পরিবার নিয়ে আতঙ্কে
যৌথ বাহিনীর অভিযান চলমান এর মধ্যেই কিশোর গ্যাং এর হুমকি
যৌথ বাহিনীর ষাঁড়াশি অভিযানের মধ্যেই কিশোর গ্যাং সদস্যরা ব্যবসায়ীকে হুমকি দিয়ে গেলেন, আতঙ্কে রয়েছে ব্যবসায়ী সহ তার পরিবার। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং,ছিনতাই ও ডাকাতি রোধে সম্প্রতি সেনাবাহিনী,র্যাব ও পুলিশ ষাঁড়াশি অভিযান শুরু করেছে। একদিকে গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাতে যৌথ বাহিনী জেনেভা ক্যাম্পে ষাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। ঠিক সে সময় নবোদয় কাঁচা বাজারের পাশে মোহাম্মদিয়া হোমস গেট এলাকায় ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে দোকানের ভেতর প্রবেশ করে ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে গেছে কিশোর গ্যাং চক্রের কয়েকজন সদস্য।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটায় মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় মোহাম্মদী হোমস এর পাশে মদীনা ফার্মেসীতে এমন ঘটনা ঘটে।এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ফার্মেসীতে রাত সাড়ে ১২ টায় তিনজন কিশোর গ্যাং চক্রের সদস্য প্রবেশ করে। এ সময় কয়েকজন ক্রেতাদের সামনেই দেশীয় অস্ত্র-শস্ত্র হাতে প্রথমে তিনজন পরবর্তীতে ৫-৬ জনের একটি দল ফার্মেসীতে প্রবেশ করে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ব্যবসায়ীকে। তখন দোকান মালিককে বারবার সাবধান করে গতকাল অর্থাৎ আজ (মঙ্গলবার) দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় তারা।
জানা যায়, এ ঘটনার সাথে নবোদয় এলাকার কিশোর গ্যাং চক্র 'এলেক্স সুমন' গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা জড়িত। এ গ্রুপের মূলহোতা এলেক্স সুমন গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে তিনটায় ওই ব্যবসায়ীকে আবারও মোবাইল ফোনে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবার আতঙ্কে রয়েছেন বলে জানান।
যৌথ বাহিনীর ষাঁড়াশি অভিযানের মধ্যেও কিশোর গ্যাং সদস্যদের এমন হুমকির ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবার আতঙ্কিত হয়ে পরেছেন। ব্যবসায়ীর ভাই হাম্মাদুর রহমান জানান, গতকাল রাতে একজন এসে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশে চাঁদা দাবি করে। ওই সময় আশপাশের কয়েকজন মিলে আমরা তাকে আটক করি। সে সময় বেশ কয়েকবার থানা পুলিশ,র্যাব ও সেনাবাহিনীকে বিষয়টি জানাই। কিন্তু তারা অন্য এলাকায় অভিযানে থাকায় আসতে পারে নি। তখন আমরা আশপাশের ব্যবসায়ীরা মিলে ওই চাঁদাবাজের বাবা-মা কে খবর দেই। তারা আসার পর তার ছেলে এমন কাজে আর লিপ্ত হবে না মর্মে সবার সামনে আমাদের আশ্বস্ত করে যায়। এর ঠিক ১ ঘন্টা পরেই ৫-৬ জনের একটি গ্রুপ অস্ত্র-শস্ত্র হাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার ভাই ও আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। একদিকে যৌথ বাহিনীর ষাঁড়াশি অভিযান চলছে। অন্যদিকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে এসে কিশোর গ্যাং চক্রের সদস্যরা আমাদের হুমকি দিয়ে গেছে। এ নিয়ে আমরা জীবন শঙ্কার মধ্যে রয়েছি।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করীম জানান, সম্প্রতি কিশোর গ্যাং,ডাকাতি ও ছিতাইসহ অপরাধীদের গ্রেফতার করতে আমরা নিয়মীত কাজ করে যাচ্ছি। এছাড়াও, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সকল রকম অপরাধ কর্মকাণ্ড রোধে আমরা নিয়মীত আমাদের টহল ও অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি যারাই অপরাধের সাথে জড়াবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার