ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র সহ ৩৪ জন গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৩:২৮

সাম্প্রতিককালে মোহাম্মদপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানার গৃহিত পদক্ষেপসমুহ দেশীয় অস্ত্র উদ্ধার করছে যৌথ বাহিনী এসময় ৩৪ জনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র গ্রেফতারের বিষয়টি সোমবার ২৮ অক্টোবর দুপুরে দিকে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান তেজগাঁও বিভাগের ডিসি মোঃ রুহুল কবির খান।

গত ০৫ আগস্ট গন অভ্যূত্থানের পর হতে অদ্যাবধি মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ সময় এই থানাধীন এলাকায় হত্যা, ছিনতাই, লুন্ঠন এবং মারামারির মত ঘটনা ঘটেছে। এ সকল বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা বা অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ সে সকল মামলার বিষয়ে তদন্ত চলমান রেখেছে এবং মূলহোতাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। ০৫ আগস্টের পর মোহাম্মদপুর থানায় ১০টি হত্যা মামলা রুজু হয়। এ পর্যন্ত উক্ত মামলা সমূহে ঘটনার সাথে জড়িত ২৭ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সময়ে ০২ টি ডাকাতি মামলাও রুজু হয়। ডাকাতি মামলায় ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ০১ জন আসামী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ডাকাতি মামলায় গ্রেফতারকৃত আসামীদের দখল হতে নগদ ৬,২০,০০০/- টাকা, ০৮ ভরি স্বর্ণালঙ্কার ও ০৯ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য ফুট পেট্রোল ডিউটি চালু করা হয়েছে মোহাম্মদপুর থানায় । থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড, চেকপোস্ট বসিয়ে অপরাধের সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। গত ২৭ অক্টোবর এমনই অভিযানে একদিনেই ৪৭ জন আসামী গ্রেফতার করা হয় যার মধ্যে ০২ জন দেশীয় অস্ত্র প্রস্ততকারী ৪০ টি চাপাতি সহ গ্রেপ্তার হন। বিপ্লব সংঘটিত হওয়ার পর  জেনেভা ক্যাম্প এলাকায় গ্যাং ওয়ার এবং মাদক ব্যবসা সংশ্লিষ্ট অপরাধ নিবারণের জন্য ০২ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং নিয়মিত ফুট পেট্রোল এবং ব্লক রেইডের ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত জেনেভা ক্যাম্প এলাকায় ০৮ কেজি গাঁজা সহ ০৩ জনকে গ্রেফতার করে ০১টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও অপর ০১টি মামলায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা এলাকায় উল্লেখিত সময়ে ০৩ টি অস্ত্র উদ্ধার এবং এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে। যাতে ১৭ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং আসামীদের হেফাজত হতে ০১ টি রিভলবারসহ ২০ রাউন্ড গুলি, ০২ টি পিস্তল, ০৮ টি বড় রাম দা, পেট্রোল বোমা তৈরির কাঁচের বোতল ১৫ টি, পেট্রোল ১০ লিটার, ০৬ টি চাইনিজ কুড়াল, ০১ টি টেঁটা, ০৮ টি ছুরি ও ০৫ টি বড় চাপাতি উদ্ধার করা হয়।থানা এলাকায় ছিনতাই ঘটনায় ০৮ টি মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামীদের হেফাজত হতে ০১ টি অটোরিক্সা, ০১ টি সিএনজি, ০৪ টি চা পাতি, ০২ টি সামুরাই ও নগদ-২,১৬০/- টাকা উদ্ধার করা হয়।এ সময়ের মধ্যে মোহাম্মদপুর থানায় ০৪ টি অপহরণ মামলাও রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত ০৫ আসামীকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে ০৪ জন ভিকটিমকেই উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে মামলা তদন্তাধীন।

মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে আশংকার সৃষ্টি হয়েছে তা নিরসন করে একটি নিরাপদ ও বাসযোগ্য মোহাম্মদপুর ফিরিয়ে আনতে  বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষেরও সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে। ডিএমপি আশা করছে অতি দ্রুত রাজধানীর অন্যতম বৃহত্তম থানা মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগনের স্বস্তি ফিরিয়ে আনবে।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা