দাবি মানায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

দাবি মানার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে দুইটি কারখানার পোশাক শ্রমিকরা। শনিবার (২নভেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত তুষকা গ্রুপ ও ইসলাম গ্রুপ এর শ্রমিকরা সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন দাবিতে কারখানার ভিতরে কর্মবিরতি পালন করে।
কারখানা কর্তৃপক্ষ দুপুরের সময় শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। পরে ইসলাম গ্রুপ কর্তৃপক্ষ শনিবার সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাসায় চলে যায়। অপর দিকে লান্সের পরে তুষকা গ্রুপের শ্রমিকরা আর কাজে ফিরেনি।
ইসলাম গ্রুপের বাপ্পি নামের একজন শ্রমিক বলেন, আমাদের ২১ দফা দাবির মধ্যে প্রায় সব গুলো দাবি মেনে নিলেও প্রায় ১৩ জন স্টাফকে অব্যাহতির বিষয়টি চুড়ান্ত করেনি। আমাদের দাবি আজকের মধ্যে নোটিশ দিয়ে তাদেরকে বের করে দিতে হবে।
ইসলাম গ্রুপের ওভেন সেকশনের পিএম মামুন বলেন,শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল থেকে কারখানা পূর্বের ন্যায় যথারীতি খোলা থাকবে।
তুষকা গ্রুপের পরিচালক তারেক হাসান জানান, শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি বলেন,লান্সের পর আর কোন শ্রমিক কারখানায় আসেনি। জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কোনাবাড়ী থানার সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন,তুসুকা এবং ইসলাম গ্রুপের শ্রমিকদের দাবি দাওয়া গুলো আমি দেখেছি এগুলো শ্রম আইনে আছে। অনেক গুলো দাবি মালিকপক্ষ প্রদান করে থাকেন শ্রমিকদের অজ্ঞতা ও অসচেতনতার কারণে তারা দাবি গুলো উপস্থাপন করেছে। যেমন ৫% বাৎসরিক ইনক্রিমেন্ট মালিকপক্ষ প্রদান করে থাকেন। কোন প্রতিষ্ঠানে যদি শ্রম আইন বাস্তবায়ন না করে আইনগত পাওনা পরিশোধ না করে সে ব্যাপারে কথা বলা যেতো। তেমনটি আমার কাছে মনে হয়নি,টিফিন বিল, নাইট বিল, হাজিরা বোনাস এইসকল বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে বিভিন্ন কারখানায় জটিলতা সৃষ্টি হচ্ছে। অসংগঠিত শ্রমিকদের বুঝানো কঠিন তাঁরাতো শ্রম আইনে কি আছে কি নাই জানেও না? ব্যতিক্রম দাবি হচ্ছে মিড লেবেল ম্যানেজমেন্ট অফিসার বাদ দিতে হবে এখানে অফিসার বিরুদ্ধে অভিযোগ জানানোর কারণ হচ্ছে তারা অনেক শ্রমিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। অহেতুক বিভিন্ন কারণে হয়রানি করেন এই কারণে তাদের প্রতিক্ষোভ এবং গার্মেন্ট কর্মীদের কড়া শাসনে রেখে কাজ করান তাদের কথা মুল্যায়ন করা হয় না।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান,সকাল থেকে কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম গ্রুপ এবং তুষকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভিতরে মূল ফটকের সামনে কর্মবিরতি পালন করে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনেলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।
উল্লেখ্য আজ সকাল থেকে তুষকা গ্রুপ ও ইসলাম গ্রুপের পোশাক শ্রমিকরা হাজিরা বোনাস, বাৎসরিক বেতন,নাইট বিল,টিপিন বিলবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে ইসলাম গ্রুপের শ্রমিকরা ২১ দফা এবং তুষকা গ্রুপের শ্রমিকরা ১৬ দফা দাবি আদায়ে কারখানার ভিতরে মূল ফটকের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
