এলজিইডির ক্রিলিক আয়োজিত সমন্বিত গাইডলাইন বিষয়ক তিনদিনের প্রশিক্ষণের উদ্বোধন
২৯ অক্টোবর মঙ্গলবার এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত সমন্বিত গাইডলাইন বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপাল কৃষ্ণ দেবনাথ এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব)।
প্রশিক্ষণে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব) বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে সাত হাজার ৭২২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এক হাজার ১০১টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক এবং ৯৬টি সেতু ও কালভার্ট মেরামত করেছে এলজিইডি। জলবায়ু পরির্তনের ফলে আগামীতেও এই বন্যা, পাহাড়ি ঢল হয়তো অব্যহত থাকবে, তাই উচিত প্রতিটি সড়ক ও স্থাপনা নকশা প্রস্তুত ও নির্মাণ করার আগে বিগত বছরগুলোর তথ্য যাচাই করা। ফলে আমরা টেকসই দীর্ঘমেয়াদী স্থাপনা তৈরি করতে পারবো। এসময় তিনি নির্মাণ ব্যয় সাশ্রয় করার জন্য তাগিদ দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মোঃ আব্দুল হাকিম ও আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম। এসময় উপস্থিত ছিলেন ক্রিম-ক্রিলিকের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থাপনা করেন এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডাইরেক্টর একেএম লুৎফর রহমান, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইডিসি-ক্রিলিক এর সিনিয়র স্পেশালিস্ট অইভিন্দ হোমড্রন। তিনদিনব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণে এলজিইডি ভোলা, বরগুনা, সাতক্ষীরা জেলা সদর ও বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং এলজিইডির সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের ত্রিশজন প্রকৌশলী অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
এসওএসবি'র নেতৃত্বে ডা. সারফুজ্জামান, মনির হোসেন ও আহমদ সামি-আল-হাসান
ঢাকা জেলা প্রশাসনে ভূমিকম্প উপলক্ষে জরুরী নিয়ত্রণ কক্ষ চালু
বিআরটিএতে বিতর্কিত কর্মকর্তা তোফাজ্জলকে বহাল রাখায় প্রশ্ন
মাওনায় ‘মিথ্যে মৃত্যু’ নাটক মাদার্স কেয়ার হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে চাঞ্চল্যকর হয়রানির অভিযোগ
উত্তরায় শিমুল আহমেদের নেতৃত্বে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রধান কার্যালয় উদ্বোধন
সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন
বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের প্রতিবাদ
১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আবু সালেহ রনি
গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন চান সাদিল আহমেদ
উৎসব মুখর পরিবেশে ড্যাবের নুতন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত