাঠাও কুরিয়ারে চাকরি করি চলতি মাসের ২৩ অক্টোবর একটি কুরিয়ার পার্সেল ডেলিভারি দিতে যাই মোহাম্মদপুর চান মিয়া হাউজিং এলাকায়, পার্সেলটি দিয়ে একটু সামনের দিকে আসতেই সিএনজি থেকে চারজন নেমে দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার কাছ থেকে ১ লাখ ৩ হাজার নগত টাকা এবং একটি মোবাইল নিয়ে যায়। তিন দিন ধরে থানায় ঘুরে আজকে জিডি করেছি।

সম্প্রতি অস্ত্রের মুখে এক তরুণীর ব্যাগ ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ভিডিওটি মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকার। এবিষয়ে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী তরুণীর পরিবার। 

সরেজমিনে গেলে স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুরের প্রতিটি এলাকায় দিনে-দুপুরে অস্ত্রের মুখে ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। এ থেকে উত্তরণ চায় বাসিন্দারা। পুলিশের টহল আরো বাড়ানো দরকার এবং সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাবের টহলের উপস্থিতি চান নগর বাসিন্দারা। তাহলে হয়তো ছিনতাই প্রতিরোধ করা সম্ভব। আর তা না হলে সামনের আরো ভয়াবহ চিত্র হতে পারে মোহাম্মদপুরে।

তরুণীকে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা তারা বলেন, ওই ভুক্তভোগী তরুণী এলাকার পরিচিত না হলেও এলাকার বাসিন্দা হিসেবে তারা অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে সেই তরুণী একটি ইউনিভার্সিটির ছাত্রী বলে তার খোঁজ পাওয়া যায়। 

৩৩ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণী। পেছন থেকে কয়েক যুবক দৌড়ে গিয়ে তার পথরোধ করেন। কোমড়ের পেছনে থাকা চাপতি বের করে কথা বলতে দেখা যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাগ ধরে টানাটানি শুরু করে এবং অস্ত্রের মুখে তরুণী ব্যাগ ফেলে দৌড় দিলে ছিনতাইকারীরাও তার পিছু ছোটে এসময় তরুণীর ওর্না টেনে নিয়ে যেতে দেখা যায় ছিনতাইকারীদের। দেশীয় অস্ত্র দিয়ে একটি কোপ দিতেও দেখা যায় সেই ভিডিওতে। তবে প্রাণে বেঁচে গেছেন সেই মেয়েটি। 

এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, গত কয়েকদিনে কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে প্রতিদিন ৪ থেকে ৫ জন করে ছিনতাইয়ের মামলায় আসামি গ্রেফতার হচ্ছে।  দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনায় জানতে চাইলে ওসি বলেন, পুলিশের একশত  ভাগের মধ্যে মাত্র ৬০ ভালো লোকবল দিয়ে বর্তমানে থানা চলছে, আশাকরি পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্য  থানায় জয়েন্ট করলে এগুলো থেমে যাবে।

ওসি আরো বলেন, প্রতিটি এলাকায় স্থানীয়দের ও ছিনতাই প্রতিরোধ করতে হবে। পুলিশ জনতা সাধারণ নাগরিকদের ছিনতাই প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ওসি আরো বলেন, মোহাম্মদপুর এলাকায় বিশেষ একটি জেলার লোক রয়েছে এঁরাই মুলত ছিনতাইয়ের সাথে জড়িত। 

কি পরিমাণ ছিনতাইকারী রয়েছে মোহাম্মদপুর এলাকায় এমন প্রশ্নে ওসি ইফতেখার হাসান বলেন, প্রতিদিন ৪ থেকে ৫ জন ছিনতাইকারী গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হচ্ছে। এতে করে মাসে ১২০ জন ছিনতাইকারী প্রতি মাসে মোহাম্মদপুর থানায় আটক হয়। ওসি বলেন, মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ জেলার সহ প্রায় (১০০০)  এক হাজার ছিনতাইকারী সক্রিয় রয়েছে। ওসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে অতিদ্রুত এঁদের চিহ্নিত করে আটকের ব্যবস্থা করা হবে।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা