এজাহারভুক্ত আসামি এলাকায় ঘুরে বেড়ালেও খুঁজে পাচ্ছে না পুলিশ

কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া চব্বিশের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালে ১৮ থেকে ২০ জুলাই ও ৪ থেকে ৭ আগস্ট এই সাত দিনে ৮৫২ নিহত হয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট কমপক্ষে ২৯৪ জন নিহত হয়েছেন। তার দায়িত্ব থাকা অবস্থায় ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে ৭৭২ জন নিহত হয়েছেন।
এমন খবর পাওয়া যায় বিভিন্ন সূত্রে।এরই ধারাবাহিকতায় ঢাকার রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রজনতা হত্যায় শেখ হাসিনা সহ বিভিন্ন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে রাজধানী সহ বিভিন্ন থানায় মামলা হয়ে থাকে কিন্তু এখনো অনেকে সেই হত্যা মামলা থেকে বিভিন্ন তদবির করে ঘুরে বেড়াচ্ছেন মুক্ত বাতাসে। রাজধানীর মোহাম্মদপুর মিরপুর যাত্রাবাড়ী এলাকায় সে-সময় ব্যাপক সংঘর্ষে শত শত মানুষ মারা যায়।
মিরপুর এলাকার মডেল থানায় মামলার নথি এসেছে সকালের সময়ের হাতে, সেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬৭ জনকে আসামি করে মহানগর আদালতে আফসান ইসলাম নামে এক ভদ্র মহিলা একটি মামলা করে যাহারা মামলা নং ৬৬৮। এই মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনা, মোঃ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোঃ মাঈনুল হোসেন খান নিখিল। এর পর ২৪ নাম্বারে দেখা যায় মোঃ হাবিব, পিতা কদম আলী। ৩৩ নাম্বারে দেখা যায় কদম আলী, পিতা চানঁ মিয়া। ৬৭ নাম্বারে দেখা যায় আলম, পিতা কদম আলী। এই মামলায় একই পরিবারের ৩ জন আসামি। সম্পর্কে তারা পিতা পুত্র। তবে কোন এক অজানা কারণে গ্রেফতার এড়িয়ে এরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে মিরপুর মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এসআই রাজিব সকালের সময়কে বলেন, আমরা এজাহার ভুক্ত আসামি গ্রেফতারের চেষ্টায় থাকি, তবে যদি সুনির্দিষ্ট স্থানে রয়েছে এমন তথ্য পেলে দ্রুত আটক করতে সুবিধা হয়। প্রতিদিনই অভিযান চলে, যদি তারা এলাকায় থেকে থাকে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে মামলার বাদি পক্ষ থেকে মোঃ রাজু বলেন, আমরা কোর্টে মামলা করেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। এই মামলায় ৬৭ জন আসামি রয়েছে, এরমধ্যে অনেকেই দেশের বাহিরে রয়েছে কিন্তু এলাকায় তালিকাভুক্ত আসামি ঘোরাফেরা করছে কিন্তু পুলিশ তাদের ধরছে না। এখন আমরা জীবন নাশের হুমকিতে রয়েছি।
এমএসএম / জামান

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম
